বিশ্ব নিরীক্ষা
বিশ্ব
ক্ষুধা নির্মূল করা মানে শুধুই খাদ্য উৎপাদন করা নয়। পরিসংখ্যান দেখায় যে, বর্তমানে চাষিরা যতটা খাদ্য উৎপন্ন করে, তা দিয়ে এখনকার জনসংখ্যার চেয়ে ৫০০ কোটি বেশি লোককে অর্থাৎ ১২০০ কোটি লোককে খাওয়ানো যেতে পারে। কিন্তু প্রধান সমস্যাগুলোর সৃষ্টি হয় আর্থিক লাভ, বন্টন ব্যবস্থা ও অপচয়ের ফলে।
আর্জেন্টিনা
আর্জেন্টিনায় প্রতি পাঁচ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে তিন জন তাদের কর্মস্থলে বিভিন্ন চাপ ও অপরাধের কারণে কাজ থেকে ছুটি চায়।
চিন
এটা মনে হয় যে, চিনের দুই-তৃতীয়াংশ শহর, বাতাসের বিশুদ্ধতা সম্বন্ধীয় সরকারের নতুন মান পূরণ করতে পারবে না, যা ২০১৬ সাল থেকে কার্যকর হবে। এ ছাড়াও দেখা গিয়েছে যে, বেশিরভাগ সময়ে মাটির তলা থেকে যে জল পাওয়া যায়, তা “খারাপ অথবা একেবারেই খারাপ।”
ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র
অর্থ দফতরের কর্মীদের ওপর করা এক সমীক্ষায় উত্তরদাতাদের মধ্যে প্রতি চার জনের মধ্যে একজন (২৪ শতাংশ) মনে করেন যে, ‘সফল হওয়ার জন্য তাদের হয়তো নীতিহীন বা বেআইনি কাজ করার প্রয়োজন হতে পারে।’ ১৬ শতাংশ স্বীকার করে যে, “যদি ধরা পড়ার ভয় না থাকত” তবে তারাও হয়তো কোনো অপরাধে জড়িয়ে পড়ত।
দক্ষিণ কোরিয়া
শীঘ্রই, পরিবারের সাথে বাস না করে একা একা থাকার বিষয়টা দক্ষিণ কোরিয়ার লোকেদের কাছে এক সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে।(g১৩-E ০৩)