খ্রিস্টীয় জীবনযাপন
সর্বোত্তম জীবন
যিহোবার সংগঠনে যুবক-যুবতীদের বিভিন্ন রকমের সুযোগ রয়েছে। সর্বোত্তম জীবন শিরোনামের ভিডিওটা দেখুন এবং লক্ষ করুন, ক্যামেরন নামে একজন বোন কীভাবে তার যৌবনকালকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করেন। এরপর নীচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিন। (jw.org ওয়েবসাইটে যান এবং BIBLE TEACHINGS > TEENAGERS দেখুন।)
বোন ক্যামেরন কোন বিষয়টাকে সবসময় প্রাধান্য দিয়েছেন?
কখন এবং কীভাবে তিনি তার পরিচর্যাকে বাড়ানোর সিদ্ধান্ত নেন?
অন্য দেশে যেখানে বেশি প্রয়োজন, সেখানে সেবা করার জন্য কীভাবে তিনি নিজেকে প্রস্তুত করেন?
অন্য দেশে সেবা করার সময় ক্যামেরন কোন কোন বাধার মুখোমুখি হন?
কেন এমন এক জায়গায় অথবা পরিবেশে যিহোবার সেবা করা উপকারী হতে পারে, যেখানে আমরা কখনো সেবা করিনি?
ক্যামেরন কোন আশীর্বাদগুলো লাভ করেন?
কেন যিহোবাকে সেবা করা সর্বোত্তম জীবন পেতে সাহায্য করে?
যিহোবার সংগঠনে যুবক-যুবতীদের আর কোন কোন সুযোগ রয়েছে?