ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g20 নং ১ পৃষ্ঠা ৫-৭
  • চাপ কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • চাপ কী?
  • ২০২০ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভালো ও মন্দ চাপ
  • সূচিপত্র
    ২০২০ সজাগ হোন!
  • আপনি কি চাপের মধ্যে রয়েছেন?
    ২০২০ সজাগ হোন!
  • যেভাবে চাপের সঙ্গে মোকাবিলা করা যায়
    ২০২০ সজাগ হোন!
২০২০ সজাগ হোন!
g20 নং ১ পৃষ্ঠা ৫-৭
একজন ব্যবসায়ী দৌড়ে গিয়ে অফিসের সিঁড়িতে উঠছেন।

চাপ থেকে স্বস্তি খুঁজে পান

চাপ কী?

কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সময় আমাদের শরীরের উপর যে-প্রভাব পড়ে, তখন সেটাকে চাপ বলে। সবচেয়ে প্রথমে আপনার মস্তিষ্ক শরীরের সমস্ত অংশে প্রচুর পরিমাণে হরমোন সরবরাহ করে। এর ফলে আপনার হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায় এবং আপনার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় আর সেইসঙ্গে আপনার পেশি টান টান হয়ে পড়ে। আমরা হয়তো যা ঘটছে, সেই সম্বন্ধে পুরোপুরিভাবে বুঝতে না পারলেও, আমাদের শরীর চাপের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে থাকে। যখন চাপ কম হয়ে যায়, তখন আমাদের শরীর আগের মতো স্বাভাবিকভাবে কাজ করতে থাকে।

ভালো ও মন্দ চাপ

চাপের কারণে শরীরে যে-পরিবর্তনগুলো দেখা যায়, সেগুলো আসলে স্বাভাবিক বিষয়। এর কারণ হল আমাদের মস্তিষ্ক শরীরকে কোনো বিপদজনক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত করে থাকে আর ফলে আমরা দ্রুত পদক্ষেপ নিতে পারি। এটা এক প্রকারের ভালো চাপ। এই ধরনের চাপের ফলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি আর খুব ভালোভাবে কাজ করতে পারি; যেমন, স্কুলে পরীক্ষা কিংবা চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার সময় অথবা কোনো খেলাধুলোয় অংশ নেওয়ার সময়।

কিন্তু, আপনি যদি দীর্ঘ সময় ধরে অতিরিক্ত চাপের মধ্যে থাকেন, তা হলে এটা আপনার শরীরের উপর প্রভাব ফেলতে পারে। এটা আপনাকে শারীরিক, মানসিক ও আবেগগতভাবে ক্ষতি করতে পারে। দীর্ঘ সময় চাপের মধ্যে থাকার ফলে একজন ব্যক্তির আচার-আচরণের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে। সেই ব্যক্তি হয়তো অন্যদের সঙ্গে ভালোভাবে আচরণ করতে নাও পারেন, ড্রাগসয়্র নেওয়া শুরু করতে পারেন আর চাপ থেকে স্বস্তি পাওয়ার জন্য খারাপ কাজ করতে পরিচালিত হতে পারেন। এ ছাড়া, সেই ব্যক্তি হয়তো গভীরভাবে হতাশায় ডুবে যেতে পারেন, পরিশ্রান্ত হয়ে পড়তে কিংবা আত্মহত্যা করার বিষয়ে চিন্তা করা শুরু করতে পারেন।

যদিও চাপ প্রত্যেককে একইভাবে প্রভাবিত করে না কিন্তু এটার কারণে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। শুধু তা-ই নয়, এটা আমাদের শরীরের প্রত্যেকটা অংশকে প্রভাবিত করতে পারে।

চাপ যেভাবে শরীরের উপর প্রভাব ফেলে

স্নায়ুতন্ত্র।

একজন ব্যক্তি চাপের কারণে নিজের মাথায় হাত দিয়ে রয়েছেন।

চাপের কারণে আপনার স্নায়ুতন্ত্র অ্যাড্রেনালিন ও কোরটিসোলের মতো কিছু হরমোন নিঃসৃত করে আর এর ফলে আপনার হৃদস্পন্দন, রক্তচাপ ও রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এগুলো হওয়ায় আপনার শরীর বিপদের সময় দ্রুত পদক্ষেপ নিতে পারে। কিন্তু অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে, যেমন

  • বিরক্তিভাব, চিন্তা বা উদ্‌বিগ্নতা, হতাশা, মাথা ব্যথা, অনিদ্রা

পেশি ও কঙ্কালতন্ত্র।

চাপের কারণে পেশি টান টান হয়ে যায়, যাতে আপনার শরীরে কোনো আঘাত না লাগে। কিন্তু অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে, যেমন

  • শরীরে ব্যথা, মাথা ব্যথা, পেশি খিঁচুনি

শ্বসনতন্ত্র।

চাপের কারণে আপনি জোরে জোরে নিঃশ্বাস নেন, যাতে আপনার শরীরে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছায়। কিন্তু অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে, যেমন

  • দম বন্ধ হয়ে যাওয়া আর সেইসঙ্গে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া

রক্তসংবহন তন্ত্র।

চাপের কারণে আপনার হৃদস্পন্দন দ্রুত বাড়তে থাকে আর আপনার সারা শরীরে রক্ত দ্রুত পৌঁছায়। রক্তনালিকাগুলো প্রসারিত কিংবা সংকুচিত হয়, যাতে শরীরের সেই অংশে বেশি রক্ত পৌঁছায়, যেখানে প্রয়োজন রয়েছে, যেমন আপনার পেশিগুলোতে। কিন্তু অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে, যেমন

  • উচ্চ রক্তচাপ, হ্যার্ট অ্যাটাক, স্ট্রোক

অন্তঃক্ষরণ তন্ত্র।

চাপের কারণে এই গ্রন্থি অ্যাড্রেনালিন ও কোরটিসোল হরমোন উৎপন্ন করে, যেটার ফলে আপনার শরীর চাপের সঙ্গে মোকাবিলা করতে পারে। আপনার লিভারে রক্তশর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, যাতে আপনি আরও বেশি শক্তি পেতে পারেন। কিন্তু অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে, যেমন

  • সুগার, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ও বার বার অসুস্থ হয়ে পড়া, হঠাৎ করে মেজাজ বদলে যাওয়া, ওজন বৃদ্ধি পাওয়া

পরিপাকতন্ত্র।

চাপের কারণে আপনার শরীরে খাদ্য ঠিক মতো হজম হয় না। কিন্তু অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে, যেমন

  • বমি বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য

জননতন্ত্র।

চাপের কারণে যৌন আকাঙ্ক্ষা ও যৌনাঙ্গের উপর প্রভাব পড়ে। কিন্তু অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন ক্ষতি হতে পারে, যেমন

  • পুরুষত্বহীনতা, অনিয়মিত মাসিক।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার