ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/১১ পৃষ্ঠা ২
  • আপনি কি রবিবারগুলোতে পরিচর্যায় অংশ নিতে পারেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি রবিবারগুলোতে পরিচর্যায় অংশ নিতে পারেন?
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি আপনার পরিচর্যা পূর্ণরূপে সম্পন্ন করছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • কাজ করার এবং বিশ্রাম নেওয়ার “সময় আছে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • ‘ম্যাসিডোনিয়ায় আসুন’
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/১১ পৃষ্ঠা ২

আপনি কি রবিবারগুলোতে পরিচর্যায় অংশ নিতে পারেন?

১. ফিলিপীতে পৌল ও তার সঙ্গীদের কাজকর্ম থেকে আমরা কী শিখতে পারি?

১ এটা ছিল বিশ্রামবার, এমন একটা দিন যখন ফিলিপীতে অধিকাংশ যিহুদি বিশ্রাম নিত। পৌল এবং তার সঙ্গীরা তাদের একটা মিশনারি যাত্রায় সেই নগর পরিদর্শন করছিল। সেই দিনেও তারা তাদের পরিচর্যা থেকে বিশ্রাম নিলে, যেটা তাদের প্রাপ্য ছিল, কেউ তাদের সমালোচনা করত না। কিন্তু তারা জানত যে, নগরের বাইরে যিহুদিরা প্রার্থনা করার জন্য একত্রিত হয়েছে, তাই তারা তাদের কাছে প্রচার করার জন্য সেই সুযোগের সদ্‌ব্যবহার করেছিল। পৌল ও তার সঙ্গীরা নিশ্চয় কতই না আনন্দিত হয়েছিল যখন লুদিয়া তাদের কথা শুনেছিলেন ও তার পুরো পরিবার বাপ্তাইজিত হয়েছিল! (প্রেরিত ১৬:১৩-১৫) যেহেতু আজকের দিনেও অনেকে রবিবারে বিশ্রাম নেয়, তাই তাদের কাছে প্রচার করার জন্য এই দিনের কিছুটা সময় ব্যবহার করুন না কেন?

২. রবিবারে প্রচার করার জন্য যিহোবার লোকেরা কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোকে কাটিয়ে উঠেছে?

২ রবিবারে প্রচার করার জন্য সংগ্রাম: ১৯২৭ সালে, যিহোবার লোকেদেরকে প্রতি রবিবার পরিচর্যায় কিছুটা সময় ব্যয় করার জন্য উৎসাহিত করা হয়েছিল। এর ফলে সঙ্গেসঙ্গে বিরোধিতা এসেছিল। রবিবারের বিশ্রামবার আইন লঙ্ঘন করার, শান্তি বিঘ্নিত করার এবং কোনো লাইসেন্স ছাড়াই বিক্রি করার জন্য যুক্তরাষ্ট্রে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু যিহোবার লোকেরা হাল ছেড়ে দেয়নি। ১৯৩০-এর দশকে তারা “ভাগ ভাগ করে অভিযান” করার আয়োজন করেছিল, যেখানে আশেপাশের মণ্ডলীগুলোর প্রকাশকরা কোনো এলাকাকে শেষ করার জন্য যোগ দিত। সেই সময়গুলোতে যখন প্রকাশকদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন তারা এত জন ছিল যে, কর্তৃপক্ষরা তাদের থামাতে পারেনি। সেই ভাইয়েরা যে-ত্যাগস্বীকারগুলো করেছিল আপনি কি সত্যিই তা উপলব্ধি করেন এবং তাদের উদ্যোগকে অনুকরণ করতে চান?

৩. পরিচর্যায় অংশ নেওয়ার জন্য কোন বিষয়টা রবিবারকে এক ভালো দিন করে তোলে?

৩ প্রচার করার জন্য ভালো একটা দিন: অনেক লোক রবিবারে কর্মস্থলে না থেকে বাড়িতে থাকে। তারা সাধারণত আরও বেশি হালকা মেজাজে থাকে। গির্জায় যায় এমন কেউ কেউ হয়তো এই দিনে ঈশ্বর সম্বন্ধে কথা বলার জন্য আরও বেশি আগ্রহী হতে পারে। আমাদের সভা যদি রবিবারে থাকে, তাহলে আমরা ইতিমধ্যেই জামাকাপড় পরে তৈরি থাকি যেমনটা পরিচর্যার সময় হই, তাই সভার আগে বা পরে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার জন্য পরিকল্পনা করুন না কেন? যদি প্রয়োজন হয়, তাহলে আপনার সঙ্গে হালকা খাবার নিয়ে যান।

৪. আমরা যদি পরিচর্যায় রবিবারের কিছুটা সময় ব্যয় করি, তাহলে আমরা কোন আনন্দ লাভ করতে পারি?

৪ আমরা যদি পরিচর্যার জন্য রবিবারের কিছুটা সময় ব্যয় করি, তাহলেও আমাদের প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার সময় আমরা পাব। আর আমাদের বিশ্রামের সঙ্গে আমরা সেই পরিতৃপ্তি লাভ করব, যা পবিত্র সেবায় রত হওয়ার ফলে আসে। (হিতো. ১৯:২৩) এমনকী আমরা হয়তো লুদিয়ার মতো কাউকে খুঁজে পাওয়ার আনন্দও লাভ করব!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার