ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g০২ ৭/৮ পৃষ্ঠা ৩১
  • শুনুন এবং শিখুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শুনুন এবং শিখুন
  • ২০০২ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রেমের সঙ্গে শোনার দক্ষতা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মহান শিষ্যকরণকারীকে অনুকরণ করুন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • খণ্ড ১
    ঈশ্বরের কথা শুনুন
  • শ্রবণে ইচ্ছুক ব্যক্তিকে কিভাবে আমি পেতে পারি?
    ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০২ সচেতন থাক!
g০২ ৭/৮ পৃষ্ঠা ৩১

শুনুন এবং শিখুন

“আমরা যা কিছু শিখেছি এর ৮৫ ভাগ শুনেই শিখেছি,” টরেন্টো স্টার খবরের কাগজের একটা রিপোর্ট বলে। যদিও আমাদের জীবনের অনেকটা সময়ই আমরা শোনার জন্য ব্যয় করি কিন্তু আমরা নানা বিষয় চিন্তা করি অথবা অন্যমনস্ক হই বা যা শুনি এর ৭৫ ভাগই ভুলে যাই। এই লক্ষণীয় পরিসংখ্যান দেখায় যে, শোনার ক্ষেত্রে আমাদের উন্নতি করা দরকার।

রিপোর্টে বলা হয়েছে, ‘শোনার ক্ষেত্রে দক্ষ না হওয়ার জন্যই মূলত সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে।’ রিবিকা শাফির নামে একজন রোগ বিশারদ ও ভাববিনিময় সংক্রান্ত বিশেষজ্ঞা বিশ্বাস করেন যে, এই কারণেই আত্মহত্যা, স্কুলে দৌরাত্ম্য, পরিবারে ভাঙন এবং নেশাকর ওষুধের অপব্যবহারের মতো ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে।

সমাজ বিজ্ঞানীরা দেখেছেন যে, লোকেদের শোনার ধরন বিভিন্ন। কেউ কেউ লোকেদের সম্বন্ধে শুনতে চায় এবং কোন একটা বিষয় সম্বন্ধে সমস্ত আগ্রহজনক বিবরণ বিস্তারিত শুনতে পছন্দ করে। অন্যেরা আবার কোন ঘটনা সম্বন্ধে শুনতে আগ্রহী এবং বক্তার কাছ থেকে শুধু মূল ঘটনাটাই জানতে চায়। স্টার পত্রিকা মন্তব্য করে, ‘অতএব আমরা বলতে পারি যে, লোকেদের সম্বন্ধে শুনতে আগ্রহী এমন ব্যক্তি এবং ঘটনা সম্বন্ধে শুনতে আগ্রহী এমন ব্যক্তি কথাবার্তা বললে তাতে কোন ফলই আসবে না।’

তাই উপযুক্ত কারণেই যীশু জোর দিয়ে বলেছিলেন, “দেখিও, তোমারা কিরূপে শুন।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (লূক ৮:১৮) মনোযোগ দিয়ে শোনাটা ভাল আচরণের প্রকাশ। গঠনমূলক কথাবার্তার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোচনার সময় কীভাবে শুনতে হয় সেই বিষয়ে ব্যবহারিক কিছু পরামর্শের মধ্যে রয়েছে যেকোন বিক্ষেপকে তুচ্ছ করা, কিছুটা সামনের দিকে হেলে আসা আর সরাসরি চোখের মাধ্যমে যোগাযোগ করে উত্তর দেওয়া ও মাথা নেড়ে সম্মতি জানানো। যেহেতু আমাদের শেখার বিষয়টা বলতে গেলে অনেকটাই মন দিয়ে শোনার ওপর নির্ভর করে, তাই মনোযোগ দেওয়া হল এমন কিছু যে-বিষয়টার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে।(g০২ ৪/৮)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার