ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, জানুয়ারি: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে, তাহলে প্রকাশকরা ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯৫ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করতে পারে। ফেব্রুয়ারি: পারিবারিক সুখের রহস্য। মার্চ: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ পত্রিকা। যে-নতুন আগ্রহী ব্যক্তিরা স্মরণার্থ সভায় এবং বিশেষ বক্তৃতায় উপস্থিত হয়েছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে সাক্ষাৎ করার বিশেষ প্রচেষ্টা করা হবে। এই ধরনের সাক্ষাতের উদ্দেশ্য হওয়া উচিত সেই ব্যক্তিদের সঙ্গে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা, যারা এখনও একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করেনি।
▪ ফেব্রুয়ারি মাস থেকে সীমা অধ্যক্ষরা জনসাধারণের উদ্দেশে যে-নতুন বক্তৃতাটি দেবে, সেটির বিষয়বস্তু হবে, “ঈশ্বরের রাজ্য এখনই আমাদের জন্য যা সম্পাদন করছে।”
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন? —ইংরেজি, তেলুগু, মারাঠি
আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা —বাংলা
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? —ওড়িয়া, কোঙ্কানি কান্নাড়া, কোঙ্কানি রোমান
জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন? —ইংরেজি, গুজরাটি, তেলুগু, বাংলা, মারাঠি, মালায়ালাম, হিন্দি
আপনার প্রিয়জন যখন মারা যায় —তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দি
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’ —ইংরেজি
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? —ইংরেজি, উর্দু, কোঙ্কানি (দেবনাগরী) কোঙ্কানি (রোমান), কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, ফ্রেঞ্চ, বাংলা, মিজো, মারাঠি, মালায়ালাম, হিন্দি
আপনার জীবন কি নিয়তি দ্বারা নিয়ন্ত্রিত? (ট্র্যাক্ট নং. ৮১) —গুজরাটি
▪ নতুন যে-ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে:
সৃষ্টির বিস্ময়গুলো ঈশ্বরের গৌরব সম্বন্ধে প্রকাশ করে —ইংরেজি।
(এখন এই ডিভিডি শুধুমাত্র মণ্ডলীর ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে।)
গালাতীয়-কলসীয় —আমেরিকান সাংকেতিক ভাষা