জুলাই ১০-১৬
যিহিষ্কেল ১৫-১৭
গান ১১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনি কি আপনার প্রতিজ্ঞাগুলো রাখেন?”: (১০ মিনিট)
যিহি ১৭:১-৪—রাজা যিহোয়াখীনের জায়গায় বাবিল সিদিকিয়কে স্থলাভিষিক্ত করেছিল (প্রহরীদুর্গ ০৭ ৭/১ ১২ অনু. ৬)
যিহি ১৭:৭, ১৫—সিদিকিয় আনুগত্যের শপথ ভেঙে ফেলেছিলেন এবং মিশরের কাছ থেকে সামরিক সাহায্য চেয়েছিলেন (প্রহরীদুর্গ ০৭ ৭/১ ১২ অনু. ৬)
যিহি ১৭:১৮, ১৯—যিহোবা চেয়েছিলেন যেন সিদিকিয় তার কথা রাখেন (প্রহরীদুর্গ ১২ ১০/১৫ ৩০ অনু. ১১; প্রহরীদুর্গ ৮৮ ৯/১৫ ১৭ অনু. ৮, ইংরেজি)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যিহি ১৬:৬০—‘চিরস্থায়ী নিয়ম’ কী আর কারা এর অন্তর্ভুক্ত? (প্রহরীদুর্গ ৮৮ ৯/১৫ ১৭ অনু. ৭, ইংরেজি)
যিহি ১৭:২২, ২৩—‘কোমল ডাল’ কে, যাকে রোপণ করবেন বলে যিহোবা বলেছিলেন? (প্রহরীদুর্গ ০৭ ৭/১ ১২ অনু. ৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যিহি ১৬:২৮-৪২
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) যেকোনো ব্রোশার—ব্রোশারের সঙ্গে সম্পর্কযুক্ত একটা আগ্রহজনক প্রশ্ন জিজ্ঞেস করে আলোচনা শুরু করুন। পুনর্সাক্ষাতের ভিত্তিস্থাপন করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যেকোনো ব্রোশার—রেখে আসা ব্রোশার থেকে গৃহকর্তার আগ্রহ রয়েছে এমন বিষয় নিয়ে আলোচনা করুন। কেন বাইবেল অধ্যয়ন করবেন? ভিডিওটার সঙ্গে পরিচয় করিয়ে দিন ও আলোচনা করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার (fg) পাঠ ১১ অনু. ১-২—সেই ব্যক্তিকে আমাদের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
খ্রিস্টীয় জীবনযাপন
আপনি যখন আপনার বিবাহিত জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন, তখনও আপনার বিয়ের অঙ্গীকার বজায় রাখুন: (১০ মিনিট) ২০১৪ সালের এপ্রিল-জুন মাসের সচেতন থাক! পত্রিকার ১৪-১৫ পৃষ্ঠার উপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন।
যিহোবার বন্ধু হও—সত্যবাদী হও: (৫ মিনিট) যিহোবার বন্ধু হও—সত্যবাদী হও শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, নির্বাচিত কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং এই ভিডিও সম্বন্ধে তাদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২ অনু. ১২-২০
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ২২ এবং প্রার্থনা