“পিতৃহীনদের” প্রতি প্রেমময় আগ্রহ দেখান
১ যিহোবা হলেন “পিতৃহীনদের পিতা।” (গীত. ৬৮:৫) প্রাচীন ইস্রায়েল জাতিকে দেওয়া তাঁর এই আজ্ঞার মধ্যে দিয়ে তাদের মঙ্গলের জন্য তাঁর চিন্তা প্রতিফলিত হয়েছিল: “তোমরা কোন বিধবাকে কিম্বা পিতৃহীনকে দুঃখ দিও না। তাহাদিগকে কোন মতে দুঃখ দিলে যদি তাহারা আমার নিকটে ক্রন্দন করে, তবে আমি অবশ্য তাহাদের ক্রন্দন শুনিব।” (যাত্রা. ২২:২২, ২৩) এ ছাড়া, এই ব্যক্তিদের বস্তুগত প্রয়োজনগুলো দিয়ে সাহায্য করার জন্য ঈশ্বরের ব্যবস্থায় কিছু আয়োজনও ছিল। (দ্বিতী. ২৪:১৯-২১) খ্রীষ্টীয় ব্যবস্থার অধীনে, সত্য উপাসকদের “ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান” করতে উপদেশ দেওয়া হয়েছে। (যাকোব ১:২৭) যারা একক বাবা অথবা মার বা ধর্মীয়ভাবে বিভক্ত পরিবারগুলোতে বড় হচ্ছে, তাদের প্রতি কীভাবে আমরা যিহোবার প্রেমময় আগ্রহকে অনুকরণ করতে পারি?
২ আধ্যাত্মিক প্রশিক্ষণ: আপনি যদি একজন একক বাবা কিংবা মা হন অথবা আপনার যদি একজন অবিশ্বাসী সাথি থাকে, তা হলে আপনার ছেলেমেয়েদের সঙ্গে নিয়মিত গৃহ বাইবেল অধ্যয়ন করা হয়তো মুশকিল হতে পারে। কিন্তু তারা যাতে ভারসাম্যপূর্ণ, পরিপক্ব প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে বেড়ে ওঠে সেইজন্য নিয়মিত এবং অর্থপূর্ণ বাইবেল অধ্যয়ন অত্যাবশ্যক। (হিতো. ২২:৬) এ ছাড়া, তাদের সঙ্গে প্রতিদিন আধ্যাত্মিক বিষয়গুলো সম্বন্ধে কথাবার্তা বলাও জরুরি। (দ্বিতী. ৬:৬-৯) কখনও কখনও, আপনি হয়তো নিরুৎসাহ বোধ করতে পারেন কিন্তু হাল ছেড়ে দেবেন না। ‘প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে [আপনার ছেলেমেয়েদের] মানুষ করিয়া তুলিতে’ শক্তি ও নির্দেশনার জন্য যিহোবার দিকে তাকান।—ইফি. ৬:৪.
৩ শাস্ত্রীয় দায়িত্বগুলো পালন করার ব্যাপারে আপনার যদি কোন সাহায্যের দরকার হয়, তা হলে আপনার প্রয়োজনের কথা প্রাচীনদের জানান। তারা হয়তো ব্যবহারিক পরামর্শগুলো দিতে অথবা আপনার পরিবারের জন্য এক উত্তম আধ্যাত্মিক তালিকা তৈরি করার ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবে।
৪ যেভাবে অন্যেরা সাহায্য করতে পারে: ধর্মীয়ভাবে বিভক্ত এক পরিবারে বড় হয়ে ওঠা সত্ত্বেও প্রথম শতাব্দীতে, তীমথিয় যিহোবার একজন উদ্যোগী দাস হয়েছিলেন। তার ছেলেবেলায় তাকে পবিত্র শাস্ত্রকলাপ সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য তার মা ও দিদিমার আপ্রাণ চেষ্টা নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। (প্রেরিত ১৬:১, ২; ২ তীম. ১:৫; ৩:১৫) এ ছাড়া, তিনি অন্য খ্রীষ্টানদের সঙ্গে মেলামেশা করেও উপকৃত হয়েছিলেন, এদের মধ্যে ছিলেন প্রেরিত পৌল যিনি তীমথিয়কে “প্রভুতে” তার “প্রিয় ও বিশ্বস্ত বৎস” বলে উল্লেখ করেছিলেন।—১ করি. ৪:১৭.
৫ একইভাবে আজকে, যখন আধ্যাত্মিকভাবে পরিপক্ব ভাই ও বোনেরা মণ্ডলীতে পিতৃহীন বালক এবং বালিকাদের প্রতি প্রেমময় আগ্রহ দেখায়, তখন তা কতই না উপকারজনক হয়! আপনি কি প্রত্যেকের নাম জানেন? আপনি কি খ্রীষ্টীয় সভাগুলোতে এবং অন্যান্য উপলক্ষগুলোতে তাদের সঙ্গে কথা বলেন? ক্ষেত্রের পরিচর্যায় আপনার সঙ্গে যোগ দিতে তাদের আমন্ত্রণ জানান। আপনি হয়তো কখনও কখনও, তাদের এককভাবে অথবা বিশ্বাসী বাবা কিংবা মায়ের সঙ্গে আপনার পারিবারিক অধ্যয়নে বা গঠনমূলক আমোদপ্রমোদের জন্য করা ব্যবস্থাগুলোতে অন্তর্ভুক্ত করতে পারেন। এই অল্পবয়স্করা যখন আপনাকে তাদের বন্ধু হিসেবে দেখে, তখন খুব সম্ভবত তারা আপনার উদাহরণ অনুকরণ করে এবং আপনার উৎসাহ মেনে নেয়।—ফিলি. ২:৪.
৬ যিহোবা পিতৃহীন বালক এবং বালিকাদের সম্বন্ধে গভীরভাবে আগ্রহী আর সত্যকে নিজের করে নিতে তাদের সাহায্য করার জন্য আমাদের প্রেমময় প্রচেষ্টায় তিনি আশীর্বাদ করেন। অনেকে যারা একক বাবা/মার সঙ্গে অথবা বিভক্ত পরিবারে বড় হয়েছে তারা এইরকম উৎসাহ লাভ করেছে আর এখন অগ্রগামী, পরিচারক দাস, প্রাচীন, ভ্রমণ অধ্যক্ষ অথবা বেথেল পরিবারের সদস্য হিসেবে বিশ্বস্তভাবে সেবা করছে। আমাদের স্বর্গীয় পিতাকে অনুকরণ করে আসুন আমরা সকলে যেন পিতৃহীনদের প্রতি আমাদের স্নেহকে “প্রশস্ত” করার উপায়গুলো খুঁজে নিই।—২ করি. ৬:১১-১৩.