ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৫ পৃষ্ঠা ৪
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৫ পৃষ্ঠা ৪

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০০৫ সালের ২৯শে আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ ২০০৫ সালের ৪ঠা জুলাই থেকে ২৯শে আগস্ট পর্যন্ত সপ্তাহগুলোতে আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো রেফারেন্সের উল্লেখ নেই, সেখানে উত্তরগুলো বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. বিষয়বস্তুকে যুক্তিযুক্তভাবে গড়ে তোলার কয়েকটা বিন্যাস কী? [sg পৃষ্ঠা ১৫১ অনু. ১০]

২. একজন বক্তা হিসেবে আপনার সবসময় কোন প্রশ্নের উত্তর দিতে পারা উচিত? [sg পৃষ্ঠা ১৫৫ অনু. ৭]

৩. উভয়পক্ষ একমত রয়েছে, এমন বিষয়গুলো বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে? [sg পৃষ্ঠা ১৫৬ অনু. ১৭]

৪. সঠিকভাবে জোর দেওয়ার সঙ্গে কী জড়িত? [sg পৃষ্ঠা ১৫৯ অনু. ৩]

৫. গলার স্বর ও ধ্বনির ওঠানামা বলতে কী বোঝায়? [sg পৃষ্ঠা ১৬০ অনু. ১১]

১নং বক্তৃতা

৬. কোন স্পষ্ট প্রমাণ যিশুর ঐতিহাসিক সত্যতার পক্ষে সাক্ষ্য দেয়? [w-BE০৩ ৬/১৫ পৃষ্ঠা ৪-৭]

৭. কীভাবে “সরলদের মুখ তাহাদিগকে রক্ষা করে” আর কীভাবে ধার্মিকদের বাটী “অটল থাকে”? (হিতো. ১২:​৬, ৭) [w-BE০৩ ১/১৫ পৃষ্ঠা ৩০ অনু. ১-৩]

৮. যেহেতু বাইবেল কী করতে হবে ও কী করতে হবে না, সেইরকম আকারে লিখিত হয়নি, তা হলে কীভাবে আমরা ‘প্রভুর [“যিহোবার,” NW] ইচ্ছা কি, তাহা বুঝিতে’ পারি? (ইফি. ৫:১৭) [w-BE০৩ ১২/১ পৃষ্ঠা ২১ অনু. ৩-পৃষ্ঠা ২২ অনু. ৩]

৯. বাইবেলের কোন নীতিগুলো প্রয়োগ করা হলে তা একজন ব্যক্তিকে দরিদ্রতা অথবা প্রতিকূল আর্থিক পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে? [w-BE০৩ ৮/১ পৃষ্ঠা ৫ অনু. ২-৫]

১০. বিনামূল্যে দান করার ব্যাপারে যিহোবার উদাহরণের দ্বারা আমাদের কীভাবে প্রভাবিত হওয়া উচিত? (মথি ১০:⁠৮) [w-BE০৩ ৮/১ পৃষ্ঠা ২০-​২]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. শলোমনের দ্বারা নির্মিত মন্দিরে প্রবেশদ্বারে যাখীন ও বোয়স নামক দুটো স্তম্ভের দ্বারা কী বোঝানো হয়েছিল? (১ রাজা. ৭:​১৫-২২)

১২. সোরের রাজা হীরমকে উপহার হিসেবে শলোমনের দেওয়া গালীল দেশস্থ ২০টা নগর কি মোশির ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল? (১ রাজা. ৯:​১০-১৩)

১৩. ‘ঈশ্বরের এক জন লোকের’ অবাধ্যতা থেকে আমরা কী শিখতে পারি? (১ রাজা. ১৩:​১-২৫)

১৪. যিহূদার রাজা আসা কীভাবে তার সাহস দেখিয়েছিলেন আর তার উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? (১ রাজা. ১৫:​১১-১৩)

১৫. রাজা আহাব ও নাবোতের সঙ্গে সম্পর্কযুক্ত ঘটনাটা কীভাবে আত্মকরুণা বোধ করার বিপদকে তুলে ধরে? (১ রাজা. ২১:​১-১৬)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার