পরিবার পরিকল্পনা
খ্রীষ্টীয় দৃষ্টিভঙ্গি
প্র থম বিশ্ব জনসংখ্যা সম্মেলনে ১৯৭৪ সালে, একত্রিত ১৪০টি রাষ্ট্র ঘোষণা করে যে সকল দম্পতির “সন্তানের ব্যবধান ও কতগুলি সন্তান তারা চান এবং এই সম্পর্কে তথ্যাদি, শিক্ষা ও উপায়গুলি জানতে স্বাধীনরূপে ও দায়িত্বপূর্ণরূপে সিদ্ধান্ত নেওয়ার মৌলিক অধিকার আছে।”
অনেকে এই সিদ্ধান্তকে ভাল বলেই মনে করেন। সত্য যে, ঈশ্বর আদম ও হবাকে এবং পরবর্তীকালে নোহের পরিবারকে বলেন “তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবী পরিপূর্ণ . . . কর,” কিন্তু এই প্রকৃতির কোন আজ্ঞা খ্রীষ্টানদের দেওয়া হয়নি। (আদিপুস্তক ১:২৮; ৯:১) খ্রীষ্টীয় দম্পতিদের শাস্ত্র সন্তানধারণ করতে উৎসাহও দেয় না আবার সন্তানধারণ করা থেকে বিরত থাকতেও বলে না। বিবাহিত দম্পতিরা নিজেরাই মনস্থ করবেন যে তারা সন্তান চান কি না, এবং যদি তারা সন্তান চান, তাহলে কতগুলি চান ও কখন চান তাও তারাই মনস্থ করবেন।
ঈশ্বর-দত্ত এক দায়িত্ব
আপনি কি লক্ষ্য করেছেন যে বিশ্ব জনসংখ্যা সম্মেলনের বক্তব্যে বলা হয়েছিল যে দম্পতিরা “সন্তানের ব্যবধান ও কতগুলি সন্তান তারা চান তা দায়িত্বপূর্ণরূপে সিদ্ধান্ত নিতে” পারে? দায়িত্বভারের এই নীতিটি বাইবেল অনুসারেই। খ্রীষ্টীয় পিতামাতারা উপলব্ধি করে যে সন্তানেরা ঈশ্বরের বহুমূল্য উপহার হলেও, সেই উপহারের সাথে আসে প্রয়োজনীয় দায়িত্ব।
প্রথমতঃ সন্তানদের ভরণপোষণ করতে হয়। বাইবেল বলে: “কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষতঃ নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে, এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে।”—১ তীমথিয় ৫:৮.
নিজ পরিবারের ভরণপোষণ করার অর্থ এই নয় যে শুধুমাত্র টেবিলে খাদ্য প্রদান করা এবং বিলগুলি ভরা, যদিও বা এটি একটি বড় কাজ। দায়িত্বপূর্ণ খ্রীষ্টীয় দম্পতিরা, তাদের পরিবার কতটা বড় হবে সেই সম্পর্কে পরিকল্পনা করার সময়, মায়ের স্বাস্থ্যের কল্যাণ সেই সঙ্গে তার আবেগ সংক্রান্ত, মানসিক ও আত্মিক কল্যাণের বিষয়ও বিবেচনা করবে। একটি শিশুকেই দেখাশোনা করতে অনেক সময় যায়, আর যখন একের পর এক শিশু আসতে আরম্ভ করে, তখন মায়েরা শুধুমাত্র বেশীরভাগ ক্ষেত্রে তাদের বিশ্রাম, আমোদপ্রমোদ, ব্যক্তিগত উন্নতি এবং খ্রীষ্টীয় ক্রিয়াকলাপে জড়িত হওয়াই ত্যাগ করে তাই নয় কিন্তু তারা তাদের দৈহিক ও আত্মিক স্বাস্থ্যেরও অবনতি ঘটায়।
দায়িত্বপূর্ণ খ্রীষ্টীয় পিতামাতারা সন্তানদের চাহিদা সম্বন্ধেও বিবেচনা করে। দ্যা স্টেট অফ্ দ্যা ওয়ার্ল্ডস্ পপুলেশন ১৯৯১ বলে: “যে সব পরিবারগুলি বড় ও যেখানে কম ব্যবধানে সন্তান হয়েছে, সেই সব পরিবারের সন্তানদের খাদ্যদ্রব্য, পোশাকপরিচ্ছদ ও বাবামার ভালবাসার জন্য ভাইবোনেদের সাথে প্রতিযোগিতা করতে হয়। তারা বেশী সংক্রমণ প্রবণও হয়ে থাকে। যদি এই সন্তানেরা শৈশবের বিপজ্জনক বছরগুলিতে বেঁচেও যায়, তাদের বৃদ্ধির ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকে এবং বুদ্ধির বিকাশও ব্যাহত হয়। এই সন্তানদের পরিণত জীবনে সম্ভাব্য ভবিষ্যৎ প্রায় থাকেই না।” প্রত্যেকটি বড় পরিবারের ক্ষেত্রে অবব্য তা ঘটে না, কিন্তু যখন খ্রীষ্টীয় দম্পতিরা কতগুলি সন্তান চান সেই সম্বন্ধে পরিকল্পনা করবেন তখন এটি একটি বিষয় যা তাদের বিবেচনা করা উচিৎ হবে।
খ্রীষ্টীয় পিতামাতারা সন্তানদের আত্মিকরূপে যত্ন নিতে বাধ্য যেমন বাইবেল আজ্ঞা দেয়: “পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।”—ইফিষীয় ৬:৪.
এমিকো, একজন খ্রীষ্টান, যিনি নাইজিরিয়াতে আইন শাস্ত্র পড়ান, একবছর যাবৎ বিবাহিত এবং বড় পরিবার গড়ে তুলতে বিশেষ আগ্রহী নন। “কতগুলি সন্তান আমরা চাই সেই সম্পর্কে আমি ও আমার স্ত্রী আলোচনা করেছি। পাঁচটি চাই বলে মনে করি কিন্তু পরে তিনটি হোক বলে বিবেচনা করি। পরে আমরা সিদ্ধান্ত করি দুটি হলেই ভাল হয়। বাইবেলের নীতি অনুসারে ছেলেমেয়েদের মানুষ করে তোলা খুবই কষ্টকর। এক বড় দায়িত্ব।”
কিছু খ্রীষ্টীয় দম্পতিরা ঈশ্বরের সেবায় তাদের সম্পূর্ণ সময় উৎসর্গ করার জন্য, তারা কোন সন্তান চান না বলে মনস্থ করেন। আফ্রিকার এক মিশনারী যিনি নিঃসন্তান থাকতে তার স্বামীর সাথে সম্মত হন, তিনি বলেন: “সন্তান ধারণ না করে আমি বঞ্চিত হয়েছি বলে মনে করি না। যদিও বা আমার স্বামী ও আমি বাবামা হওয়ার আনন্দ উপভোগ করিনি কিন্তু আমাদের জীবন অন্যান্য আনন্দে পরিপূর্ণ। অপরকে বাইবেলের সত্য শিখাতে সাহায্য করার কাজে জড়িত হওয়াতে, জগতের বহু অংশে আমাদের আত্মিক সন্তানেরা আছে। আমরা তাদের ভালবাসি, তারাও আমাদের ভালবাসে। তাদের সাথে আমাদের এক বিশেষ সম্বন্ধ আছে। সেই কারণেই প্রেরিত পৌল, যাদের আত্মিকরূপে সাহায্য করেছিলেন তাদের প্রতি তার করুণাময় প্রেমের জন্য, নিজেকে এক স্তন্যদাত্রীর সাথে তুলনা করেন।”—১ থিষলনীকীয় ২:৭, ৮.
জন্ম নিয়ন্ত্রণ
বাইবেল কি জন্ম নিয়ন্ত্রণ করাকে নিন্দা করে? না, করে না। মনোনয়ন দম্পতির উপর নির্ভর করছে। যদি এক বিবাহিত দম্পতি জন্ম নিয়ন্ত্রণ করতে মনস্থ করেন, তাহলে গর্ভনিরোধক দ্রব্যাদি সম্পর্কে মনোনয়ন হবে তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু, খ্রীষ্টীয় দম্পতি জন্ম নিয়ন্ত্রণের যে প্রণালী বেছে নেবেন তা যেন জীবনের পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শন করে হয়। যেহেতু বাইবেল দেখায় যে একজনের জীবন শুরু হয় গর্ভসঞ্চারের সময়, তাই খ্রীষ্টানেরা সেই সব গর্ভনিরোধক প্রণালীগুলি এড়িয়ে চলবে যা গর্ভপাত করায় বা বৃদ্ধিপ্রাপ্ত সন্তানের জীবন শেষ করে দেয়।—গীতসংহিতা ১৩৯:১৬; তুলনা করুন যাত্রাপুস্তক ২১:২২, ২৩; যিরমিয় ১:৫.
তাই দম্পতিরা জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে উপযুক্তরূপে ইচ্ছানুরূপ মনোনয়ন করবেন। অনেকে হয়ত তাদের সন্তানের সংখ্যা সীমিত রাখতে চাইবেন। আবার অপরেরা কিছু গর্ভনিরোধক প্রণালী ব্যবহার করে কোন সন্তানই হয়ত না চাইতে সিদ্ধান্ত নেবেন। বহু জন্ম নিয়ন্ত্রণ প্রণালী রয়েছে, প্রত্যেকটির সুবিধা ও অসুবিধা আছে। কোন্ প্রণালীটি তাদের জন্য ভাল হবে সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় দম্পতিদের মনে রাখতে হবে যে কিছু প্রণালী অন্য প্রণালীগুলির থেকে অনেক বেশী ফলপ্রদ। সম্ভাব্য ক্ষতিকর পরোক্ষ প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে তাদের অনুসন্ধানও করা উচিৎ। ডাক্তার ও পরিবার পরিকল্পনার কেন্দ্রগুলি জন্ম নিয়ন্ত্রণের প্রণালীগুলি সম্পর্কে পরামর্শ দিতে এবং দম্পতির প্রয়োজন অনুযায়ী প্রণালী মনোনয়নে সাহায্য করতে পারদর্শী।
বহু সন্তান, অল্প কয়েকটি বা কোন সন্তান না থাকার মনোনয়ন করা হবে, দম্পতির ব্যক্তিগত ব্যাপার। এটি হল দূর-প্রসারী ফলসহ এক গুরুত্বপূর্ণ মনোনয়ন। বিষয়টি প্রার্থনাসহকারে ও যত্নসহকারে বিচার করা হবে বিবাহিত দম্পতির ক্ষেত্রে বিজ্ঞতার কাজ। (g93 2/22)
জনপ্রিয়
জন্ম-নিয়ন্ত্রণ প্রণালীগুলি
নির্বীজকরণ
পুরুষদের মধ্যে: একটি সাধারণ অস্ত্রোপচার পদ্ধতি যেখানে অন্ডকোষে ছোট করে কেটে শুক্রাণুবাহী নালীকে কেটে দেওয়া হয়।
স্ত্রীলোকদের মধ্যে: অস্ত্রোপচার পদ্ধতি যাতে ডিম্বাণুকে জরায়ুতে আসতে বাধা দিতে ডিম্বাশয় থেকে বহির্গত হওয়া নালীকে বেঁধে বা কেটে দেওয়া হয়।
সুবিধাগুলি: সমস্ত জন্ম-নিয়ন্ত্রণ প্রণালীর মধ্যে নির্বীজকরণ হল সবথেকে ফলপ্রদ।
অসুবিধাগুলি: স্থায়ী হতে পারে। পুরুষ ও স্ত্রী উভয়ের ক্ষেত্রে অস্ত্রোপচার সন্তানধারণে পুনরায় সক্ষম করেছে তবে, এ সম্বন্ধে নির্ভরতা দেওয়া যায় না।a
a নির্বীজকরণ খ্রীষ্টীয় নীতি অনুযায়ী সুসঙ্গত কি না সেই সম্বন্ধে একটি আলোচনা দ্যা ওয়াচটাওয়ার মে ১, ১৯৮৫, পৃষ্ঠা ৩১-এ আছে।
জন্ম-নিয়ন্ত্রণের বড়ি:
এর মধ্যে রয়েছে প্রজেস্টিন-ওনলি ছোট বড়ি। স্ত্রীলোকদের স্বাভাবিক হরমোনের মাত্রার উপর কাজ করে যা ডিম্বাণুকে পূর্ণতায় পৌঁছাতে ও নির্গত হতে দেয় না।b
সুবিধাগুলি: গর্ভাধারণ থেকে নিবৃত্ত করতে খুব নির্ভরযোগ্য।
অসুবিধাগুলি: কিছু ক্ষতিকারক দৈহিক প্রতিক্রিয়া হয়, ৪০ বছরের নীচে স্বাস্থ্যবতী, ধূমপান করে না তাদের ক্ষেত্রে কম হয়।
b কিভাবে জন্ম-নিয়ন্ত্রণ বড়ি জন্মকে রোধ করে, তার একটি আলোচনা দ্যা ওয়াচটাওয়ার জুন ১৫, ১৯৮৯ পৃষ্ঠা ২৯-এ আছে।
ডায়াফ্রাম ও শুক্রাণুনাশক দ্রব্য
ডায়াফ্রাম হল নমনীয় বেড়ের উপর স্থিত রবারের এক গোলাকার কাপ বিশেষ। কাপের মধ্যে শুক্রাণু-নাশক জেলি অথবা ক্রীম (শুক্রাণুনাশক দ্রব্য) দিয়ে কাপটিকে গর্ভাশয়ের গলদেশে স্থাপন করার জন্য স্ত্রীযোনির মধ্য দিয়ে প্রবেশ করান হয়।
সুবিধাগুলি: উপযুক্তরূপে ব্যবহার করলে নিরাপদ, বেশ নির্ভরযোগ্য জন্ম-নিয়ন্ত্রণের পদ্ধতি।
অসুবিধাগুলি: প্রতিবার মিলনের সময় দম্পতির তা ব্যবহার করা উচিৎ। ঠিকভাবে বস্তুটিকে স্থাপন করার জন্য পারদর্শিতার প্রয়োজন, এবং এটি মিলনের পূর্বে স্থাপন করে ও তারপর ছয় সাত ঘন্টা রেখে দেওয়া দরকার।
গর্ভাশয়ের গলদেশের ক্যাপ
প্লাস্টিক বা রবারের কাপের মত বস্তু যা ডায়াফ্রামের থেকে ছোট হয়। ডায়াফ্রামের মতই গর্ভাশয়ের গলদেশে স্থাপন করা হয়, কিন্তু আরও ভালভাবে বসে ও শুক্রাণুনাশক ক্রীম বা জেলির বেশী দরকার হয় না।
সুবিধাগুলি: ডায়াফ্রামের মতই ফলপ্রদ, এবং স্বস্থানে ৪৮ ঘন্টা থাকতে পারে। পুনরায় মিলনের জন্য শুক্রাণুনাশক দ্রব্য ব্যবহারের দরকার হয় না।
অসুবিধাগুলি: ডায়াফ্রামের থেকে এটি স্থাপন করা বেশী কঠিন, ও প্রতিবার মিলনের আগে ও পরে গর্ভাশয়ের গলদেশে স্থাপিত বস্তুটি ঠিক আছে কি না দেখতে হবে। জরায়ু এবং গলদেশ সংক্রান্ত সংক্রমণ সম্ভাব্য ঝুঁকি। স্বাভাবিক পরীক্ষা করে নেওয়ার পরেই ক্যাপটি পরা দরকার।
স্পঞ্জ
পলিইউরেথেন স্পঞ্জ দিয়ে তৈরি এক শুক্রাণুনাশক দ্রব্য যা স্ত্রীযোনিতে প্রবেশ করান হয় গর্ভাশয়ের গলদেশকে আবৃত করার জন্য, ফলে শুক্রাণুর জন্য দৈহিক ও রাসায়নিক বাধার সৃষ্টি করে। ব্যবহার করার পর তা ফেলে দেওয়া হয়।
সুবিধাগুলি: স্বস্থানে তা ২৪ ঘন্টার জন্য রাখা যায় এবং সেই সময়কালে মিলনেতে তা কার্যকারী হয়।
অসুবিধাগুলি: কিছু আ্যলার্জির ঘটনা ও অল্প কিছু বিষাক্ত প্রতিক্রিয়ার লক্ষণের রিপোর্ট পাওয়া গেছে।
জন্ম-নিয়ন্ত্রক জালি বিশেষ বস্তু
যাকে আই. ইউ. ডি, লুপ বা কয়েল বলে, ধাতু বা প্লাস্টিকের এই বস্তুটি গর্ভাশয়ে স্থাপন করা হয়। এটি কিভাবে কাজ করে সেই সম্বন্ধে অনিশ্চয়তা থাকলেও, ডাক্তাররা মনে করেন এটি বহু উপায়ে ডিম্বাণুর পূর্ণতাপ্রাপ্ত হওয়াকে রোধ করে। একটি উপায় হল তা গর্ভবতী ডিম্বাণুকে গর্ভাশয়ের গাত্রে যুক্ত হতে প্রতিরোধ করে।
সুবিধাগুলি: জন্ম-নিয়ন্ত্রণের নির্ভরযোগ্য উপায়।
অসুবিধাগুলি: অনেক সময় রক্তপাত অথবা ব্যথা হয় এবং এর কার্যাবলি অনুসারে অনেক সময় গর্ভপাতও করাতে পারে।c
c খ্রীষ্টীয় নীতি অনুযায়ী আই. ইউ. ডি. সুসঙ্গত কি না তার একটি আলোচনা পাওয়া যায় দ্যা ওয়াচটাওয়ার মে ১৫, ১৯৭৯, পৃষ্ঠা ৩০-১ তে।
কন্ডোমগুলি
পুরুষাঙ্গে একটি কভারের ব্যবহার যা শুক্রকে স্ত্রীযোনিতে প্রবেশ করতে বাধা দেয়।
সুবিধাগুলি: নিরাপদ, জন্ম-নিয়ন্ত্রণের নির্ভরযোগ্য উপায়। যৌন রোগ এমনকি এইডস্-এর সংক্রমণ হওয়ার সুযোগ থাকে না।
অসুবিধাগুলি: অনেকে অপছন্দ করে কারণ তা ব্যবহার করলে সহবাসে বাধা আসে।
প্রত্যাহার
শুক্র নির্গমনের ঠিক পূর্বে যোনি থেকে পুরুষাঙ্গ প্রত্যাহার করা।
সুবিধাগুলি: কোন খরচা লাগে না, প্রস্তুতি বা বাহ্যিক বস্তুর প্রয়োজন হয় না।
অসুবিধাগুলি: সহবাসে অতৃপ্তিকর, প্রচন্ড আত্ম-সংযমের প্রয়োজন এবং অত্যন্ত বিপজ্জনক।
নিরাপদ কাল পদ্ধতি
স্ত্রীদের রজঃস্রাব কালচক্রের সময় যখন গর্ভসঞ্চারের বেশী সম্ভাবনা আছে তখন দম্পতির সহবাস থেকে বিরত থাকা।
সুবিধাগুলি: নিরাপদ, কোন ক্ষতিকর পরোক্ষ প্রতিক্রিয়া নেই, সহবাসের সময় অন্যান্য কার্যাবলির প্রয়োজন হয় না।
অসুবিধাগুলি: গর্ভাবস্থা রোধ করতে খুব একটা সফল পদ্ধতি নয় যদি না দম্পতি দৃঢ় নিশ্চিত থাকেন সন্তান না হওয়ার জন্য এবং পদ্ধতিটি সঠিকরূপে অনুসরণ করেন।
হরমোন স্থাপন করা
জন্ম-নিয়ন্ত্রণের নবপদ্ধতি হল, স্ত্রীলোকের বাহুর চামড়ার নীচে কিছু ছোট সিলিকন সিলিন্ডার স্থাপন করা। পাঁচ বছরের জন্য এইগুলি ক্রমাগত রক্তে সামান্য পরিমাণে হরমোন নির্গত করতে থাকে। এই সময়কালে স্ত্রী গর্ভবতী হয় না।
সুবিধাগুলি: খুবই ফলপ্রদ। স্থাপিত বস্তুগুলিকে সরিয়ে নিলে গর্ভধারণ ক্ষমতা ফিরিয়ে আনা যেতে পারে।
অসুবিধাগুলি: খুবই কম। প্রোজেস্টিন-ওনলি জন্ম-নিয়ন্ত্রক বড়ির মত। যখন প্রোজেস্টিন-ওনলি বস্তু স্থাপনে ব্যবহার করা হয়, তখন গর্ভপাতের মাধ্যমেই সম্ভবত গর্ভাবস্থাকে রোধ করা হয়।d (g93 2/22)
d কিভাবে জন্ম-নিয়ন্ত্রক বড়ি জন্ম রোধ করতে পারে সেই সম্পর্কে এক আলোচনা দ্যা ওয়াচটাওয়ার জুন ১৫, ১৯৮৯, পৃষ্ঠা ২৯-এ পাওয়া যায়।