ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g১৯ নং ২ পৃষ্ঠা ৪-৫
  • আত্মসংযমী হওয়ার উপকারিতা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আত্মসংযমী হওয়ার উপকারিতা
  • ২০১৯ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আত্মসংযমী হওয়ার অর্থ কী?
  • কেন আত্মসংযমী হওয়া গুরুত্বপূর্ণ?
  • যেভাবে আত্মসংযমী হতে শেখাবেন
  • সন্তানদের আত্মসংযমী হতে শেখানো
    ২০১৫ সচেতন থাক!
  • ইন্দ্রিয়দমন গড়ে তুলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • পুরস্কার লাভ করার জন্য ইন্দ্রিয়দমন অনুশীলন করুন!
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার জ্ঞানে ইন্দ্রিয়দমন জোগান
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৯ সজাগ হোন!
g১৯ নং ২ পৃষ্ঠা ৪-৫
একটা ছোটো ছেলে একটা দোকান থেকে লজেন্স নেওয়ার চেষ্টা করছে আর তার মা তাকে মানা করছেন

শিক্ষা ১

আত্মসংযমী হওয়ার উপকারিতা

আত্মসংযমী হওয়ার অর্থ কী?

আত্মসংযমী হওয়ার অর্থ হল

  • ধৈর্য ধরা

  • প্রলোভন প্রতিরোধ করা

  • প্রয়োজনীয় অথচ পছন্দ নয় এমন কাজগুলো শেষ করা

  • নিজের চেয়ে অন্যদের বেশি প্রাধান্য দেওয়া

কেন আত্মসংযমী হওয়া গুরুত্বপূর্ণ?

যে-সন্তানদের আত্মসংযম বেশি থাকে, তারা প্রলোভন প্রতিরোধ করতে পারে, এমনকী যদিও সেগুলোকে কিছু সময়ের জন্য উপভোগ্য বলে মনে হতে পারে। এর বিপরীতে যাদের আত্মসংযম কম থাকে, তারা

  • প্রচণ্ড রেগে যায়

  • বিষণ্ণতায় ভোগে

  • ধূমপান করে এবং মদ অথবা ড্রাগের অপব্যবহার করে

  • অস্বাস্থ্যকর খাবার বেশি খায়

একটা গবেষণা দেখায়, যে-সন্তানরা বেশি আত্মসংযমী হয়, তারা জীবনে পরবর্তী সময়ে স্বাস্থ্যগত ও আর্থিক ভাবে কম সমস্যার মুখোমুখি হয়ে থাকে, আর সেইসঙ্গে তাদের একজন আইন মান্যকারী নাগরিক হিসেবেও পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাঞ্জেলা ডাকর্থ বলেন: “আত্মসংযমী হওয়া আপনার জন্য কখনোই ক্ষতিকারক নয়।”

যেভাবে আত্মসংযমী হতে শেখাবেন

না বলতে শিখুন আর সেই অনুসারে কাজ করুন।

বাইবেলের নীতি: “তোমাদের কথা হাঁ, হাঁ, না, না, হউক।”—মথি ৫:৩৭.

সন্তানরা যা চায় তা পাওয়ার জন্য বা করার জন্য সবার সামনে কান্নাকাটি করতে পারে। কিন্তু বাবা-মা যদি সঙ্গেসঙ্গে তাদেরকে সেটা দিয়ে দেন তাহলে সন্তানরা শেখে যে, তারা যদি কান্নাকাটি করে তা হলে তারা যা চাইবে, তা-ই পাবে।

অন্যদিকে বাবা-মা যদি না বলেন আর তাদের সেটা না দেয়, তাহলে সন্তানরা জীবনের একটা মৌলিক সত্য শিখতে পারবে তা হল, আমরা যা চাই, তা সবসময় পাই না। ডাক্তার ডেভিড ওয়েল্‌স বলেন: ‘এই সত্যটা যারা শেখে তারা জীবনে আরও সুখী হতে পারে। সন্তানদের বড়ো করে তোলার সময় আমরা যদি তাদের এটা শেখাই যে, তারা সবসময় যা চাইবে তা-ই পাবে, তা হলে তাদের প্রতি আমরা ভালোবাসা দেখাচ্ছি না।’a

আপনার সন্তান যা চায় আপনি যদি সবসময় তা না দেন, তা হলে ভবিষ্যতে আপনার সন্তান আরও বেশি আত্মসংযমী হতে পারবে। বিশেষ করে ড্রাগের অপব্যবহার, বিয়ের আগে যৌন সম্পর্ক বা অন্যান্য ক্ষতিকর বিষয়গুলোর ক্ষেত্রে সে আত্মসংযমী হতে পারবে।

আপনার সন্তানকে ভালো ও মন্দ কাজের পরিণতি সম্বন্ধে বুঝতে সাহায্য করুন।

বাইবেলের নীতি: “মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।”—গালাতীয় ৬:৭.

আপনার সন্তানের এটা জানা প্রয়োজন যে, প্রতিটা কাজের একটা পরিণতি রয়েছে আর তাই আত্মসংযমী না হলে এর পরিণতি খারাপ হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনার ছেলে সহজেই রেগে যায়, তা হলে লোকেরা তার সঙ্গে মেলামেশা করতে চাইবে না। অন্যদিকে, প্ররোচনার সামনে সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করার—কিংবা অন্যকে বাধা না দিয়ে বরং ধৈর্য ধরে অপেক্ষা করার—ক্ষমতা গড়ে তোলে, তা হলে লোকেরা তাকে পছন্দ করবে। আপনার সন্তানকে এটা বুঝতে সাহায্য করুন, সে যদি আত্মসংযমী হয়, তা হলে আরও উত্তম জীবনযাপন করতে পারবে।

আপনার সন্তানকে নির্ণয় করতে শেখান, কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ।

বাইবেলের নীতি: “যাহা যাহা শ্রেয়ঃ” বা বেশি গুরুত্বপূর্ণ, ‘তাহা পরীক্ষা করিয়া চিন।’—ফিলিপীয় ১:১০, পাদটীকা।

আত্মসংযমী হওয়ার অর্থ খারাপ কাজ করা থেকে কেবল বিরত থাকাই নয় বরং পছন্দ না হলেও প্রয়োজনীয় কাজগুলো করা। আপনার সন্তানদের এটা শেখা প্রয়োজন যে, কীভাবে নির্ণয় করতে হয়, কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কীভাবে সেগুলো প্রথমে করতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, খেলাধূলা করার আগে তাদের হোমওয়ার্ক শেষ করা উচিত।

উত্তম উদাহরণ স্থাপন করুন।

বাইবেলের নীতি: “কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি, তোমরাও তদ্রূপ কর।”—যোহন ১৩:১৫.

অপ্রীতিকর পরিস্থিতিতে আপনি কেমন প্রতিক্রিয়া দেখান, সেটা আপনার সন্তান লক্ষ করবে। আপনার উদাহরণের মাধ্যমে দেখান যে, আত্মসংযমী হওয়ার দ্বারা উত্তম ফলাফল লাভ করা যায়। চিন্তা করে দেখুন যে, আপনার সন্তান যখন কোনো ভুল কাজ করে, তখন আপনি কি রেগে যান, না শান্ত থাকেন?

a না: সব বয়সের বাচ্চাদের কেন এটা শোনা প্রয়োজন এবং যেভাবে বাবা-মায়েরা এটা বলতে পারেন (ইংরেজি) নামক বই থেকে নেওয়া হয়েছে।

একটা ছোটো ছেলে একটা দোকান থেকে লজেন্স নেওয়ার চেষ্টা করছে আর তার মা তাকে মানা করছেন

এখনই প্রশিক্ষণ দিন

এখন আপনার সন্তানকে না বলা, ভবিষ্যতে—যেমন, সে ড্রাগ নেওয়ার অথবা ক্ষতিকর কাজকর্মে জড়িত হওয়ার জন্য প্রলোভিত হলে, তাকে সাহায্য করবে

উদাহরণের মাধ্যমে শেখান

  • আমার সন্তান কি দেখে যে, অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করার সময় আমি শান্ত থাকি?

  • আমার সন্তানকে কি আমি ব্যাখ্যা করেছি যে, কেন আমি শান্তভাবে সমস্যার মোকাবিলা করি?

  • আমার সন্তানের চোখে আমি কেমন ব্যক্তি—যে হঠাৎ করে রেগে যায় এমন একজন, না কি একজন আত্মসংযমী ব্যক্তি?

অনেক বাবা-মা যা বলেন . . .

“আমরা এই বিষয়ে লক্ষ রাখতাম যে, আমাদের মেয়ে রেগে গেলেও সে যেন তার রাগ অন্যদের কাছে প্রকাশ না করে। আর সে যদি তার রাগকে দমন করতে না পারত, তাহলে তাকে অন্যদের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হত আর যতক্ষণ পর্যন্ত না সে শান্ত হত ততক্ষণ পর্যন্ত তাকে তাদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া হত না।”—থেরেসা।

“আমি ও আমার স্ত্রী যখন আমাদের সন্তানদের ব্যবহারে খুশি হতাম, তখন তাদের তা জানাতাম। তারা যখন কঠিন পরিস্থিতির মধ্যে আত্মসংযম দেখাত, তখন আমরা তাদের প্রশংসা করতাম।”—ওয়েন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার