একজন পরিচারক হিসেবে উন্নতি করে চলুন
১. প্রথম শতাব্দীর কোন উদাহরণগুলো ইঙ্গিত দেয় যে, পরিচারক হিসেবে আমাদের উন্নতি করা উচিত?
১ পরিচারক হিসেবে খ্রিস্টানদের উন্নতি করে চলা উচিত। এই কারণে যিশু তাঁর অনুসারীদের প্রশিক্ষণ দিয়েছিলেন, যেটা তাদেরকে প্রচার কাজে তাদের দক্ষতাকে আরও উন্নত করতে সাহায্য করেছিল। (লূক ৯:১-৫; ১০:১-১১) এ ছাড়া, আক্বিলা ও প্রিষ্কিল্লাও আপল্লোকে তাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং ‘ঈশ্বরের পথ আরও সূক্ষ্মরূপে বুঝাইয়া দিয়াছিলেন।’ (প্রেরিত ১৮:২৪-২৬) একই কারণে পৌল অভিজ্ঞ সুসমাচার প্রচারক তীমথিয়কে শিক্ষা দিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন, যাতে তার উন্নতি “সকলের প্রত্যক্ষ হয়।” (১ তীম. ৪:১৩-১৫) সুসমাচার প্রচারক হিসেবে আমরা যত দিন ধরেই “প্রভুর দাস্যকর্ম্ম” করে থাকি না কেন, প্রচারের দক্ষতার ক্ষেত্রে আমাদের উন্নতি করে চলতে হবে।
২. কীভাবে আমরা অন্যদের কাছ থেকে শিখতে পারি?
২ অন্যদের কাছ থেকে শিখুন: আমাদের দক্ষতার ক্ষেত্রে উন্নতি করার একটা উপায় হল, অন্যদের কাছ থেকে শেখা। (হিতো. ২৭:১৭) তাই, সহপ্রকাশকরা যখন প্রচারে গিয়ে তাদের উপস্থাপনা তুলে ধরে, তখন তা মনোযোগ দিয়ে শুনুন। দক্ষ প্রচারকদের কাছে নির্দিষ্ট পরামর্শ চান এবং তাদের কথা মন দিয়ে শুনুন। (হিতো. ১:৫) কীভাবে পুনর্সাক্ষাৎ করতে হয়, বাইবেল অধ্যয়ন শুরু করতে হয় অথবা অন্যান্য উপায়ে প্রচার করা যায়, সেই ব্যাপারে আপনি কি অনিশ্চিত? নিজে থেকে এগিয়ে গিয়ে আপনার দল অধ্যক্ষ অথবা কোনো অভিজ্ঞ প্রকাশকের কাছে প্রশিক্ষণের জন্য সাহায্য চান। এ ছাড়া মনে রাখবেন, যিহোবার পবিত্র আত্মা আমাদের দক্ষতাকে বাড়াতে পারে, তাই নিয়মিতভাবে পবিত্র আত্মা চেয়ে প্রার্থনা করুন।—লূক ১১:১৩.
৩. এমনকী যদি না-ও চাওয়া হয়, তবুও পরামর্শ দেওয়া হলে আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত?
৩ আপনি যদি না-ও চান, তবুও উন্নতি করার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হলে বিরক্ত হবেন না। (উপ. ৭:৯) আপল্লোর মতো নম্রতা এবং কৃতজ্ঞতা সহকারে সাহায্য গ্রহণ করুন। তা করা জ্ঞানবানের বা বিজ্ঞতার কাজ।—হিতো. ১২:১৫.
৪. একজন সুসমাচার প্রচারক হিসেবে উন্নতি করার কোন জোরালো কারণ যিশু জুগিয়েছেন?
৪ উন্নতি করা ঈশ্বরের মহিমা নিয়ে আসে: দৃষ্টান্ত ব্যবহার করার মাধ্যমে যিশু তাঁর অনুসারীদের পরিচারক হিসেবে উন্নতি করার জন্য উৎসাহিত করেছিলেন। তিনি নিজেকে দ্রাক্ষালতার এবং তাঁর অভিষিক্ত অনুসারীদের শাখার সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর পিতা ফল ধরে এমন প্রতিটা শাখা পরিষ্কার করেন, “যেন তাহাতে আরও অধিক ফল ধরে।” (যোহন ১৫:২) দ্রাক্ষাক্ষেত্রের একজন মালিক যেমন চান যে, তার দ্রাক্ষালতার শাখায় আরও বেশি ফল ধরে, তেমনই যিহোবা চান যেন আমরা ক্রমাগত আমাদের “ওষ্ঠাধরের ফল” উৎপন্ন করার ক্ষেত্রে আমাদের দক্ষতাকে ক্রমাগত বৃদ্ধি করি। (ইব্রীয় ১৩:১৫) একজন সুসমাচার প্রচারক হিসেবে আমরা যখন উন্নতি করি, তখন এর আনন্দদায়ক ফল কী হয়? যিশু আমাদের এর উত্তর দেন: “ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে, তোমরা প্রচুর ফলে ফলবান্ হও।”—যোহন ১৫:৮.