সেপ্টেম্বর ১৯-২৫
গীতসংহিতা ১৩৫-১৪১
গান ৭ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আমরা আশ্চর্যরূপে নির্মিত”: (১০ মিনিট)
গীত ১৩৯:১৪—যিহোবার কাজগুলো নিয়ে ধ্যান করার মাধ্যমে তাঁর প্রতি আমাদের উপলব্ধি বৃদ্ধি পায় (প্রহরীদুর্গ ০৭ ৬/১৫ ২১ অনু. ১-৪)
গীত ১৩৯:১৫, ১৬—আমাদের জিন এবং কোষগুলো যিহোবার শক্তি ও প্রজ্ঞা তুলে ধরে (প্রহরীদুর্গ ০৭ ৬/১৫ ২২-২৩ অনু. ৭-১১)
গীত ১৩৯:১৭, ১৮—ভাষা ও চিন্তা করার ক্ষমতা ব্যবহার করার ক্ষেত্রে মানুষ অদ্বিতীয় (প্রহরীদুর্গ ০৭ ৬/১৫ ২৩ অনু. ১২-১৩; প্রহরীদুর্গ ০৬ ৯/১ ১৬ অনু. ৮)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
গীত ১৩৬:১৫—যাত্রাপুস্তক বইয়ের বিবরণ সম্বন্ধে এই পদে কোন অন্তর্দৃষ্টি তুলে ধরা হয়েছে? (যিহোবার নিকটবর্তী হোন ৫৭ অনু. ৩; অন্তর্দৃষ্টি-১ ৭৮৩ অনু. ৫, ইংরেজি)
গীত ১৪১:৫—রাজা দায়ূদ কী উপলব্ধি করতে পেরেছিলেন? (প্রহরীদুর্গ ১৫ ৪/১৫ ৩১ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ১৩৯:১-২৪
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-34 ট্র্যাক্ট, পিছনের পৃষ্ঠা
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-34 ট্র্যাক্ট, পিছনের পৃষ্ঠা—সেই ব্যক্তিকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার পাঠ ৮ অনু. ৮—ছাত্রকে বুঝতে সাহায্য করুন যে, তিনি কীভাবে বিষয়বস্তু কাজে লাগাতে পারেন।
খ্রিস্টীয় জীবনযাপন
“বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময় এই ফাঁদগুলো এড়িয়ে চলুন”: (১৫ মিনিট) প্রবন্ধ নিয়ে আলোচনা করুন। এরপর, দুই অংশের ভিডিওটা দেখান, যেখানে বাইবেল শিক্ষা দেয় বইয়ের ২৯ পৃষ্ঠার ৭ অনুচ্ছেদ ব্যবহার করে শিক্ষা দেওয়ার সঠিক ও ভুল উপায় তুলে ধরা হয়েছে। পরে, ভিডিওটা নিয়ে আলোচনা করুন। ভিডিও চলাকালীন প্রকাশকদের নিজ নিজ বই অনুসরণ করা উচিত। যাদেরকে ছাত্রদের জন্য নির্ধারিত বক্তৃতার কার্যভার দেওয়া হয়, তাদেরকে মনে করিয়ে দিন, তারা যদি এই ফাঁদগুলো এড়িয়ে চলেন, তা হলে তারা নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ের মধ্যে তাদের কার্যভার শেষ করতে পারবেন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ৫ অনু. ১৪-২৬, ৫০ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৫০ এবং প্রার্থনা