ঘোষণাবলি
▪ মার্চ মাসের জন্য সাহিত্য অর্পণ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাতের উদ্দেশ্য হওয়া উচিত সেই ব্যক্তিদের সঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করেনি। জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন।
▪ প্রহরীদুর্গ ও সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার নতুন সংখ্যাগুলো পাওয়ামাত্র মণ্ডলীর সেগুলোকে প্রকাশকদের দিয়ে দেওয়া উচিত। এটা প্রকাশকদের পত্রিকাগুলোকে ক্ষেত্রের পরিচর্যায় অর্পণ করার আগে সেগুলোর সূচিপত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেবে।
▪ পরিচালক অধ্যক্ষের দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। ধারাবাহিক হিসাব নিরীক্ষা করার জন্য একই ব্যক্তিকে ব্যবহার করা উচিত নয়। এটা করা হয়ে গেলে, মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করা উচিত।—মণ্ডলীর জমাখরচের হিসাবের নির্দেশাবলি (S-27) দেখুন।
▪ ২০০৮ সালের জেলা সম্মেলনগুলোর মূলভাব হল “ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত।” আমাদের রাজ্যের পরিচর্যা-র জুলাই মাসের সংখ্যা সাহায্যকারী বিস্তারিত তথ্য সরবরাহ করবে, যাতে এই তিন দিনের সম্মেলনের সমস্ত অধিবেশনে উপস্থিত থাকার জন্য আপনারা ব্যক্তিগতভাবে চূড়ান্ত পরিকল্পনাগুলো করতে পারেন। তিন দিনই উপস্থিত থাকার জন্য যদি কাজ থেকে ছুটি নেওয়ার জন্য আবেদন করার প্রয়োজন হয়, তাহলে তা করতে ইতস্তত করবেন না।
▪ ২০০৮ সালের ৪ আগস্টের সপ্তাহ থেকে ইংরেজি ভাষার মণ্ডলীগুলো মণ্ডলীর বই অধ্যয়নে যিহোবার দিনের কথা মনে রেখে জীবনযাপন করুন (ইংরেজি) বইটি অধ্যয়ন করবে। কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, মালায়ালাম, নেপালি, হিন্দি ভাষার মণ্ডলীগুলো আমার বাইবেলের গল্পের বই প্রকাশনাটি অধ্যয়ন করবে। মিজো ভাষার মণ্ডলীগুলো জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি অধ্যয়ন করবে।
▪ প্রাচীনদের কাছে নিয়মিত অগ্রগামী কাজের জন্য আবেদন ফর্ম S-205 দেওয়ার আগে, দয়া করে এই বিষয়ে নিশ্চিত হোন যে, এটা সম্পূর্ণভাবে পূরণ করা হয়েছে এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। পরিচর্যা কমিটির, বিশেষ করে মণ্ডলীর সচিবের সাক্ষর করার আগে সঠিকতা ও সম্পূর্ণতার জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরীক্ষা করে দেখা উচিত। এর ফলে অহেতুক চিঠির আদানপ্রদান ও নিযুক্তিকরণের বিলম্ব হওয়া এড়ানো যাবে।
▪ নীচে দেওয়া ঘোষণাটি ভারতের জন্য প্রযোজ্য: বিদেশ থেকে আসা ভাইবোনদেরকে ক্ষেত্রের পরিচর্যায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে সাবধান হতে হবে। পর্যটক ও ব্যাবসা সংক্রান্ত ভিসা এই ধরনের ধর্মীয় বিষয়গুলোতে অংশগ্রহণ করার অনুমতি দেয় না। (রোমীয় ১৩:১, ৫; তীত ৩:১) সেইসঙ্গে হিংসাত্মক বিরোধিতার ঝুঁকির বিষয়টাও বিবেচনা করা উচিত, যেমনটা স্থানীয় প্রকাশকরা মাঝেমধ্যে মুখোমুখি হয়ে থাকে। এই ধরনের ভাইবোনদেরকে পুনর্সাক্ষাতের জন্য নিয়ে যাওয়া যদিও উপযুক্ত বলে মনে হয় তবুও বিচক্ষণতা দেখানোর প্রয়োজন রয়েছে। যে-ব্যক্তির কাছে পুনর্সাক্ষাৎ করা হবে, তিনি যে-এলাকায় বাস করেন এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে দেখুন যে, এই ধরনের এক সাক্ষাৎ করা উপযুক্ত ও বিজ্ঞতার কাজ হবে কি না।