ফেব্রুয়ারি ২৭–মার্চ ৫
যিশাইয় ৬৩-৬৬
গান ১৯ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী প্রচুর আনন্দ নিয়ে আসবে”: (১০ মিনিট)
যিশা ৬৫:১৭—“পূর্ব্বে যাহা ছিল, তাহা স্মরণে থাকিবে না” (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-২ ৩৮৩ অনু. ২৩, ইংরেজি)
যিশা ৬৫:১৮, ১৯—প্রচুর আনন্দ হবে (যিশাইয়ের ভবিষ্যদ্বাণী-২ ৩৮৪ অনু. ২৫)
যিশা ৬৫:২১-২৩—জীবন উপভোগ্য হবে এবং লোকেরা নিরাপদবোধ করবে (প্রহরীদুর্গ ১২ ৯/১৫ ৯ অনু. ৪-৫)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিশা ৬৩:৫—ঈশ্বরের কোপ কীভাবে তাঁকে তুলে ধরে বা সমর্থন করে? (প্রহরীদুর্গ ০৭ ১/১৫ ১১ অনু. ৬)
যিশা ৬৪:৮—কীভাবে যিহোবা আমাদের কুম্ভকার হিসেবে তাঁর ক্ষমতা ব্যবহার করেন? (প্রহরীদুর্গ ১৩ ৬/১৫ ২৫ অনু. ৩-৫)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৬৩:১-১০
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) ইফি ৫:৩৩—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) ১তীম ৫:৮; তীত ২:৪, ৫—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।
বক্তৃতা: (৬ মিনিট বা এর চেয়ে কম) যিশা ৬৬:২৩; প্রহরীদুর্গ ০৬ ১১/১ ৩০-৩১ অনু. ১৪-১৭—মূলভাব: একত্রে মিলিত হওয়া—আমাদের উপাসনার এক স্থায়ী দিক
খ্রিস্টীয় জীবনযাপন
“প্রত্যাশায় আনন্দ করুন” (যিশা ৬৫:১৭, ১৮; রোমীয় ১২:১২): (১৫ মিনিট) আলোচনা। প্রত্যাশায় আনন্দ করুন শিরোনামের ভিডিওটা দেখান।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ১৭ অনু. ১-১৩
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২৯ এবং প্রার্থনা