ঈশ্বরের বাক্যের গুপ্তধন | ১ তীমথিয় ১-৩
উত্তম কাজের আকাঙ্ক্ষী হও
ভাইদের বয়স যখন অল্প থাকে, সেইসময় থেকেই উত্তম কাজের জন্য আকাঙ্ক্ষী হতে শুরু করা সর্বোত্তম। ফলে, তারা প্রশিক্ষণ লাভ করার এবং তারা যখন বড়ো হয়ে উঠবে, তখন একজন পরিচারক দাস হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্যতা প্রদর্শন করার সুযোগ লাভ করতে পারবে। (১তীম ৩:১০) কীভাবে একজন ভাই আকাঙ্ক্ষী হতে পারেন? এই গুণগুলো গড়ে তোলার এবং এগুলো দেখানোর মাধ্যমে:
আত্মত্যাগ।—রাজ্যের পরিচর্যা ৭/১৩ ৫ অনু. ২
আধ্যাত্মিকতা।—রাজ্যের পরিচর্যা ৭/১৩ ৬ অনু. ৩
নির্ভরযোগ্যতা ও বিশ্বস্ততা।—রাজ্যের পরিচর্যা ৭/১৩ ৬ অনু. ৪