জুন ২৬–জুলাই ২
যিহিষ্কেল ৬-১০
গান ৪৭ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনি কি রক্ষা পাওয়ার জন্য চিহ্নিত হবেন?”: (১০ মিনিট)
যিহি ৯:১, ২—যিহিষ্কেলের দর্শন আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে (প্রহরীদুর্গ ১৬.০৬ ১৬-১৭)
যিহি ৯:৩, ৪—প্রচারের বার্তার প্রতি যারা অনুকূল সাড়া দিয়েছে, তারা মহাক্লেশের কোনো এক পর্যায়ে রক্ষা পাওয়ার জন্য চিহ্নিত হবে
যিহি ৯:৫-৭—যিহোবা দুষ্টদের সঙ্গে ধার্মিকদের ধ্বংস করবেন না
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিহি ৭:১৯—কীভাবে এই পদ আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে? (প্রহরীদুর্গ ০৯ ৯/১৫ ২৩ অনু. ১০)
যিহি ৮:১২—বিশ্বাসের অভাব যে অন্যায় আচরণের দিকে পরিচালিত করতে পারে, তা এই পদ কীভাবে তুলে ধরে? (প্রহরীদুর্গ ১১ ৪/১৫ ২৬ অনু. ১৪)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিহি ৮:১-১২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) প্রকা ৪:১১—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ১১:৫; ২করি ৭:১—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ১৩ অনু. ৪-৫—কীভাবে ছাত্রের হৃদয়ে পৌঁছানো যায়, তা তুলে ধরুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“যিহোবার নৈতিক মানকে সমর্থন করুন”: (১৫ মিনিট) আলোচনা। যিহোবার বন্ধু হও—একজন পুরুষ, একজন নারী শিরোনামের ভিডিওটা দেখান (ভিডিও-র অধীনে সন্তান দেখুন)।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ১ অনু. ১৮-২৩
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৩১ এবং প্রার্থনা