ঘোষণাবলি
▪ নিম্নোক্ত মাসের জন্য সাহিত্য অর্পণ, জুলাই ও আগস্ট: যিহোবার সাক্ষিরা এবং শিক্ষা ও যিহোবার সাক্ষিরা—তারা কারা? তারা কী বিশ্বাস করে? ব্রোশার দুটো ছাড়া, ৩২ পৃষ্ঠার প্রাপ্তিসাধ্য যেকোনো ব্রোশার। সেপ্টেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? প্রথম সাক্ষাতেই বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য প্রচেষ্টা করুন। গৃহকর্তাদের কাছে যদি ইতিমধ্যেই এই বইটি থেকে থাকে এবং তারা যদি একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করতে রাজি না হয়, তাহলে প্রকাশকরা হয়তো এমন কোনো পুরোনো পত্রিকা অথবা ব্রোশার অর্পণ করতে পারে, যা ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করে। অক্টোবর: প্রহরীদুর্গ পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে আপনি কি সত্য জানতে চান? ট্র্যাক্টটি অর্পণ করুন ও একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন।
▪ সম্মেলনে যোগদান করা সম্বন্ধে পরামর্শ ও মনে রাখার মতো বিষয়গুলোকে পুনরালোচনা করার জন্য আপনার জেলা সম্মেলনের আগের সপ্তাহে সভার তালিকায় হয়তো রদবদল হতে পারে। আপনার সম্মেলনের এক অথবা দুই মাস পর, স্থানীয় প্রয়োজনের অংশকে সম্মেলনের সেই বিষয়গুলোকে পুনরালোচনা করার জন্য ব্যবহার করা যেতে পারে, যেগুলোকে প্রকাশকরা পরিচর্যায় সাহায্যকারী বলে মনে করেছে।