ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রচেষ্টা করুন। অক্টোবর: প্রহরীদুর্গ পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ ও আলোচনা করুন এবং একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রচেষ্টা করুন। নভেম্বর: বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? (এই ব্রোশারকে ব্যবহার করে এক বিশ্বব্যাপী অভিযান বিষয়ক বিস্তারিত তথ্য পরে প্রদান করা হবে।) উপযুক্ত হলে, নতুন ব্রোশারের সঙ্গে প্রাপ্তিসাধ্য অন্যান্য যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন অথবা আমার বাইবেলের গল্পের বই।
▪ ২০১১ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে বিশেষ বক্তৃতাটি ২০১১ সালের ২৫ এপ্রিলের সপ্তাহে দেওয়া হবে। বক্তৃতার বিষয়বস্তুটি পরে জানানো হবে। যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন বা সেই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে কোনো সম্মেলন থাকবে, সেখানে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে। কোনো মণ্ডলীতেই ২৫ এপ্রিলের সপ্তাহের আগে বিশেষ বক্তৃতাটি দেওয়া উচিত নয়।
▪ ২০১১ সালের ৩ জানুয়ারির সপ্তাহ থেকে শুরু করে, মণ্ডলীর বাইবেল অধ্যয়নে সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বইটি আলোচনা করা হবে। যে-মণ্ডলীগুলোর এই প্রকাশনাটির সরবরাহের প্রয়োজন রয়েছে, পরবর্তী সাহিত্য আবেদনের সঙ্গে তাদের সেটির জন্য অনুরোধ করা উচিত।