ঈশ্বরের বাক্যে গুপ্তধন | সখরিয় ১-৮
‘এক এক যিহূদী পুরুষের বস্ত্রের অঞ্চল ধরুন’
৮:২০-২৩
সমস্ত ভাষার দশ দশ পুরুষ এক এক যিহুদির বস্ত্রের অঞ্চল দৃঢ়ভাবে ধরে এই কথা বলবে: “আমরা তোমাদের সহিত যাইব।” এই শেষকালে সমস্ত জাতি থেকে লোক স্রোতের মতো আসছে এবং অভিষিক্ত খ্রিস্টানদের সঙ্গে যিহোবার সেবা করছে
বর্তমানে কোন কোন উপায়ে আরও মেষ অভিষিক্ত ব্যক্তিদের সাহায্য করে?
তারা মনপ্রাণ দিয়ে প্রচার কাজে অংশ নেয়
তারা মনপ্রাণ দিয়ে রাজ্যের কাজে আর্থিকভাবে দান দেয়