ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৭ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৭ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ জুলাই ও আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নীচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন?, জেগে থাকুন!, আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, আপনি ঈশ্বরের বন্ধু হতে পরেন!, যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? এবং ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যখন ইতিমধ্যেই এই প্রকাশনা থাকে, তখন সংক্ষেপে একটা বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করে দেখান যে, কীভাবে তারা এর থেকে উপকার লাভ করতে পারে। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও আলোচনা করুন।

▪ যেহেতু সেপ্টেম্বর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।

▪ সেপ্টেম্বর মাস থেকে শুরু করে, সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেবে, সেটার শিরোনাম হল, “কী বাইবেলকে নির্ভরযোগ্য হিসেবে চিহ্নিত করে?”

▪ নিয়মিত অগ্রগামী পরিচর্যার আবেদন ফর্মগুলো, যে-তারিখ থেকে শুরু করার জন্য আবেদন করা হয়েছে, সেই তারিখের অন্তত ৩০ দিন আগেই শাখা অফিসে জমা দেওয়ার বিষয় সুপারিশ করা হচ্ছে। সেগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মণ্ডলীর সচিবের সেগুলো পরীক্ষা করে দেখা উচিত। আবেদনকারীরা যদি তাদের বাপ্তিস্মের সঠিক তারিখ মনে করতে না পারে, তা হলে তাদের হিসাব করে সেটা বের করা ও একটা রেকর্ড রাখা উচিত। এই তারিখটা মণ্ডলীর প্রকাশক রেকর্ড (S-21) কার্ডে সচিবের লিখে রাখা উচিত।

▪ যেসমস্ত যোগ্য প্রকাশক ও অগ্রগামী, তাদের শহরের কাছাকাছি অথবা কদাচিৎ কাজ করা হয়েছে এমন অন্যান্য এলাকাগুলোতে গিয়ে প্রচার করতে পারে এবং প্রচার করতে আগ্রহী, তারা তাদের সীমা অধ্যক্ষ এবং তাদের মণ্ডলীর পরিচর্যা কমিটির সঙ্গে আলোচনা করতে পারে। এই ধরনের ব্যক্তিরা যদি আধ্যাত্মিকভাবে যোগ্য হয়ে থাকে, তা হলে পরিচর্যা কমিটি শাখা অফিসকে তা লিখবে। (২০০৭ সালের মার্চ মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ৩ পৃষ্ঠার ৬ অনুচ্ছেদ থেকে ৪ পৃষ্ঠার ৩ অনুচ্ছেদ পর্যন্ত দেখুন।)

▪ ২০০৭ সালের ৩১শে আগস্ট বা তার কাছাকাছি যত তাড়াতাড়ি সম্ভব, সারা বছরের সমস্ত মজুত সাহিত্য ও পত্রিকার বার্ষিক বিস্তারিত তালিকা বানানো উচিত। সাহিত্য সমন্বয়কারী যেভাবে প্রতি মাসে সাহিত্যের হিসাব করেন, এই বিস্তারিত তালিকাটা বানানোর কাজ কিছুটা সেইরকমই আর এর মোট সংখ্যা লিটারেচার ইনভেনটরি (S-18) ফর্মে লেখা উচিত। হাতে কতগুলো পত্রিকা মজুত আছে তার মোট সংখ্যা পত্রিকা দাসের(দাসদের) কাছ থেকে নেওয়া উচিত। সমন্বয়কারী মণ্ডলীর সচিবের এই বিস্তারিত তালিকাটা পরীক্ষা করে দেখা উচিত। তিনি এবং সমন্বয়কারী মণ্ডলীর পরিচালক অধ্যক্ষ এই ফর্মে সই করবেন। প্রত্যেক সমন্বয়কারী মণ্ডলী তিনটে লিটারেচার ইনভেনটরি ফর্ম পাবে। দয়া করে আসল ফর্মটা ৬ই সেপ্টেম্বরের মধ্যে শাখা অফিসে পাঠিয়ে দিন। এটার একটা কপি আপনাদের ফাইলগুলোতে রেখে দিন। তৃতীয় কপিটা রাফ কপি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

▪ যে-প্রকাশনাটি আবার পাওয়া যাচ্ছে:

জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন? ​—⁠ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, বাংলা, মারাঠি, মালায়ালাম, হিন্দি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার