জানুয়ারি ৩১–ফেব্রুয়ারি ৬
রূতের বিবরণ ৩-৪
গান ৪ এবং প্রার্থনা
সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“সুনাম অর্জন করুন এবং তা বজায় রাখুন”: (১০ মিনিট)
অমূল্য রত্ন: (১০ মিনিট)
রূৎ ৪:৬—কারো জমি মুক্ত করলে একজন মুক্তিকর্তার কোন “ক্ষতি” হতে পারত? (প্রহরীদুর্গ ০৫ ৩/১ ২৯ অনু. ৩)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, প্রচার কাজ সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কী শিখেছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট) রূৎ ৪:৭-২২ (শিক্ষা দেওয়া পাঠ ৫)
প্রচার কাজে আপনার দক্ষতা বাড়ান
“পরিচর্যায় আপনার আনন্দ বৃদ্ধি করুন—বাইবেল ছাত্রদের সভায় যোগ দিতে সাহায্য করুন”: (১০ মিনিট) আলোচনা। আপনার বাইবেল ছাত্রদের সভায় যোগ দিতে সাহায্য করুন শিরোনামের ভিডিওটা দেখান।
বাইবেল অধ্যয়ন: (৫ মিনিট) চিরকাল জীবন উপভোগ করুন! ব্রোশার পাঠ ০৩ বিষয় ৪ (শিক্ষা দেওয়া পাঠ ৮)
খ্রিস্টান হিসেবে জীবনযাপন করুন
স্থানীয় প্রয়োজন: (১৫ মিনিট)
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) সুখী পরিবার খণ্ড ৪
সভাপতির শেষের মন্তব্য (৩ মিনিট)
গান ৪২ এবং প্রার্থনা