আমাদের অফিশিয়াল ওয়েবসাইট—আমাদের ও অন্যদের উপকারের জন্য প্রস্তুত করা হয়েছে
যিশু আমাদেরকে “সর্ব্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত” রাজ্যের সুসমাচার “সমুদয় জগতে” প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন। (মথি ২৪:১৪) ‘আমাদের পরিচর্য্যা সম্পন্ন’ করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করার জন্য watchtower.org, jw-media.org, এবং jw.org ওয়েবসাইটকে একত্রিত করে jw.org ওয়েবসাইট হিসেবে নতুনভাবে প্রস্তুত করা হয়েছে।—২ তীম. ৪:৫.
‘সমুদয় জগৎ’: পৃথিবীর জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এটা অনেকের কাছে, বিশেষভাবে অল্পবয়সিদের কাছে, তথ্য খোঁজার প্রধান উৎস হয়ে উঠেছে। আমাদের ওয়েবসাইট ইন্টারনেট ব্যবহারকারীদের বাইবেলের বিভিন্ন প্রশ্নের সত্য উত্তর দিয়ে থাকে। এটা তাদেরকে যিহোবার সংগঠনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং এটার সাহায্যে তারা বিনামূল্যে নিজেদের বাড়িতে বাইবেল অধ্যয়নের জন্য সহজেই অনুরোধ পাঠাতে পারে। এটা পৃথিবীর সেইসমস্ত এলাকায় সুসমাচার পৌঁছে দিয়েছে, যেখানে লোকেদের রাজ্যের বার্তা শোনার জন্য খুব সামান্য সুযোগ রয়েছে।
‘সর্ব্ব জাতি’: “সর্ব্ব জাতির কাছে” সাক্ষ্য দিতে হলে, বাইবেলের সত্যকে আমাদের বিভিন্ন ভাষায় জানাতে হবে। যারা jw.org ওয়েবসাইট দেখে, তারা খুব সহজেই প্রায় ৪০০ ভাষায় তথ্য খুঁজে পায়, যা অন্য কোনো ওয়েবসাইটেই পাওয়া যায় না। (কোনো কোনো ভাষায়, ওয়েবসাইটের কেবল কিছু অংশ দেখা যায়।)
এটার সদ্ব্যবহার করুন: নতুনভাবে প্রস্তুতকৃত jw.org ওয়েবসাইট কেবল অবিশ্বাসীদের কাছে সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যেই প্রস্তুত করা হয়নি। এটা যিহোবার সাক্ষিদের ব্যবহারের জন্যও প্রস্তুত করা হয়েছে। আপনার যদি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে আমরা আপনাকে jw.org ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হওয়ার জন্য উৎসাহিত করছি। কীভাবে এটা ব্যবহার করা যাবে, সেই বিষয়ে নীচে কিছু উপায় তুলে ধরা হল।
[৩ পৃষ্ঠার ডায়াগ্রাম]
(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)
এটা করুন
১ আপনার কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারের ঠিকানা লেখার স্থানে www.pr418.com লিখুন।
২ বিভাগীয় শিরোনাম (সেকশন হেডিং), বাছাই তালিকা (মেনু অপশন) ও সংযোগে (লিংকে) ক্লিক করে সাইটটা দেখুন।
৩ ইন্টারনেট ব্যবহার করা যায় আপনার এমন যেকোনো বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র যেমন, স্মার্ট ফোন ও ট্যাবলেটের মাধ্যমে jw.org ওয়েবসাইট ব্যবহার করে দেখুন। ওয়েবসাইটের পেইজের অঙ্গসজ্জা ছোটো স্ক্রিনের সঙ্গে খাপ খাইয়ে নেয়, তবে তথ্য একই থাকে।