ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৭ নং ৩ পৃষ্ঠা ১০-১১
  • যখন সন্তানরা আর বাবা-মায়ের সঙ্গে থাকে না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যখন সন্তানরা আর বাবা-মায়ের সঙ্গে থাকে না
  • ২০১৭ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রতিদ্বন্দ্বিতা
  • যে-কারণে এটা হয়ে থাকে
  • আপনি যা করতে পারেন
  • বিয়ে সম্বন্ধে বাইবেল কী বলে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • কীভাবে দীর্ঘসময়ের দাম্পত্য জীবনে বিবাহবিচ্ছেদ এড়ানো যায়?
    পরিবারের জন্য সাহায্য
  • বাবা-মায়েরা—আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসার জন্য প্রশিক্ষণ দিন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • ‘বিবাহ আদরণীয় হউক’
    “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর”
আরও দেখুন
২০১৭ সজাগ হোন!
g১৭ নং ৩ পৃষ্ঠা ১০-১১
একজন স্বামী ঘরের এক দিকে বসে টেলিভিশন দেখছেন আর অন্য দিকে তার স্ত্রী বসে সেলাই করছেন

পরিবারের জন্য সাহায্য | বিয়ে

যখন সন্তানরা আর বাবা-মায়ের সঙ্গে থাকে না

প্রতিদ্বন্দ্বিতা

সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হয় এবং পরিবার ছেড়ে অন্য জায়গায় থাকে, তখন বাবা-মায়েরা প্রায়ই তাদের জীবনের সবচেয়ে বড়ো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়। ঘরে যখন কোনো সন্তান থাকে না, তখন বলতে গেলে পরস্পরকে তাদের অপরিচিত বলে মনে হয়। এই বিষয়ে পরিবার বিশেষজ্ঞ এম. গ্যারি নিউম্যান লেখেন, ‘আমি এমন বহু লোককে পরামর্শ দিয়েছি, যারা বুঝে উঠতে পারছিল না যে, কীভাবে তাদের বিবাহসাথির সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করবে। সন্তানরা তাদের সঙ্গে আর না থাকায়, তারা একে অন্যের সঙ্গে খুব কম কথা বলে কিংবা একসঙ্গে সামান্যই কাজ করে।’a

আপনার পরিবারেও কি এইরকম কিছু ঘটেছে? যদি তা-ই হয়, আপনি আপনার বিবাহসাথির সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতে পারেন। তবে প্রথমে আসুন, আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলো আপনার ও আপনার বিবাহসাথির মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য দায়ী।

যে-কারণে এটা হয়ে থাকে

বহু বছর ধরে সন্তানরা অগ্রাধিকার পেয়ে এসেছে। ভালো উদ্দেশ্য নিয়েই বহু বাবা-মা তাদের বিবাহসাথির চেয়ে তাদের সন্তানদের প্রয়োজনীয়তাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ফল স্বরূপ, তারা বাবা কিংবা মায়ের ভূমিকা পালন করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে, স্বামী ও স্ত্রী হিসেবে তাদের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, সেটা ভুলে যায়; আর সন্তানরা যখন বাবা-মাকে ছেড়ে অন্য জায়গায় থাকে, তখন এই সত্যটাই প্রকট হয়ে ওঠে। ৫৯ বছর বয়সি একজন স্ত্রী বলেন, ‘সন্তানরা যখন আমাদের কাছে ছিল, তখন আমরা অন্তত একসঙ্গে কোনো কাজ করতাম। কিন্তু, তারা চলে যাওয়ার পর, আমরা যেন দু-জন দুই গ্রহের বাসিন্দা হয়ে গিয়েছিলাম।’ একটা সময়ে তিনি এমনকী তার স্বামীকে বলেছিলেন: “তোমাকে দেখলে আমার বিরক্ত লাগে।”

কোনো কোনো দম্পতি জীবনের এই নতুন অধ্যায়কে মেনে নিতে প্রস্তুত থাকে না। এম্পটি নেসটিং নামক একটা বই অনুযায়ী, “অনেক দম্পতির ক্ষেত্রে এমনটা মনে হয়, তারা যেন নতুন বিয়ে করেছে।” অনেক স্বামী ও স্ত্রী মনে করে, তাদের মধ্যে খুব কম বিষয়েই মিল রয়েছে আর তাই তারা নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। এর ফলে, তারা বিবাহসাথি হিসেবে নয় বরং শুধুমাত্র একই ঘরের বাসিন্দা হিসেবে বসবাস করে।

কিন্তু সুখবর হল, আপনি এই ফাঁদগুলো এড়াতে পারেন। আর আপনি এমনকী জীবনের এই নতুন অধ্যায়ে যে-উপকারগুলো রয়েছে, সেগুলো উপভোগ করতে পারেন। এই প্রচেষ্টায় বাইবেল আপনাকে সাহায্য করতে পারে। আসুন দেখি, কীভাবে।

আপনি যা করতে পারেন

পরিবর্তন মেনে নিন। প্রাপ্তবয়স্ক সন্তানদের বিষয় বাইবেল জানায়: ‘মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিবে।’ (আদিপুস্তক ২:২৪) বাবা-মা হিসেবে আপনাদের লক্ষ্য ছিল, সন্তানদের সেই সময়ের জন্য প্রস্তুত করা আর এমন দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করা, যেগুলো তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করবে। সেই দৃষ্টি দিয়ে দেখলে, আপনার সন্তানরা যখন আপনাদের ছেড়ে অন্য জায়গায় থাকে, তখন সেটার জন্য আপনারা সত্যিই গর্বিত হতে পারেন।—বাইবেলের নীতি: মার্ক ১০:৭.

এটা ঠিক, আপনি সবসময়ই আপনার সন্তানদের বাবা কিংবা মা থাকবেন। কিন্তু, এখন আপনার ভূমিকা ম্যানেজার নয় বরং পরামর্শদাতার মতো। এই নতুন সম্পর্ক সন্তানদের সঙ্গে আপনাকে ঘনিষ্ঠ বন্ধন বজায় রাখতে আর সেইসঙ্গে আপনার বিবাহসাথির প্রতি প্রাথমিক মনোযোগ বজায় রাখতে সাহায্য করে।b—বাইবেলের নীতি: মথি ১৯:৬.

আপনার উদ্‌বিগ্নতার বিষয় জানান। আপনার বিবাহসাথিকে বলুন, কীভাবে জীবনের এই পরিবর্তন আপনাকে প্রভাবিত করেছে আর আপনার বিবাহসাথি যদি তার অনুভূতি জানাতে চায়, তা হলে মন দিয়ে তা শুনুন। ধৈর্যশীল হোন ও বিবেচনা দেখান। স্বামী ও স্ত্রী হিসেবে আপনাদের সম্পর্ক শক্তিশালী করার জন্য হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু তা করে চলার ফলে আপনার প্রচেষ্টা সার্থক হবে।—বাইবেলের নীতি: ১ করিন্থীয় ১৩:৪.

একসঙ্গে নতুন কিছু করুন। দু-জনে অনুধাবন করতে চান এমন লক্ষ্যগুলো নিয়ে কথা বলুন কিংবা একসঙ্গে কোনো নতুন আগ্রহজনক কাজ করার উপায় খুঁজুন। সন্তান লালনপালন করায় আপনারা অনেক ব্যাবহারিক প্রজ্ঞা লাভ করেছেন। অন্যদের সাহায্য করার জন্য সেগুলো ব্যবহার করুন না কেন?—বাইবেলের নীতি: ইয়োব ১২:১২.

আপনার প্রতিশ্রুতিকে পুনরায় শক্তিশালী করুন। সেই গুণাবলি নিয়ে চিন্তা করুন, যেগুলো আপনাদের পরস্পরের প্রতি আকৃষ্ট করেছিল। দম্পতি হিসেবে কত সময় আপনারা একসঙ্গে অতিবাহিত করেছেন, কত ঝড়ঝাপটা কাটিয়ে এসেছেন, তা স্মরণ করুন। অবশেষে, আপনার জীবনের এই নতুন অধ্যায় আপনি ভালোভাবেই কাটাতে পারেন। আসলে, দু-জনের এই সম্মিলিত প্রচেষ্টা আপনাদের বিয়ের গুণগত মানকে উন্নত করতে সাহায্য করে এবং বিবাহিত জীবনের শুরুতে যে-প্রেম আপনাদের ঘনিষ্ঠ হতে সাহায্য করেছিল, তা পুনরায় গড়ে তোলার সুযোগ করে দেয়।

a ইমোশোনাল ইনফিডিলিটি নামক বই থেকে।

b আপনি যদি এখনও সন্তানদের বড়ো করে তুলছেন, তা হলে মনে রাখবেন, বিবাহসাথির সঙ্গে আপনি “একাঙ্গ।” (মার্ক ১০:৮) সন্তানরা যখন দেখে, তাদের বাবা-মায়ের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে, তখন তারা বিশেষভাবে নিজেদের সুরক্ষিত বলে মনে করে।

মূল শাস্ত্রপদ

  • ‘মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিবে।’​—মার্ক ১০:৭.

  • “ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক।”​—মথি ১৯:৬.

  • “প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর।”​—১ করিন্থীয় ১৩:৪.

  • “প্রাচীনদের নিকটে প্রজ্ঞা আছে।”​—ইয়োব ১২:১২.

সালভাটোর ও অরোরা

সালভাটোর ও অরোরা

“আমরা উপলব্ধি করতে পেরেছি, আমাদের হাতে এখন প্রচুর সময় রয়েছে এবং আমাদের সেটার সদ্‌ব্যবহার করা উচিত। আর তাই, আমরা সেইসমস্ত ব্যক্তিকে সাহায্য করার সিদ্ধান্ত নিই, যাদের পরিবারে সন্তান রয়েছে এবং যারা অপেক্ষাকৃত কমবয়সি দম্পতি। অন্যদের সাহায্য করতে এবং তাদের কাছে আমাদের অভিজ্ঞতার কথা বলতে আমাদের ভালো লাগে।”

কার্লো ও ক্যাটরিনা

কার্লো ও ক্যাটরিনা

“আমাদের জীবন পরিবর্তিত হয়েছে, তা মেনে নিতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। অনেক বছর ধরে, আমরা প্রধানত সন্তানদের নিয়েই কথা বলতাম। এখন একসঙ্গে কোনো কাজ করার সময়, আমরা ধীরে ধীরে পরস্পরের সঙ্গে কথা বলতে ও নিজেদের আগ্রহের বিষয় ব্যক্ত করতে অভ্যস্ত হচ্ছি।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার