বাইবেলের দৃষ্টিভঙ্গি
ঈশ্বর কেমন
ঈশ্বরের কোন ধরনের দেহ আছে?
“ঈশ্বর আত্মা।”—যোহন ৪:২৪.
বাইবেল যা বলে
বাইবেল ঈশ্বরকে একজন আত্মিক ব্যক্তি হিসেবে বর্ণনা করে। (২ করিন্থীয় ৩:১৭) তাই, তিনি আমাদের থেকে অনেক মহান এবং আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করতে পারি না। ১ তীমথিয় ১:১৭ পদ তাঁকে “যুগপর্য্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য” হিসেবে বর্ণনা করে। বাইবেল আরও বলে: “ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই।”—১ যোহন ৪:১২.
আমাদের সৃষ্টিকর্তা আমাদের চেয়ে এতই মহান যে, তিনি দেখতে কেমন তা এমনকী কল্পনা করতে শুরু করার সাধ্যও আমাদের নেই। যিশাইয় ৪০:১৮ পদ বলে: “তোমরা কাহার সহিত ঈশ্বরের তুলনা দিবে? তাঁহার সদৃশ বলিয়া কি প্রকার মূর্ত্তি উপস্থিত করিবে?” এমনকী বিস্ময় জাগিয়ে তোলার মতো বিশাল আকাশমন্ডলও সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ম্লান হয়ে যায়।—যিশাইয় ৪০:২২, ২৬.
অথচ এমন অনেক বুদ্ধিবিশিষ্ট প্রাণী রয়েছে, যারা ঈশ্বরকে দেখতে পায় এবং সরাসরি তাঁর সঙ্গে কথা বলে। কীভাবে? কারণ তারাও আত্মিক প্রাণী ও স্বর্গে বাস করে। (১ রাজাবলি ২২:২১; ইব্রীয় ১:৭) এই অতিমানবীয় প্রাণী যাদের স্বর্গদূতও বলা হয়, তাদের সম্বন্ধে যিশু খ্রিস্ট বলেছিলেন: “দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন।”—মথি ১৮:১০.
ঈশ্বর কি সর্বত্র বিরাজমান?
“অতএব তোমরা এই মত প্রার্থনা করিও; হে আমাদের স্বর্গস্থ পিতঃ।”—মথি ৬:৯.
বাইবেল যা বলে
বাইবেল শিক্ষা দেয় না যে, ঈশ্বর সর্বত্র বিরাজমান বা প্রাকৃতিক শক্তির মতো সব জায়গায় সবসময় রয়েছেন। বরং মথি ৬:৯ ও ১৮:১০ পদে পাওয়া যিশুর কথা অনুযায়ী ঈশ্বর হলেন একজন ব্যক্তি—একজন ‘পিতা’—আর তিনি তাঁর “নিবাস-স্থান” স্বর্গে বাস করেন।—১ রাজাবলি ৮:৪৩.
তাঁর জীবনের শেষের দিকে যিশু বলেছিলেন: “আমি . . . জগৎ পরিত্যাগ করিতেছি, এবং পিতার নিকটে যাইতেছি।” (যোহন ১৬:২৮) পৃথিবীতে মানুষ হিসেবে মারা যাওয়ার এবং একজন আত্মিক ব্যক্তি হিসেবে পুনরুত্থিত হওয়ার পর খ্রিস্ট “স্বর্গেই প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন।”—ইব্রীয় ৯:২৪.
ঈশ্বর সম্পর্কে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। কেন? একটা বিষয় হল, যেহেতু ঈশ্বর হলেন একজন ব্যক্তি তাই আমরা তাঁর সম্বন্ধে শিখতে ও তাঁর নিকটবর্তী হতে পারি। (যাকোব ৪:৮) আবার, ঈশ্বর সম্বন্ধে সত্য জানা আমাদেরকে মিথ্যা উপাসনা যেমন, নিষ্প্রাণ প্রতিমা ও বস্তুকে উপাসনা করা থেকে সুরক্ষিত করে। ১ যোহন ৫:২১ পদ বলে: “বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা কর।”
কীভাবে মানুষেরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট?
“ঈশ্বর আপনার প্রতিমূর্ত্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন; ঈশ্বরের প্রতিমূর্ত্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।”—আদিপুস্তক ১:২৭.
বাইবেল যা বলে
মানুষ হিসেবে আমাদের ঈশ্বরের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত করার ক্ষমতা রয়েছে, যেমন তাঁর প্রেম, ন্যায়বিচার এবং প্রজ্ঞা। আসলে বাইবেল বলে: “প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও আর প্রেমে চল।”—ইফিষীয় ৫:১, ২.
এ ছাড়া, ঈশ্বর আমাদেরকে স্বাধীন ব্যক্তি হিসেবে সৃষ্টি করেছেন, যা আমাদেরকে ভালো-মন্দ বাছাই করতে আর বিভিন্ন উপায়ে অন্যদের প্রতি প্রেম দেখাতে সমর্থ করে।(১ করিন্থীয় ১৩:৪-৭) এ ছাড়াও আমাদের নতুন কিছু তৈরি করার, সৌন্দর্য উপভোগ করার এবং চারিদিকের অপূর্ব জগৎ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকার ক্ষমতা রয়েছে। সবচেয়ে বড়ো বিষয় হল, আমাদের মধ্যে আধ্যাত্মিক চাহিদা অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা ও আমাদের জন্য তাঁর ইচ্ছা সম্বন্ধে জানার স্বাভাবিক আকাঙ্ক্ষা রয়েছে। —মথি ৫:৩.
যেভাবে বাইবেলের সত্য আপনাকে সাহায্য করতে পারে। ঈশ্বর সম্বন্ধে আমরা যত বেশি জানি ও তাঁকে অনুকরণ করি, ততই আমরা তাঁর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি। এর ফলাফল হিসেবে আমরা জীবনে অনেক আনন্দ সেইসঙ্গে সত্যিকারের পরিতৃপ্তি, মানসিক শান্তি আর সন্তুষ্টি পেয়ে থাকি। (যিশাইয় ৪৮:১৭, ১৮) হ্যাঁ, ঈশ্বর জানেন যে, তাঁর অপূর্ব গুণগুলো মানুষের হৃদয় স্পর্শ করে, সৎহৃদয়ের ব্যক্তিদের তাঁর দিকে আকৃষ্ট করে এবং তাদেরকে অনন্তজীবনের পথে নিয়ে যায়।—যোহন ৬:৪৪; ১৭:৩. ◼ (g১৩-E ০৫)