ঈশ্বরের বাক্যের গুপ্তধন | মার্ক ৩-৪
বিশ্রামবারে সুস্থ করা
কেন যিশু যিহুদি ধর্মীয় নেতাদের মনোভাব দেখে গভীরভাবে দুঃখিত হয়েছিলেন? কারণ তারা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিধি-নিষেধ যুক্ত করে বিশ্রামবারকে এক বোঝার মতো করে তুলেছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, একটা রক্তপায়ী ক্ষুদ্র কীট মারাও নিষিদ্ধ ছিল। সুস্থ করা তখনই বৈধ হিসেবে গণ্য হতো, যদি কারো জীবন ঝুঁকির মধ্যে থাকত। এর অর্থ ছিল বিশ্রামবারে কারো ভেঙে যাওয়া হাড় অথবা মচকে যাওয়া অংশের চিকিৎসা করা যেত না। তাই এটা স্পষ্ট, যে-ব্যক্তির হাত শুকিয়ে গিয়েছিল, তার প্রতি ধর্মীয় নেতাদের আসলে কোনো চিন্তাই ছিল না।