ঈশ্বরের বাক্যের গুপ্তধন | পরমগীত ১-৮
শূলম্মীয়া মেয়ে—অনুকরণযোগ্য এক উদাহরণ
কোন বিষয়টার কারণে তিনি যিহোবার উপাসকদের জন্য এক উল্লেখযোগ্য উদাহরণ?
তিনি প্রকৃত প্রেমের জন্য বিজ্ঞতার সঙ্গে অপেক্ষা করেছিলেন
তিনি যেকোনো ব্যক্তির প্রতি রোমান্টিক প্রেম গড়ে তোলার জন্য অন্যদের কাছ থেকে আসা চাপের কাছে নতিস্বীকার করেননি
তিনি নম্র, বিনয়ী ও সেইসঙ্গে নৈতিকভাবে শুদ্ধ ছিলেন
তিনি সোনা অথবা তোষামোদ দ্বারা নিজ প্রেমকে বিকিয়ে দেননি
নিজেকে জিজ্ঞেস করুন:
‘শূলম্মীয়া মেয়ের কোন গুণটা আমি আরও ভালোভাবে অনুকরণ করতে পারি?’