ঘোষণাবলি
◼ উল্লেখিত মাসগুলোর জন্য সাহিত্য অর্পণ, মার্চ ও এপ্রিল: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা। মে ও জুন: বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বই অথবা এই ট্র্যাক্টগুলোর মধ্যে যেকোনোটা: আপনি কি সত্য জানতে চান?, মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে?, বাইবেল সম্বন্ধে আপনি কী মনে করেন?, ভবিষ্যৎকে আপনি কোন দৃষ্টিতে দেখেন?, এক সুখী পারিবারিক জীবনের চাবিকাঠি কী?, কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে?, দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?
◼ ২০১৫ সালে, ৩ এপ্রিল, শুক্রবার স্মরণার্থ সভা অনুষ্ঠিত হবে। আপনার মণ্ডলীতে যদি সাধারণত শুক্রবারে সভা অনুষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেই সভা সপ্তাহের অন্য দিনে করতে হবে যদি কিংডম হল ব্যবহার করার সুযোগ থাকে। আপনাদের পরিচর্যা সভা যদি বাদ পড়ে, তাহলে প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটর হয়তো সেই তালিকায় রদবদল করতে পারেন, যাতে যে-অংশগুলো আপনার মণ্ডলীর জন্য বিশেষভাবে প্রযোজ্য, সেগুলো সেই মাসের অন্য কোনো পরিচর্যা সভায় আলোচনা করা যেতে পারে।