ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ১১৯
‘সদাপ্রভুর ব্যবস্থা-পথে চল’
যিহোবার ব্যবস্থাপথে চলার অর্থ হল, স্বেচ্ছায় তাঁর নির্দেশনার প্রতি বশীভূত হওয়া। আমরা বাইবেলে এমন অনেকের উত্তম উদাহরণ পাই, যারা গীতরচকের মতো যিহোবার ব্যবস্থা মেনে চলেছিলেন এবং তাঁর উপর নির্ভর করেছিলেন।
আমরা যদি ঈশ্বরের ব্যবস্থাপথে চলি, তা হলে প্রকৃত সুখ লাভ করব
যিহোশূয় যিহোবার নির্দেশনার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছিলেন। তিনি জানতেন, ধন্য বা সুখী ও সফল হওয়ার জন্য তাকে সর্বান্তঃকরণে যিহোবার উপর নির্ভর করতে হবে
জীবনের পরীক্ষাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য ঈশ্বরের বাক্য আমাদের প্রয়োজনীয় সাহস প্রদান করে
যিরমিয় কঠিন পরিস্থিতির মধ্যেও সাহস দেখিয়েছিলেন এবং যিহোবার উপর নির্ভরতা প্রকাশ করেছিলেন। তিনি তার জীবনকে সাদাসিধে রেখেছিলেন এবং তার কার্যভার পালন করার জন্য যথাসাধ্য করেছিলেন
ঈশ্বরের বাক্যের সঠিক জ্ঞান আমাদের আস্থা সহকারে প্রচার করতে সাহায্য করে
পৌল অন্যদেরকে ঈশ্বরের বার্তা জানাতে কখনো ভয় পাননি। তিনি যখন দেশাধ্যক্ষ ফীলিক্সের কাছে সাহসের সঙ্গে প্রচার করেছিলেন, তখন তার পূর্ণ আস্থা ছিল যে, যিহোবা তাকে সাহায্য করবেন
কোন কোন ক্ষেত্রে অন্যদের কাছে প্রচার করার সময় আমি আরও বেশি আস্থা প্রকাশ করতে পারি?
স্কুল
কর্মক্ষেত্র
পরিবার
অন্যান্য ক্ষেত্র