ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৫ ৭/৮ পৃষ্ঠা ২৮-২৯
  • বিশ্ব নিরীক্ষা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্ব নিরীক্ষা
  • ১৯৯৫ সচেতন থাক!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শিশুরা যারা ভাল পড়তে ও লিখতে পারে
  • বাইবেলের মধ্যে অবৈধ হস্তক্ষেপ
  • মাছ ধরা বিপদগ্রস্ত
  • পাখির-বাসার যে সুপ তার মূল্যবৃদ্ধি
  • যক্ষ্মা রোগের সংগ্রাম হেরে যাওয়া
  • প্রশংসা চাপকে হ্রাস করে
  • অকাল বার্ধক্যকে প্রতিরোধ করা
  • দেহ-বিদ্ধ স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিকর
  • কারাগারের হারের বৃদ্ধি
  • বিশ্ববিদ্যালয়গুলি বিপদের সম্মুখীন
  • আমি কি আমার শরীরের যেখানে খুশি ফুটো করে গয়না পরতে পারি?
    ২০০০ সচেতন থাক!
  • “মানব ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক মহামারী”
    ২০০৩ সচেতন থাক!
১৯৯৫ সচেতন থাক!
g৯৫ ৭/৮ পৃষ্ঠা ২৮-২৯

বিশ্ব নিরীক্ষা

শিশুরা যারা ভাল পড়তে ও লিখতে পারে

“ছোটদের সামনে পড়া তাদের লেখার ক্ষমতাকে বাড়িয়ে তোলে,” ক্যানাডার সংবাদপত্র গ্লোব অ্যান্ড মেল রিপোর্ট করে। ক্যানাডা ওন্টারিও, শহরের মিনিস্ট্রি অফ এডুকেশনের দ্বারা পরিচালিত একটি সমীক্ষার ফল জানায় যে, যেসব ছাত্রেরা বলে যে তারা যখন বড় হয়ে উঠছিল তখন তাদের কাছে গল্পের বই পড়ে শোনানো হত, সেই সব ছাত্রেরা পরবর্তী কালে পরীক্ষায় অনেক বেশি ভাল ফল করে তাদের তুলনায় যাদের কাছে কদাচিৎ বা একেবারেই গল্প পড়ে শোনানো হত না। গ্লোব আরও বলে যে “যেসব ছাত্রেরা ভাল পড়তে পারে তারা ভাল লিখতেও পারে,” আর “যেসব ছাত্রেরা স্কুলের বই ছাড়াও বাইরের বই পড়ে তারা পড়া ও লেখা উভয় ক্ষেত্রেই উত্তম। ওন্টারিও টিচার্স ফেডেরেশনের প্রেসিডেন্টের কথা অনুযায়ী, পরীক্ষা দেখায় যে, “যে সব ছাত্রেরা যারা পড়ে না অথবা যাদের কেউ পড়ে শুনায় না তারা ১৪ বৎসরের পরে আর পড়বে না।” (g95 6/22)

বাইবেলের মধ্যে অবৈধ হস্তক্ষেপ

অক্সফোর্ড ইউনিভারসিটি প্রেস বাইবেলের একটি নতুন সংস্করণ প্রস্তুত করেছে যার মধ্যে তারা অভূতপূর্বরূপ কিছু পরিবর্তন ঘটিয়েছে। “রাজনৈতিকভাবে কাউকে অপমান” করাকে এড়িয়ে যাওয়ার অভিপ্রায়ে এই সংস্করণটি সেই সব মন্তব্যগুলিকে বাদ দেওয়ার চেষ্টা করেছে যেগুলির মাধ্যমে যৌনগত, জাতিগত অথবা অসাম্প্রদায়িক, যিহূদী বিরোধী মনোভাব প্রকাশ পেতে পারে। উদাহরণস্বরূপ, এই নতুন সংস্করণটি ঈশ্বরকে “পিতা-মাতা” বলে সম্বোধন করেছে। এখানে যীশু “মনুষ্যপুত্ত্র” নন কিন্তু “একজন মানুষ।” যিহূদীরা যে যীশু খ্রীষ্টকে হত্যা করেছিল এই বিষয়ের কোন উল্লেখ এই সংস্করণে পাওয়া যায় না। এমনকি যে সব ব্যক্তি যারা বাঁ হাত ব্যবহার করে তাদের প্রতি একধরনের কুসংস্কার আছে এই বিষয়টিও সম্পূর্ণভাবে এখানে মুছে ফেলা হয়েছে যখন ঈশ্বরের “দক্ষিণ হস্তের” পরিবর্তে “মহান হস্তের” কথা উল্লেখ করা হয়েছে, দ্যা সানডে টাইমস জানায়। (g95 6/22)

মাছ ধরা বিপদগ্রস্ত

মাছ ধরার নৌবহর, অঞ্চল এবং মাছ ধরার অধিকার নিয়ে যতই কোলাহল করে, ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট সতর্ক করে দেয় যে মাছের চাষ তার চরম সীমায় পৌঁছেছে এবং এখন পৃথিবীর অধিকাংশ জায়গায় এর উৎপাদন হ্রাস পাচ্ছে। যদিও এটা স্বীকার করা হয় যে প্রাকৃতিক দূষণের ফলেই জগদ্ব্যাপী জলের প্রাণীর হ্রাস ঘটছে, কিন্তু রিপোর্টটি জানায় যে বাণিজ্যিক মৎস শিল্প প্রতিষ্ঠানগুলির দ্বারা অতিরিক্ত পরিমাণে মাছ ধরা হল একটি প্রাথমিক কারণ যার ফলে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর এবং কৃষ্ণ এবং ভূমধ্যসাগরে মাছের সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে। এজান্স ফ্রান্স-প্রেস সংবাদ সংস্থা জানায় যে, ওয়ার্ল্ডওয়াচ রিপোর্ট অনুযায়ী, কয়েকটি অঞ্চলে মাছ ধরার হার প্রায় ৩০ শতাংশ কমে গেছে আর এইভাবে যদি সমুদ্র সম্পদ নিয়ে গোলযোগ ঘটতে থাকে, তাহলে আক্ষরিকভাবে লক্ষ লক্ষ জেলেরা বেকার হয়ে পড়বে। (g95 6/22)

পাখির-বাসার যে সুপ তার মূল্যবৃদ্ধি

হংকং এর রেস্তরাঁগুলিতে এবং এশিয়ার কিছু শহরগুলিতে, পাখির বাসাকে সুপ হিসাবে খাওয়া একটি জনপ্রিয় খাদ্য। ইন্টারন্যাশন্যাল হেরাল্ড ট্রিবিউন অনুসারে, অনেক চিনেরা রান্না করা পাখির বাসাকে কেবলমাত্র সুস্বাদু খাদ্য বলেই মনে করে না কিন্তু এটিকে তারা স্বাস্থ্যের একটি টনিক বলে মনে করে। সংরক্ষণের একটি দল অনুমান করে যে ১৯৯২ সালে কেবল মাত্র হংকং এই ১ কোটি ৭০ লক্ষ সুইফটলেটের বাসাকে খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু, অতিরিক্ত পরিমাণে এই চাষের ফলে এর মূল্য গিয়ে দাঁড়ায় প্রতি কিলোগ্রাম পিছু ৫০০ জলার এবং পাইকারি দামে বাসাগুলি এর থেকে আঠ গুণ বেশি অর্থ আমদানি করতে পারে। সুইফটলেট যারা এই বাসাগুলি তৈরি করে তাদের আরও অধিক মূল্য দিতে হয়। বাসা সংগ্রহ করার সময়ে যে ডিম ও বাচ্চাগুলি নষ্ট হয়ে যায়, তার ফলে কিছু সুইফটলেটের সংখ্যা কমে গেছে এবং অন্যগুলি বিলুপ্ত হয়ে গেছে। (g95 6/22)

যক্ষ্মা রোগের সংগ্রাম হেরে যাওয়া

প্যারিসের লা পিতিয়া-সালপিট্রির হাসপাতালের ব্যাকটিরিওলজি-ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক জ্যাক গ্রোসের মন্তব্য অনুসারে রোগের বিরুদ্ধে যুদ্ধ, যক্ষ্মারোগের সাথে সংগ্রাম “জগদ্ব্যাপী সম্পূর্ণরূপে অকৃতকার্য হয়েছে।” যদি রোগীদের চিকিৎসা করা না হয় তাহলে যক্ষ্মারোগের মৃতদের হার দাঁড়ায় ৫০ শতাংশ। পৃথিবীর অর্ধাংশে টিবি রোগীদের জন্য যক্ষ্মারোগের নির্ণয়ের ও চিকিৎসার কোন ব্যবস্থা নেই, অধ্যাপক গ্রসে বলেন যে প্রযুক্তিগতভাবে উন্নতশীল দেশগুলিতেআসল মর্মান্তিক বিষয়টি হল যে, যেখানে অ্যান্টিবাইয়োটিক্স অবাদে পাওয়া যায়, সেখানে কেবল মাত্র অর্ধেক সংখ্যার লোক যারা রোগে ভুগছে তারা চিকিৎসা চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত না তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে না ওঠে। “আর বাদবাকি অংশ চিকিৎসা করে না অথবা তা নিয়মিতরূপে চালিয়ে যায় না যার ফলে মৃত্যুর হার আরও বেড়ে যায় (২৫ শতাংশ বেশি তাদের তুলনায় যারা চিকিৎসা করে থাকে) এবং এর ফলে যক্ষ্মারোগ বিশিষ্ট আরেকটি জীবাণুর সূত্রপাত ঘটায় যা অ্যান্টিবাইয়োটিক্সের প্রতিরোধক হয়ে দাঁড়ায়।” (g95 7/8)

প্রশংসা চাপকে হ্রাস করে

জার্মানিতে প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ২,০০,০০০ জন ব্যক্তি মারা যায়। এর প্রধান কারণ কী? “চাপ,” সুডয়েসে সাইটুং নামক সংবাদ পত্রটি রিপোর্ট করে, যেহেতু জার্মানিতে কাজ করার অন্তর্ভুক্ত হল “সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করা, ক্রমাগত চাপ।” চাপের মধ্যে কাজ করার ফলে কামাইয়ের সংখ্যা বৃদ্ধি পায় এবং এর ফলে অনেক ক্ষতি হয়। প্রতি সেকেন্ডে একটি নার্স চাপের লক্ষণে ভোগে এবং ৩ জনের মধ্যে ১ জন শিক্ষক “স্নায়ু চাপের” জন্য আগে থেকে অবসর নেন। স্বাস্থ্য বীমা কোম্পানি পরীক্ষা করে দেখছে কিভাবে কাজের চাপ কমান যায়। মাঝারি আকারের কয়েকটি কর্মক্ষেত্রে পরীক্ষা চালানো হয়েছে এটি দেখার জন্য যে এর পিছনে আসল কারণটি কী: যেসব কর্মীদের উপর সমীক্ষা নেওয়া হয় তাদের মধ্যে ৪৪ শতাংশ জানায় যে তারা তাদের কাজের জন্য কোন প্রশংসা পায়নি। (g95 6/22)

অকাল বার্ধক্যকে প্রতিরোধ করা

“লোকেরা শিশুদের প্রয়োজনের জন্য ঘরগুলি তৈরি করে। বৃদ্ধদের জন্য কেন এইধরনের ঘর তৈরি করা হয় না?” ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের বার্ধক্যবিদ্যা বিশেষজ্ঞ উইলসন জেকব ফিলহো প্রশ্ন করেন। বয়স্কদের জন্য নিরাপাদ স্থান ছাড়াও তিনি প্রস্তাব দেন যে তারা যেন তাদের পেশীর ব্যায়াম করে যা তাদের সাহায্য করবে হঠাৎ পড়ে না যেতে। দীর্ঘায়ুর সবচাইতে বড় শত্রুগুলি কী কী? সাও পাওলো বিশ্ববিদ্যালয়েরই প্লাসটিক শল্যচিকিৎসক রোজেরিও ইজারের কথা অনুসারে, এই শত্রুরা হল “অত্যধিকভাবে বসে থাকার জীবন, ভারসাম্যহীন আকারে পুষ্টি গ্রহণ (বিশেষকরে চর্বি জাতীয় খাদ্য), ধূমপান, মাদকীয় দ্রব্যের অতিরিক্ত ব্যবহার, চাপ এবং নিদ্রার অভাব।” জার্নাল ডা টারডে ব্যাখ্যা করে যে অতিরিক্ত চাপ দেহের প্রতিরোধক শক্তিকে দুর্বল করে দেয়, “যেটি ঘনিষ্ঠভাবে নানান ধরনের রোগের সূত্রপাত ঘটায় এবং পরিশেষে বার্ধক্য।” ডাক্তার. নার্ভস আরও দাবি করেন যে: “জীবনের প্রতি বিতৃষ্ণা হল অকাল বার্ধক্যের একটি অন্যতম প্রধান কারণ।” (g95 7/8)

দেহ-বিদ্ধ স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিকর

“লোকেরা তাদের দেহের বিভিন্ন অংশকে বিদ্ধ করছে যা বেশ কিছু বছর আগে অবধি ছিল না,” কানাডার ক্যালগারি স্বাস্থ্য সংস্থার পারিপার্শ্বিক স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, জন পেলটন এই কথা জানান। দ্যা ভ্যাঙ্কুভার সান এর রিপোর্ট অনুসারে এর অন্তর্ভুক্ত হল চোখের ভুরু, ঠোঁট, জিহ্বা এবং নাভি। এই সাম্প্রতিক আধুনিকতার প্রচলনের মাধ্যমে এইডস ও হেপাটাইটিস বি এবং সির উপক্রম হতে পারে এই আশঙ্কায় অ্যালবার্টা স্বাস্থ্য কেন্দ্রের পারিপার্শ্বিক স্বাস্থ্য বিভাগ দেহ বিদ্ধকরণ সম্পর্কে কিছু প্রস্তাব দিয়েছে। “এই নতুন মানটি সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত সাহায্য করবে, যেমন দেহে দাগ লাগানো, মোমের সাহায্যে গায়ের লোম উচ্ছেদ করা, গায়ের মধ্যে কোন এক চিহ্নের ছাপ দেওয়া, ইলেকট্রোলিসিস এবং আত্ম-বঞ্চনার অনুশীলন,” এইগুলি জনসাধারণের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং শিল্প-প্রতিষ্ঠানের দ্বারা পরিদর্শিত হবে, রিপোর্টটি জানায়। আর যে যন্ত্রটি দিয়ে কান বিদ্ধ করা হয়, সেই একই যন্ত্র দিয়ে দেহের অন্য জায়গা বিদ্ধ করার পদ্ধতি যারা ব্যবহার করে তারা স্বীকার করে যে: “আমরা এমন ব্যক্তিদের জানি যারা অন্য রোগের দ্বারা সংক্রামিত হয়ে হাসপাতালে গেছে। এটা সত্যই খুব মারাত্মক।” (g95 7/8)

কারাগারের হারের বৃদ্ধি

জগদ্ব্যাপী যতই অপরাধের বৃদ্ধি হচ্ছে ততই কারাগারের হারও বৃদ্ধি পাচ্ছে। রাশিয়াতে প্রতি ১,০০,০০০ লোকেদের মধ্যে ৫৫৮ জন কারাগারে বদ্ধ হচ্ছে আর এর পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রতি ১,০০,০০০ জন ব্যক্তির মধ্যে ৫১৯ জন কারাগারে বদ্ধ হয়ে থাকে। এরপরে দক্ষিণ আফ্রিকায় ৩৬৮, সিঙ্গাপুরে ২২৯ এবং কানাডায় ১১৬ জন। প্রাক্তন সোভিয়েট ইউনিয়ান ভেঙে যাওয়ার ফলে রাশিয়াতে অপরাধের সংখ্যা সাংঘাতিকভাবে বেড়ে গেছে এবং তার ফলে কারারুদ্ধ হওয়ার সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে, যে এই ক্ষেত্রে নেতৃত্ব নিচ্ছিল। কিন্তু ইউরোপের কিছু দেশে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় করারুদ্ধ লোকেদের সংখ্যা এক ষষ্ঠাংশ? “এর একটি ব্যাখ্যা হল যে যদিও ব্যাপক অর্থে অপরাধের বৃদ্ধি হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, রাশিয়ায় এবং দক্ষিণ আফ্রিকায় দৌরাত্ম্য অপেক্ষাকৃতভাবে বেশি প্রসারিত,” ইউ. এস. নিউস অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট জানায়। “যে কোন কারণেই হোক না কেন, কারারুদ্ধের ব্যবধান সম্ভবত বেড়েই যাবে।” (g95 6/22)

বিশ্ববিদ্যালয়গুলি বিপদের সম্মুখীন

“আফ্রিকার উপেক্ষিত বিশ্ববিদ্যালয়গুলি প্রায় ভেঙে পড়ার মত অবস্থায় রয়েছে,” জোহ্যান্সবার্গের উইকেন্ডস্টার এই রিপোর্ট দেয়। যথেষ্ট অর্থ না থাকার দরুন, কয়েকটি মাত্র কমপিউটার রয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে টেলিফোনের লাইন কেটে দেওয়া হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে ৩৫,০০০ হাজার রেজিস্ট্রিকৃত ছাত্রেরা আছে কিন্তু এটি প্রথমে তৈরি হয়েছিল কেবল ৫,০০০ জন ছাত্রের জন্য। একসময় উগান্ডার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এখন লেকচারের পদে মাত্র অর্ধেক ব্যক্তি রয়েছে। এই ক্যাম্পাসে লেকচারারের বেতন হচ্ছে প্রতি মাসে প্রায় ১৯ ডলার। কিছু বিশ্ববিদ্যালয় মাসের পর মাস ধরে বন্ধ রয়েছে লেকচারার অথবা ছাত্রদের ধর্মঘটের জন্য। কেনিয়ার একজন অধ্যাপক লক্ষ্য করেন যে: “আফ্রিকার এই শিক্ষাগত আত্ম-ধ্বংস খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে।” (g95 7/8)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার