ঈশ্বরের বাক্যের গুপ্তধন | সখরিয় ৯-১৪
‘পর্ব্বতগণের সেই উপত্যকায়’ অবস্থিতি করুন
১৪:৩-৫
যিহোবা ১৯১৪ সালে তাঁর সার্বিক সার্বভৌমত্বের এক সহায়ক ‘পর্ব্বত’ অর্থাৎ মশীহ রাজ্য স্থাপনের সময় “অতি বৃহৎ উপত্যকা” গঠন করেন। ১৯১৯ সাল থেকে ঈশ্বরের দাসেরা ‘পর্ব্বতগণের সেই উপত্যকায়’ সুরক্ষা লাভ করে
কীভাবে লোকেরা সুরক্ষা লাভ করার জন্য “উপত্যকায় পলায়ন করিবে”?
১৪:১২, ১৫
যে কেউ যিহোবার রূপক উপত্যকার বাইরে থাকবে, তাকে আরমাগিদোনে ধ্বংস করা হবে
কীভাবে আমি সুরক্ষামূলক উপত্যকায় অবস্থিতি করতে পারি?