ঘোষণাবলি
উল্লেখিত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, অক্টোবর: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। নভেম্বর ও ডিসেম্বর: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? অথবা নিম্নোক্ত ট্র্যাক্টগুলোর মধ্যে একটা: আপনি কি সত্য জানতে চান?, মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে?, বাইবেল সম্বন্ধে আপনি কী মনে করেন?, ভবিষ্যৎকে আপনি কোন দৃষ্টিতে দেখেন?, এক সুখী পারিবারিক জীবনের চাবিকাঠি কী?, কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে?, দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? মণ্ডলীতে যদি অন্য কোনো ট্র্যাক্ট মজুত থাকে, তাহলে প্রকাশকরা সেটাও ব্যবহার করতে পারে। জানুয়ারি ও ফেব্রুয়ারি: ঈশ্বরের কাছ থেকে সুসমাচার! অথবা নিম্নোক্ত যেকোনো ৩২ পৃষ্ঠার ব্রোশার: ঈশ্বরের কথা শুনুন, ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন, ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, জীবনের উদ্দেশ্য কী? আপনি কিভাবে তা পেতে পারেন?, প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি, বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?