খ্রিস্টীয় জীবনযাপন
সকলের কাছে প্রচার করার জন্য সুসংগঠিত
যিহোবা যেভাবে ইজরায়েলীয়দের সুসংগঠিত করেছিলেন, ঠিক একইভাবে তিনি বর্তমানে তাঁর লোকেদের সুসংগঠিত করেন, যাতে তারা প্রচার কাজ করতে পারে। পুরো পৃথিবীব্যাপী শাখা অফিস, আলাদা আলাদা সীমা, মণ্ডলী এবং ক্ষেত্রের পরিচর্যা দল একত্রে কাজ করে থাকে। আর তাই সুসমাচার প্রচার কাজ দ্রুত এগিয়ে চলেছে। আমরা প্রত্যেকের কাছে প্রচার করি আর তাদের মধ্যে ভিন্নভাষী ব্যক্তিরাও রয়েছে।—প্রকা ১৪:৬, ৭.
কাউকে সত্য শিখতে সাহায্য করার জন্য আপনি কি একটা অন্য ভাষা শেখার বিষয়ে ভেবে দেখেছেন? আপনার কাছে যদি নতুন ভাষা শেখার জন্য যথেষ্ট সময় না থাকে, তা হলে আপনি JW ল্যাঙ্গুয়েজ অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের সাহায্যে আপনি অল্প কথায় অন্য ভাষায় সাক্ষ্য দেওয়া শিখতে পারেন। তারপর, যখন সেটা প্রচারে ব্যবহার করবেন, তখন আপনি খুবই খুশি হবেন, ঠিক যেমনটা প্রথম শতাব্দীর খ্রিস্টানরা অনুভব করেছিল। তারা যখন অন্য দেশের লোকদের তাদের ভাষায় “ঈশ্বরের মহৎ মহৎ কাজের বিষয়ে” বলেছিল, তখন সেই লোকেরা অবাক হয়ে গিয়েছিল।—প্রেরিত ২:৭-১১.
যিহোবার বন্ধু হও—ভিন্ন ভাষায় প্রচার করো শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
আপনি হয়তো কখন JW ল্যাঙ্গুয়েজ অ্যাপ ব্যবহার করতে পারেন?
এই অ্যাপের কিছু বৈশিষ্ট্য কী?
সমস্ত ভাষার লোকেদের কাছে সুসমাচার জানানোর প্রয়োজন রয়েছে
আপনার এলাকার লোকেরা কোন কোন ভাষায় কথা বলে থাকে?
কোনো ভিন্নভাষী ব্যক্তি যদি রাজ্যের বার্তার প্রতি আগ্রহ দেখায়, তা হলে আপনার কী করা উচিত?—সংগঠিত ১০০-১০১ অনু. ৩৯-৪১, ইংরেজি