ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০২ পৃষ্ঠা ১
  • বর্ষাকালে ‘বাক্য প্রচার করুন’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বর্ষাকালে ‘বাক্য প্রচার করুন’
  • ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০২ পৃষ্ঠা ১

বর্ষাকালে ‘বাক্য প্রচার করুন’

১ প্রেরিত পৌল পরামর্শ দিয়েছিলেন, “তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে কার্য্যে অনুরক্ত হও।” (২ তীম. ৪:⁠২) বর্ষাকাল আমাদের সকলের জন্য এক ‘অসময়’ হতে পারে কারণ সেই সময় আমাদেরকে স্যাঁতসেঁতে আবহাওয়া, জলে ডুবে যাওয়া রাস্তাঘাট এবং ঋতু-ভিত্তিক অসুখবিসুখগুলোর সঙ্গে মোকাবিলা করতে হয়, যা স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটায়। এরকম পরিস্থিতিগুলোতে নিয়মিত ‘বাক্য প্রচার করা’ আমাদের জন্য এক কঠিন বিষয় হতে পারে। তবুও, ভাল পরিকল্পনা ও অবিরত চেষ্টার দ্বারা আমরা বর্ষাকালে আমাদের উদ্যোগ কমে যেতে দেওয়া এড়াতে পারি।

২ ভেবেচিন্তে কাজ করা এবং আগে থেকে পরিকল্পনা করা সমস্যাগুলোকে কমিয়ে দেয়। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য একটা ভাল ছাতা, বর্ষায় উপযুক্ত কাপড়চোপড়, একটা উপযুক্ত ব্যাগ যা আমাদের বাইবেল, সাহিত্য এবং পত্রিকাগুলোকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে এগুলোই হল এক বিজ্ঞ বিনিয়োগ। আপনি যদি দুচাকার কোন গাড়ি ব্যবহার করেন, তা হলে ভেজা অথবা কাদা রাস্তায় বিশেষ যত্নের সঙ্গে সেটা চালান। ঠাণ্ডা লাগা এবং জল বাহিত রোগগুলোকে এড়াতে অতিরিক্ত সাবধানতাগুলো নিন।

৩ সম্ভব হলে সেই এলাকা বেছে নিন যেখানে খুব সম্ভবত গৃহকর্তারা আপনাকে ভিতরে আসার আমন্ত্রণ জানাবেন। উত্তম তালিকা রাখুন যাতে আবহাওয়া খারাপ হয়ে গেলে সেই ব্যক্তিদের কাছে পুনর্সাক্ষাৎ করা যেতে পারে, যারা আগ্রহ দেখিয়েছেন। সেই দিনগুলো সম্বন্ধে কী বলা যায় যখন এত বৃষ্টি হয় যে, বাইরে বেরনো কঠিন? আপনি কি টেলিফোনে সাক্ষ্য দেওয়ার কথা চিন্তা করে দেখেছেন? আপনি ২০০১ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টে কিছু ব্যবহারিক পরামর্শ পাবেন। আপনার নিজের যদি ফোন না থাকে, তা হলে আপনি কি সেই ব্যক্তিদের একটা তালিকা বানাতে পারেন, যাদের আপনি হয়তো চিঠির মাধ্যমে সাক্ষ্য দিতে পারেন?

৪ যখন প্রচণ্ড বৃষ্টি হয়, তখন আমরা হয়তো আমাদের নিয়মিত বাইবেল অধ্যয়নগুলোতে ও আগ্রহী ব্যক্তিদের সঙ্গে দেখা করতে যেতে চাই না। কিন্তু আমাদের অতিরিক্ত প্রচেষ্টার দরুন যে-ইতিবাচক ফল হতে পারে, সেই কথা চিন্তা করুন। একজন ভদ্রমহিলা বলেছিলেন: “আমার স্বামী ও আমি এই সাক্ষিদের উদ্যোগ ও আন্তরিকতা দেখে খুবই প্রভাবিত হয়েছিলাম। তারা তাদের কাজে একটা হালকা মোটরসাইকেল ব্যবহার করতেন আর এমনকি বর্ষাকালে অবিরত বৃষ্টিও তাদের থামাতে পারত না।” সেই ভদ্রমহিলা পরে একজন বাপ্তিস্মিত বোন হন। বৃষ্টিতে ভিজতে ইচ্ছুক হওয়ার জন্য কতই না উত্তম এক পুরস্কার!

৫ প্রাচীনরা, বিশেষ করে পরিচর্যা অধ্যক্ষ, বর্ষাকালে ক্ষেত্রের পরিচর্যার কাজ চালু রাখার জন্য একটা ব্যবহারিক তালিকা বানাতে পারেন। মণ্ডলীর এলাকায় কি বহুতল বাড়ি অথবা হাউসিং কলোনি রয়েছে, যেখানে যারা সাক্ষাৎ করতে আসেন তারা না ভিজে অপেক্ষা করতে পারেন? বর্ষার সময় এই এলাকাগুলোতে কাজ করতে দিন না কেন? এ ছাড়া, ঝড়ো আবহাওয়ায় সাক্ষ্যদানের জন্য কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোও ভাল জায়গা হতে পারে। কেবল বৃষ্টির কারণে রাস্তায় সাক্ষ্য দেওয়া বন্ধ করার দরকার নেই। সুসংগঠিত থাকলে, এই কাজ বিচক্ষণতার সঙ্গে শপিং মলে, বাস স্ট্যান্ডে, স্টেশনে অথবা অন্যান্য জনসাধারণের জায়গাগুলোতে, যেখানে ছাউনি থাকে সেখানে করা যেতে পারে।

৬ আক্ষরিক জল যেমন আমাদের শুষ্ক গ্রামাঞ্চলকে সতেজ করে, তেমনই আসুন আমরা অন্যদের সত্যের জীবনদানকারী জল খুঁজে পেতে সাহায্য করার আনন্দ লাভ করি।​—⁠প্রকা. ২২:⁠১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার