ভূমিকা
কোনো না কোনো সময়ে প্রত্যেকেই দুঃখজনক ঘটনার দ্বারা প্রভাবিত হই—সেটা হতে পারে অসুস্থতা, কোনো দুর্ঘটনা, কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা দৌরাত্ম্যমূলক কাজ।
এইরকম পরিস্থিতিতে লোকেরা এগুলোর কারণ খুঁজে থাকেন।
কারো কারো মতে মানুষের দুঃখকষ্টের পিছনে রয়েছে তাদের ভাগ্য আর আমাদের প্রতি যা ঘটে, সেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
অন্যেরা বিশ্বাস করেন প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হয়। তারা বলে থাকেন, আমরা এই জন্মে কিংবা পূর্বজন্মে কোনো মন্দ কাজ করার কারণে দুঃখকষ্ট ভোগ করি।
যখন কোনো দুঃখজনক ঘটনা ঘটে, তখন লোকেদের মনে অনেক প্রশ্ন ওঠে আর তারা এগুলোর উত্তর খুঁজে থাকেন।