অধ্যয়ন সংস্করণ
নভেম্বর ২০২৩
অধ্যয়ন প্রবন্ধ: জানুয়ারি ৮–ফেব্রুয়ারি ৪, ২০২৪
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
এই প্রকাশনা বিক্রির জন্য নয়। এটা বিশ্বব্যাপী বাইবেল শিক্ষা কাজের এক অংশ, যা স্বেচ্ছাকৃত দানের দ্বারা চলে। আপনি দান দিতে চাইলে দয়া করে donate.jw.org দেখুন।
বাইবেলের নাম উল্লেখ করা না থাকলে শাস্ত্রপদের উদ্ধৃতিগুলো পবিত্র বাইবেল—খ্রিস্টীয় গ্রিক শাস্ত্র—নতুন জগৎ অনুবাদ এবং বাইবেল সোসাইটি অভ্ ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত দ্যা হোলি বাইবেল, বিএসআই - বেঙ্গলি - ও.ভি. থেকে নেওয়া হয়েছে। অনুমতি সাপেক্ষে ব্যবহৃত। সর্বস্বত্ব সংরক্ষিত। যেখানে NW লেখা আছে, সেখানে আধুনিক ভাষার পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) ব্যবহার করা হয়েছে। বাইবেলের কিছু উদ্ধৃতির মধ্যে কোনো কোনো শব্দের উপর জোর দেওয়ার জন্য সেগুলো বাঁকা ও মোটা অক্ষরে দেওয়া হয়েছে।
প্রচ্ছদচিত্র:
লোকেরা যে-পাপ করেছে, সেগুলোর কারণে ইষ্রা মন্দিরে কাঁদছেন এবং প্রার্থনা করছেন। বাকি লোকেরাও কাঁদছে। তাই, শখনিয় ইষ্রাকে উৎসাহিত করছেন এবং তাকে বলছেন: “ইজরায়েলের জন্য এখনও আশা রয়েছে। . . . আমরা আপনার সঙ্গে রয়েছি।”—ইষ্রা ১০:২, ৪, NW. (অধ্যয়ন প্রবন্ধ ৪৮, অনুচ্ছেদ ১৭)