এপ্রিল মাসের পরিচর্যা রিপোর্ট
গড় গড় গড় গড়
সংখ্যা: ঘন্টা পত্রিকা পু.সা. বা.অ.
বি. অগ্র. ১৮ ১২০.৭ ৩৮.১ ৪০.৫ ৪.৩
অগ্র. ৯১১ ৬০.৮ ১৮.২ ২৪.৮ ৪.৪
স.অগ্র. ২,৩৬৮ ৫২.৫ ১৫.৮ ১১.২ ১.৬
প্রকা. ২০,৭১৬ ৮.২ ২.৯ ২.৬ ০.৫
মোট ২৪,০১৩ বাপ্তাইজিত: ৮৩
এই রিপোর্ট, এপ্রিল মাসে আমাদের বিশেষ কাজকর্মের ওপর যিহোবার আশীর্বাদের উত্তম ফলাফল প্রকাশ করে। আমরা প্রকাশক, নিয়মিত অগ্রগামী এবং সহায়ক অগ্রগামীদের সংখ্যায় শীর্ষে পৌঁছেছি। সবচেয়ে উৎসাহজনক হল বাইবেলের অধ্যয়নের ক্ষেত্রে সর্বকালের শীর্ষ সংখ্যা, যা ছিল ১৮,১১৪. স্মরণার্থে উপস্থিতির সংখ্যা ছিল ৬১,৫৩৮ জন, আগের বছরের তুলনায় ৮ শতাংশ বৃদ্ধি। “সদাপ্রভুর অন্বেষীদের চিত্ত আনন্দ করুক।”—১ বংশাবলি ১৬:১০.