ঘোষণাবলি
উল্লেখিত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বই অথবা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী যেকোনো ট্র্যাক্ট। জুলাই: ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! অথবা নিম্নোক্ত ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার: ঈশ্বরের কথা শুনুন, ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন?, প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি, বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে? আগস্ট: jw.org ওয়েবসাইট সম্বন্ধে ঘোষণা করার জন্য এক নতুন ট্র্যাক্ট বিতরণের বিশেষ অভিযান। গৃহকর্তা যদি ইন্টারনেট ব্যবহার না করেন, তাহলে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী আরও উপযুক্ত কোনো ব্রোশার অর্পণ করুন।
২০১৪ পরিচর্যা বছরের শেষ থেকে শুরু করে অগ্রগামী পরিচর্যা বিদ্যালয়-এর ক্লাসগুলো সোমবার থেকে শনিবার পর্যন্ত, ছয় দিনের হবে।