সেপ্টেম্বর ২৫–অক্টোবর ১
দানিয়েল ৪-৬
গান ৫১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“আপনি কি ক্রমাগত যিহোবার সেবা করছেন?”: (১০ মিনিট)
দানি ৬:৭-১০—যিহোবাকে ক্রমাগত সেবা করার জন্য দানিয়েল জীবনের ঝুঁকি নিয়েছিলেন (প্রহরীদুর্গ ১০ ১১/১৫ ৬ অনু. ১৬; প্রহরীদুর্গ ০৬ ১১/১ ২৪ অনু. ১২)
দানি ৬:১৬, ২০—রাজা দারিয়াবস লক্ষ করেছিলেন, যিহোবার সঙ্গে দানিয়েলের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে (প্রহরীদুর্গ ০৩ ৯/১৫ ১৫ অনু. ২)
দানি ৬:২২, ২৩—উপাসনার ব্যাপারে দানিয়েলের অটল মনোভাবের জন্য যিহোবা তাকে আশীর্বাদ করেছিলেন (প্রহরীদুর্গ ১০ ২/১৫ ১৮ অনু. ১৫)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
দানি ৪:১০, ১১, ২০-২২—নবূখদ্নিৎসরের স্বপ্নের বৃহৎ বৃক্ষ কী চিত্রিত করেছিল? (প্রহরীদুর্গ ০৭ ৯/১ ১৮ অনু. ৫)
দানি ৫:১৭, ২৯—কেন দানিয়েল প্রথমে রাজা বেল্শৎসরের উপহার গ্রহণ করেননি কিন্তু শেষে তা গ্রহণ করেছিলেন? (প্রহরীদুর্গ ৮৮ ১০/১ ৩০ অনু. ৩-৫ ইংরেজি; দানিয়েলের ভবিষ্যদ্বাণী ১০৯ অনু. ২২ ইংরেজি)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) দানি ৪:২৯-৩৭
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) মণ্ডলীর সভার আমন্ত্রণপত্র (inv)
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) মণ্ডলীর সভার আমন্ত্রণপত্র (inv)—আগের সাক্ষাতে সভার আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল। এখন পুনর্সাক্ষাতের একটা নমুনা দেখান।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় (bh) বইয়ের অধ্যায় ১২ অনু. ১৬—পরিবারের কোনো সদস্যের কাছ থেকে বিরোধিতা আসা সত্ত্বেও আপনার ছাত্রকে বিশ্বস্ততা বজায় রাখার জন্য উৎসাহিত করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
“যিহোবাকে ক্রমাগত সেবা করার জন্য তাদের প্রশিক্ষণ দিন”: (১৫ মিনিট) আলোচনা। এরপর, সেই ভিডিওটা দেখান ও আলোচনা করুন, যেখানে দেখানো হয়েছে, একজন অভিজ্ঞ প্রকাশক পরিচর্যায় একজন নতুন প্রকাশকের সঙ্গে কাজ করছেন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ৬ অনু. ১-৮
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৪৬ এবং প্রার্থনা