ভূমিকা
মানবজাতিকে কোন কোন আশীর্বাদ করার প্রতিজ্ঞা করেছেন? আপনি কি সৃষ্টিকর্তার লিখিত বাক্যের উপর আস্থা রাখবেন? পরবর্তী প্রবন্ধগুলো সৃষ্টিকর্তার কয়েকটা প্রতিজ্ঞা সম্বন্ধে তুলে ধরবে এবং ব্যাখ্যা করবে যে, কেন আপনি সেগুলোর উপর বিশ্বাস রাখতে পারেন। এই প্রবন্ধগুলো এও প্রকাশ করবে যে, কীভাবে আপনি সেই প্রতিজ্ঞাত আশীর্বাদগুলো লাভ করতে ও সুখী হতে পারবেন।