যৌবনকালে তোমার সৃষ্টিকর্তার সেবা করার জন্য নিজের দক্ষতা ব্যবহার করে তাঁকে স্মরণ করো
১২:১, ১৩
অনেক যুবক-যুবতীর, রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতামূলক কার্যভার গ্রহণ করার মতো উত্তম স্বাস্থ্য ও শক্তি রয়েছে
বার্ধক্যের কারণে সীমাবদ্ধতা আসার আগেই যুবক-যুবতীদের নিজেদের সময় ও শক্তিকে ঈশ্বরের সেবায় ব্যবহার করা উচিত
বয়স্ক ব্যক্তিদের যে-সমস্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়, তা ব্যাখ্যা করার জন্য শলোমন কাব্যিক ভাষা ব্যবহার করেন
১২:২-৭
-
৩ পদ: “গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে”
দৃষ্টিশক্তি হ্রাস পাবে
-
৪ পদ: “বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে”
শ্রবণশক্তি হ্রাস পাবে
-
৫ পদ: “কামনা নিস্তেজ হইবে”*
* আক্ষরিকভাবে এক ধরনের ফলকে নির্দেশ করে, যা কামনা বা খিদে বাড়ানোর জন্য সাহায্য করত
খিদে কমে যাবে