ঈশ্বরের বাক্যের গুপ্তধন | আমোষ ১-৯
“সদাপ্রভুর অন্বেষণ কর, তাহাতে বাঁচিবে”
৫:৬, ১৪, ১৫
যিহোবার অন্বেষণ করার অর্থ কী?
এর অর্থ হল আমরা যিহোবা সম্বন্ধে ক্রমাগত জানব ও তাঁর মান অনুযায়ী জীবনযাপন করব
যিহোবার অন্বেষণ করতে ব্যর্থ হওয়ার ফলে ইস্রায়েলীয়দের প্রতি কী ঘটেছিল?
তারা ‘মন্দকে ঘৃণা করিতে ও উত্তমকে ভালবাসিতে’ বন্ধ করেছিল
তারা নিজেদের খুশি করার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করেছিল
তারা যিহোবার নির্দেশনা উপেক্ষা করেছিল
আমরা যাতে যিহোবার অন্বেষণ করতে পারি, সেইজন্য তিনি আমাদের কী জুগিয়ে দিয়েছেন?