ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৩ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৩ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ এপ্রিল এবং মে মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ ও সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। আগ্রহ দেখা গেলে চান ব্রোশার দিন এবং গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। জুন: পারিবারিক জীবন বই অর্পণ করুন। জুলাই এবং আগস্ট: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে: যে সরকার পরমদেশ নিয়ে আসবে এবং আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিত? জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কীভাবে তা পেতে পারেন? এবং পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! এই ব্রোশারগুলোর যেটা যেখানে দেওয়া ঠিক হবে, লোকেদের সেটা দেওয়া যেতে পারে।

▪ সমস্ত পরিচালক অধ্যক্ষ এবং সচিবের বাড়ির নতুন ঠিকানা এবং টেলিফোন নম্বর সোসাইটির কাছে থাকা দরকার। যদি ঠিকানা অথবা টেলিফোন নম্বর পালটানো হয়, তা হলে মণ্ডলীর পরিচর্যা কমিটি দেরি না করে পরিচালক অধ্যক্ষ/সচিবের পরিবর্তিত ঠিকানা ফর্মে (S-29) পূরণ করে সোসাইটির কাছে পাঠিয়ে দেবে। যদি এসটিডি কোড পালটায়, তা হলে সেটাও এই ফর্মে লিখে পাঠাতে হবে।

▪ মণ্ডলীর সচিবের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205) ও সহায়ক অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম (S-205b) যথেষ্ট পরিমাণে থাকা উচিত। এগুলো সাহিত্য অর্ডার ফর্মে (S-14) চেয়ে পাঠানো যেতে পারে। অন্তত এক বছরের জন্য চলবে এমনভাবে অর্ডার করুন। নিয়মিত অগ্রগামীর সবকটা আবেদন ফর্ম ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা ভাল করে দেখুন। আবেদনকারীরা যদি তাদের বাপ্তিস্মের ঠিক দিনটা মনে করতে না পারেন, তা হলে তাদের হিসাব করে সেটা বের করা ও সেটার রেকর্ড রাখা দরকার।

▪ অন্য দেশের মণ্ডলীর সভাগুলোতে, সীমা অধিবেশনে বা জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য যখনই আপনি ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেন, তখন সেখানকার যে-শাখা দফতর এই কাজগুলো দেখাশোনা করে সেখানে আপনি দিন, সময় ও জায়গা সম্বন্ধে তথ্য জানার জন্য আবেদন জানাতে পারেন। শাখা দফতরের ঠিকানাগুলো চলতি বছরের বর্ষপুস্তক (ইংরেজি) এর শেষ পৃষ্ঠায় দেওয়া আছে।

▪ প্রত্যেকটা মণ্ডলীতে ফেব্রুয়ারির মাসিক স্টেটমেন্টের সঙ্গে বার্ষিক সরবরাহগুলোর জন্য বিশেষ আবেদন ফর্ম পাঠানো হয়েছে। যেসব মণ্ডলী ২০০৩ সালের সম্মেলনের ব্যাজ কার্ড এবং ২০০৪ সালের অন্যান্য বার্ষিক সরবরাহগুলো চেয়ে এখনও তাদের আবেদন পাঠায়নি, তাদের শীঘ্রই সেই আবেদন পাঠিয়ে দেওয়া উচিত।

▪ সাহিত্যাদি সরবরাহের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী আসন্ন পরিচর্যা বছরের জন্য এপ্রিলই হল সমস্ত ফর্ম আবেদন করার মাস, যা সাহিত্যাদির আবেদন ফর্মে (S-14) উল্লেখ করা হয়েছে। তাই দয়া করে এপ্রিলের জন্য আপনাদের মাসিক সাহিত্যের আবেদনের সঙ্গে এক বছরের সমস্ত ফর্ম চেয়ে আবেদন করুন, যা সাহিত্যাদির আবেদন ফর্মে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ফর্ম সরবরাহের জন্য দয়া করে কোনো আলাদা চিঠি বা আলাদা সাহিত্য আবেদন ফর্ম পাঠাবেন না; বরং আপনাদের সাহিত্যের আবেদনের সঙ্গে তা একত্রে পাঠানো উচিত। দয়া করে প্রহরীদুর্গ সাহিত্য আবেদন নির্দেশিকা-র বিভাগ ৪, পৃষ্ঠা ১ দেখুন।

▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:

কিভাবে আপনার কথা বলা ও শিক্ষা দেওয়ার ক্ষমতাকে বাড়াতে পারেন ​—⁠অসমিয়া, মিজো

এই জগৎ কি রক্ষা পাবে? (ট্র্যাক্ট নং. ১৯) ​—⁠মণিপুরি

কে প্রকৃতপক্ষে জগতকে শাসন করে? (ট্র্যাক্ট নং. ২২) ​—⁠মণিপুরি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার