ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g০০ ৭/৮ পৃষ্ঠা ৩
  • প্রচার অভিযান—বিপদজনক হতে পারে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রচার অভিযান—বিপদজনক হতে পারে
  • ২০০০ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার মনের বিরুদ্ধে করা যুদ্ধে জয়ী হোন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • কথার মারপ্যাঁচ
    ২০০০ সচেতন থাক!
  • সূচিপত্র
    ২০০০ সচেতন থাক!
  • প্রচার অভিযানের শিকার হবেন না!
    ২০০০ সচেতন থাক!
আরও দেখুন
২০০০ সচেতন থাক!
g০০ ৭/৮ পৃষ্ঠা ৩

প্রচার অভিযান—বিপদজনক হতে পারে

“মিথ্যে হয়তো সারা জগৎ ঘুরে চলে এল আর সত্যি ততক্ষণ জুতোর ফিতে বাঁধতেই ব্যস্ত।”—মার্ক তোয়াইন কথিত।

“অসভ্য যিহুদি, তোর এতবড় সাহস!” সাত বছরের এক ছাত্রের গালে ঠাস করে একটা চড় মেরে দিদিমনি এই কথাগুলো বলেছিলেন। তিনি তার ক্লাসের বাচ্চাদের লাইন করে দাঁড় করিয়ে তার মুখে থুতু ফেলতে বলেছিলেন।

আসলে এই ছাত্র ছিল দিদিমনির ভাইপো। তাই দিদিমনি খুব ভালভাবেই জানতেন যে সে ও তার মাবাবা যিহুদি নন বা যিহুদি ধর্মেরও নন। তারা হচ্ছেন যিহোবার সাক্ষি। সেই জন্য দিদিমনি তাকে ভালবাসতেন না আর তাকে ‘অসভ্য যিহুদি’ বলে চড় মেরেছিলেন। কারণ সেই সময়ে যিহুদিদের লোকেরা ঘৃণা করত। এছাড়াও সেখানকার গির্জার পাদ্রিরা এই দিদিমনি ও ছাত্রছাত্রীদের মনে যিহুদিদের বিরুদ্ধে ঘৃণা ঢুকিয়ে দিয়েছিল। এই ছেলের মাবাবাকেও মিথ্যে দোষ দেওয়া হয়ছিল কখনও কমিউনিস্ট বলে কখনও আমেরিকার হয়ে গুপ্তচরের কাজ করে বলে।

কোন বিশেষ ধর্ম বা জাতির লোকেদের ঘৃণার চোখে দেখা নতুন কিছু নয়। আজ থেকে প্রায় ৬০ বছর আগে জার্মানি আর আশেপাশের দেশগুলোতে যিহুদিদের বিরুদ্ধে মিথ্যে প্রচার অভিযান চালিয়ে তাদের ওপর দোষ চাপানো হয়েছিল। তাদের বিষয়ে কত কত মিথ্যে কথা রটানো হয়েছিল। এইজন্যই লোকেরা মনে করেছিল যে তাদের ধ্বংস করে দেওয়া খুবই দরকারি। এই মিথ্যে প্রচার অভিযানের কারণেই হিটলার নাৎসী কনসেনট্রেশন ক্যাম্পে যিহুদিদের ওপর অকথ্য অত্যাচার করেছিল আর ৬০ লাখ যিহুদিদের গ্যাস চেম্বারে মেরে ফেলেছিল।

বিশেষ কোন ধর্ম বা জাতির বিরুদ্ধে ঘৃণা উৎপন্ন করা ছাড়াও আজকে অন্যদের ফাঁদে ফেলার বা লোকেদের মন ভোলানোর জন্য লোকেরা প্রচার অভিযান চালায়। প্রচার অভিযান কিছু চিহ্ন দিয়েও চালানো যায়। যেমন সোয়াস্তিকা বা কোন পতাকা। নেতা, পাদ্রি, ব্যবসায়ী, সাংবাদিক, রেডিও, টিভির তারকারা তাদের কথা দিয়ে লোকেদের চিন্তা ও কাজ করার ধরণকে বদলে দেয়।

এটা ঠিক যে প্রচার অভিযান সমাজের ভালর জন্যও চালানো যায় যেমন পণপ্রথা, শিশুশ্রমিক ও ড্রাগের বিরুদ্ধে প্রচার অভিযান চালিয়ে অনেক ভাল ফল পাওয়া গেছে। কিন্তু বেশির ভাগ সময়ই খারাপ কাজের জন্য প্রচার অভিযান চালানো হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে সিগারেট, মদের বিজ্ঞাপন লোকেদের এগুলো খেতে উস্কায়। এগুলোর বিষয়ে গবেষক এন্টনি প্রাতকানিস ও এলিয়েট এ্যরনসন বলেন: ‘প্রত্যেক দিন আমরা হাজার হাজার বিজ্ঞাপন দেখি। এগুলো সমাজের ভালর জন্যই হোক বা খারাপের জন্য একটা কথা কিছুতেই অস্বীকার করা যায় না যে আমাদের যুগ প্রচার অভিযানের যুগ।’

গত শতাব্দীতে প্রচার অভিযান লোকেদের চিন্তা ও কাজের ওপর কতটা ছাপ ফেলেছে? আপনি মিথ্যে প্রচার অভিযান থেকে কীভাবে বাঁচতে পারেন? আমরা কি কোথাও থেকে এমন কোন তথ্য জানতে পারি যার ওপর আমরা পুরোপুরি নির্ভর করতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর পরের প্রবন্ধ দেবে।

[৩ পৃষ্ঠার চিত্র]

মিথ্যে প্রচার অভিযান চালিয়ে জার্মানিতে যিহুদিদের বিরুদ্ধে ঘৃণা উৎপন্ন করা হয়েছিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার