পাঠকদের কাছ থেকে প্রশ্ন
শলোমনের মন্দিরের বারান্দার উচ্চতা কত ছিল?
মন্দিরের পবিত্র স্থানে যাওয়ার আগে একটা বারান্দা ছিল। পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ-এর ২০২৩ সালের আগের সংস্করণগুলোতে বলা হয়েছিল, “গৃহের সামনে যে-বারান্দা ছিল, সেটার দৈর্ঘ্য ২০ হাত অর্থাৎ গৃহের প্রস্থের সমান ছিল। সেটার উচ্চতা ছিল ১২০।” (২ বংশা. ৩:৪) বাইবেলের আরও কিছু অনুবাদেও এটা লেখা রয়েছে, বারান্দার উচ্চতা “১২০ হাত” ছিল অর্থাৎ ১৭৫ ফুট (৫৩ মিটার)।
কিন্তু, ২০২৩ সালে ছাপানো নতুন জগৎ অনুবাদ ইংরেজি বাইবেলে শলোমনের বারান্দার বিষয়ে বলা হয়েছে যে, “সেটার উচ্চতা ২০ হাত ছিল” অর্থাৎ প্রায় ৩০ ফুট (৯ মিটার)।a কেন এই রদবদল করা হয়েছে? আসুন এর কিছু কারণ লক্ষ করি।
১ রাজাবলি ৬:৩ পদে বারান্দার উচ্চতা উল্লেখ করা নেই। ১ রাজাবলি বই যিরমিয় লিখেছিলেন। এই পদে তিনি বারান্দার দৈর্ঘ্য ও প্রস্থ উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু এর উচ্চতা সম্বন্ধে কিছু লেখেননি। তিনি ৭ অধ্যায়ে মন্দিরের অন্যান্য অংশের বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন। যেমন, তামা দিয়ে ছাঁচে ঢালা একটা বিশাল পাত্র, তামার দশটা ঠেলাগাড়ি এবং তামার দুটো স্তম্ভ, যেটা বারান্দার বাইরে ছিল। (১ রাজা. ৭:১৫-৩৭) একটু কল্পনা করুন, বারান্দার উচ্চতা যদি ১৭০ ফুটেরও বেশি হত আর সেটা মন্দিরের চেয়েও বেশি উঁচু হত, তা হলে কি যিরমিয় সেটার উচ্চতার বিষয়ে কিছু লিখতেন না? শুধু তা-ই নয়, শত শত বছর পর যখন যিহুদি ইতিহাসবিদেরা শলোমনের মন্দির সম্বন্ধে লিখেছিলেন, তখন তারা উল্লেখ করেননি যে, মন্দিরের চেয়ে বারান্দার উচ্চতা বেশি ছিল।
পণ্ডিতেরা বলে থাকে, বারান্দার দেওয়ালের পুরু দেখে মনে হয় না যে, বারান্দার উচ্চতা ১২০ হাত হতে পারে। প্রাচীনকালে, পাথর কিংবা ইট দিয়ে যখন কোনো উঁচু স্তম্ভ কিংবা প্রবেশপথ বা দরজা নির্মাণ করা হত, তখন সেটার দেওয়াল নীচের দিক থেকে অনেক পুরু হত। কিন্তু, যত উপরের দিকে যেত সেটার পুরু কম হয়ে যেত। যেমন, মিশরের মন্দিরের দরজার যে-দেওয়াল ছিল, সেটা এভাবে নির্মাণ করা হয়েছিল। কিন্তু, শলোমনের মন্দিরের দেওয়াল এতটা পুরু ছিল না। পণ্ডিতেরা বলে থাকে, দেওয়াল প্রায় ৬ হাত বা ৯ ফুট (২.৭ মিটার) পুরু ছিল। প্রাচীন স্থাপত্যবিষয়ক ইতিহাসবিদ এবং পণ্ডিত টেওডোর বুসিন্ক বলেন, “মন্দিরের দরজার দেওয়াল এতটাও পুরু ছিল না যে, সেটার উপর ১২০ হাত উঁচু বারান্দা নির্মাণ করা যেত।”
২ বংশাবলি ৩:৪ পদের প্রতিলিপি তৈরি করার সময় প্রতিলিপিকারীদের দ্বারা হয়তো ভুল হয়েছিল। যদিও কিছু পুরোনো পাণ্ডুলিপিতে ২ বংশাবলি ৩:৪ পদে বারান্দার উচ্চতা “১২০” লেখা রয়েছে। কিন্তু, আরও কিছু সুপরিচিত ও নির্ভরযোগ্য পাণ্ডুলিপিতে সেটার উচ্চতা “২০ হাত” লেখা রয়েছে, যেমন পঞ্চম শতাব্দীতে কোডেক্স আলেকজান্দ্রিনাস এবং ষষ্ঠ শতাব্দীতে কোডেক্স অ্যামব্রোসিয়ানাস-এ। কিন্তু, কেন প্রতিলিপিকারীদের দ্বারা ভুল হয়েছিল? কেন তারা “১২০” লিখেছিল? ইব্রীয় ভাষায় “১২০”-কে “এক-শো কুড়ি” এবং “২০ হাত”-কে “হাত কুড়ি” লেখা হয়। শুধু তা-ই নয়, ইব্রীয় ভাষায় “এক-শো” এবং “হাত” এই শব্দ দুটো যেভাবে লেখা হয়, সেটা দেখতে অনেকটা একইরকম লাগে। এই কারণে হয়তো প্রতিলিপিকারীরা “হাত” লেখার পরিবর্তে ভুল করে “এক-শো” লিখে ফেলেছিল। তাই, হয়তো কিছু পুরোনো পাণ্ডুলিপিতে “এক-শো কুড়ি” অর্থাৎ “১২০” লেখা রয়েছে।
এটা ঠিক যে, আমরা শলোমনের মন্দিরের প্রতিটা তথ্য ভালোভাবে এবং সঠিকভাবে বুঝতে চাই। কিন্তু, এর চেয়েও বেশি আমরা এই বিষয়টার উপর মনোযোগ দিই যে, শলোমনের এই মন্দির যিহোবার মহান আধ্যাত্মিক মন্দিরের ছায়াস্বরূপ। আর আমরা যিহোবার প্রতি অনেক কৃতজ্ঞ যে, তিনি তাঁর সমস্ত সেবককে মহান মন্দিরে উপাসনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন!—ইব্রীয় ৯:১১-১৪; প্রকা. ৩:১২; ৭:৯-১৭.
a ২ বংশাবলি ৩:৪ পদের পাদটীকায় বোঝানো হয়েছে, “কিছু পুরোনো পাণ্ডুলিপিতে এখানে ‘১২০’ লেখা রয়েছে। আবার অন্যান্য পাণ্ডুলিপি এবং কিছু অনুবাদে ‘২০ হাত’ লেখা রয়েছে।”