ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০২ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০২ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ মার্চ মাসের জন্য সাহিত্য অর্পণ: জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। প্রকাশকরা গৃহকর্তাদেরকে এ কথা জানাবেন যে, তারা চাইলে শিক্ষামূলক কাজের জন্য দান দিতে পারেন। যেখানে আগ্রহ দেখা যায় সেখানে চান ব্রোশার অর্পণ করুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ চেষ্টা করুন। জুন: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। গৃহকর্তাদের কাছে যদি এই প্রকাশনাগুলো থাকে, তাহলে মণ্ডলীতে মজুত আছে এমন উপযুক্ত একটা ব্রোশার অর্পণ করুন।

▪ যে-প্রকাশকরা এপ্রিল মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে চান তাদের এখনই পরিকল্পনা করা ও শীঘ্রিই আবেদনপত্র জমা দেওয়া উচিত। এটা প্রাচীনদেরকে প্রচার কাজের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে আর যথেষ্ট পত্রিকা ও অন্যান্য সাহিত্য হাতে রাখতে সাহায্য করবে। যারা সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য অনুমোদন পাবেন, প্রত্যেক মাসে তাদের সবার নাম মণ্ডলীতে ঘোষণা করা উচিত।

▪ ২০০২ সালের ২৮শে মার্চ, বৃহস্পতিবার স্মরণার্থক সভা হবে। আপনার মণ্ডলীতে যদি বৃহস্পতিবার সভা হয়ে থাকে, তাহলে তা সপ্তার অন্য কোন দিনে করতে হবে, যদি কিংডম হল খালি পাওয়া যায়। কিন্তু যদি তা করা না যায় আর আপনার পরিচর্যা সভা করাতে বাধা পড়ে, তাহলে যে-অংশটা আপনার মণ্ডলীর জন্য বিশেষভাবে দরকার সেটা অন্য কোন পরিচর্যা সভায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।

▪ প্রকাশকরা যদি সরাসরি শাখা অফিসের কাছ থেকে সাহিত্য চান, তাহলে শাখা অফিস তা পাঠাবে না। মণ্ডলীর প্রত্যেক মাসের সাহিত্যের অর্ডার শাখা অফিসে পাঠানোর আগে পরিচালক অধ্যক্ষ প্রত্যেক মাসে তা ঘোষণা করাবেন, যাতে যারা সাহিত্যাদি নিতে চান তারা সকলে যে-ভাই সাহিত্য বিভাগ দেখাশোনা করেন, তাকে তা বলতে পারেন। কোন্‌ প্রকাশনাগুলো বিশেষ আবেদনের বিষয় দয়া করে তা মনে রাখুন।

▪ প্রয়োজন মতো বিভিন্ন ভাষায় যিহোবার সাক্ষিরা ও শিক্ষা ব্রোশারটার জন্য মণ্ডলীগুলোর পর্যাপ্ত অর্ডার দেওয়া উচিত। মে মাসের শেষ থেকে জুন মাসের আরম্ভ পর্যন্ত নতুন শিক্ষা বছরের শুরুতে, বাবামা ও স্কুলে যাওয়া ছেলেমেয়েদের হাতে এই ব্রোশারটা ঠিকমতো আছে কি না, এর মাধ্যমে তা নিশ্চিত হওয়া যাবে।

▪ পত্রিকা ও সাহিত্য ছাপাতে ও ডাকযোগে পাঠাতে যে খরচ হয় তার পরিপ্রেক্ষিতে, নিযুক্ত ভাইদের ও প্রত্যেকটা প্রকাশকের নিচের বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া সোসাইটিকে আর্থিকভাবে সাহায্য করবে:

মণ্ডলী থেকে পাওয়া ২০০১ সালের ১লা সেপ্টেম্বরের বার্ষিক সাহিত্য তালিকা দেখায় যে অনেক মণ্ডলীতে বাড়তি বই ও ব্রোশার মজুত আছে যা বেশ কয়েক বছর চলে যেতে পারে। একই সময়ে এই মণ্ডলীগুলো থেকে আরও সাহিত্য চাওয়ার আবেদন পাওয়া গেছে। তাই সমস্ত মণ্ডলীকে উৎসাহিত করা হচ্ছে যে সাহিত্যের জন্য নতুন আবেদন করার আগে মজুত থাকা সাহিত্যগুলোকে যেন ব্যবহার করে শেষ করা হয়। আশা করা হচ্ছে যে মণ্ডলীগুলো যেন শুধু প্রায় তিন মাসের জন্য সাহিত্য মজুত রাখে। তাই, সোসাইটির কাছে সাহিত্যের আবেদন পাঠানোর আগে পরিচর্যা অধ্যক্ষ ব্যক্তিগতভাবে এ ব্যাপারে নিশ্চিত হবেন যে, মণ্ডলীতে বাড়তি সাহিত্য মজুত নেই।

সচিব ও পরিচর্যা অধ্যক্ষের এ বিষয়টাকে নিশ্চিত করা দরকার যে তাদের মণ্ডলীতে পত্রিকাগুলো জমা হয়ে নেই। যদি জমা হয়ে থাকে, তা হলে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে অর্পণ করার জন্য বিশেষ অভিযানের ব্যবস্থা করা দরকার এবং মণ্ডলীতে যতগুলো পত্রিকা আসে সেগুলোকে কমিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে শাখা অফিসে এক পুঃসংশোধিত অর্ডার পাঠানো উচিত। প্রকাশকদের ঘরে পত্রিকা ও সাহিত্যগুলো জমা হয়ে থাকা উচিত নয়। সমস্ত প্রকাশকদের ব্যক্তিগত ব্যবহার ও ক্ষেত্রে অর্পণের জন্য যতগুলো দরকার কেবল ততগুলোরই আবেদন করা উচিত।

▪ দয়া করে লক্ষ্য করুন যে, ভারতের শাখা অফিস ব্যাঙ্গালোরে তার নতুন শাখায় চলে যাবে বলে, ২০০২ সালের মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সাহিত্য এবং পত্রিকার আবেদনগুলোকে পাঠানোর ব্যবস্থা চালু থাকবে না।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার