২. আমাদের দুঃখকষ্টের জন্য কি আমরা নিজেরাই দায়ী?
যে-কারণে এটা জানা গুরুত্বপূর্ণ
এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে এর অর্থ হল, আমাদের দুঃখকষ্টকে লাঘব করার ক্ষমতা হয়তো আমাদের রয়েছে।
চিন্তা করার মতো বিষয়
দুঃখকষ্টের নিম্নলিখিত কারণগুলোর জন্য মানুষ কতটা দায়ী?
নির্যাতন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র অনুমান অনুযায়ী, প্রতি ৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে ১ জন, ছোটোবেলায় শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকেন এবং প্রতি ৩ জন মহিলার মধ্যে ১ জন তাদের সারা জীবনে কোনো না কোনো সময়ে শারীরিক কিংবা যৌন নির্যাতন (অথবা উভয়েরই) শিকার হয়ে থাকেন।
প্রিয়জনের মৃত্যু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (WHO) দ্বারা প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৮ (ইংরেজি) বলে, “অনুমান করা হয় ২০১৬ সালে পুরো পৃথিবীতে প্রায় ৪,৭৭,০০০ লোককে হত্যা করা হয়েছে।” এ ছাড়া সেই একই বছরে ১,৮০,০০০ লোক যুদ্ধে অথবা অন্যান্য সংঘর্ষের কারণে মারা গিয়েছে বলে মনে করা হয়।
স্বাস্থ্যগত সমস্যা।
ন্যাশনাল জিয়োগ্রাফিক পত্রিকার একটা প্রবন্ধে লেখিকা ফ্র্যান স্মিথ লিখেছেন, ‘একশো কোটিরও বেশি লোক ধুমপান ও তামাক সেবন করে থাকেন। লোকেরা সবচেয়ে বেশি যে-সব রোগের কারণে মারা যায় সেগুলো হল হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সার যা এই ধুমপান ও তামাক সেবনের ফলে হয়ে থাকে।’
সামাজিক বৈষম্য।
মনোবিজ্ঞানী জে ওয়াট্স বলেছেন, “দরিদ্রতা, সামাজিক বৈষম্য, বর্ণবিদ্বেষ, লিঙ্গ বৈষম্যের শিকার হওয়া ও নিজের এলাকা থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কা এবং সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার চাপ, এই সমস্ত কিছুই মানসিক চাপ বাড়িয়ে দেয়।”
আরও জানুন
jw.org ওয়েবসাইটে কেন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন? শিরোনামের ভিডিওটা দেখুন।
বাইবেল যা বলে
বেশিরভাগ দুঃখকষ্টের জন্য মানুষ দায়ী।
দুঃখকষ্টের জন্য অধিকাংশ ক্ষেত্রে অত্যাচারী সরকারগুলো দায়ী হয়ে থাকে। তারা লোকেদের সেবা করার দাবি করলেও বাস্তবে তারা তাদের জীবন অতিষ্ঠ করে তোলে।
“এক জন অন্যের উপরে তাহার অমঙ্গলার্থে কর্ত্তৃত্ব করে।”—উপদেশক ৮:৯.
দুঃখকষ্ট লাঘব করা যেতে পারে।
বাইবেলের নীতি কাজে লাগানোর মাধ্যমে আমরা ভালো স্বাস্থ্য এবং অন্যদের সঙ্গে এক শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারব।
“শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু ঈর্ষা সকল অস্থির পচনস্বরূপ।”—হিতোপদেশ ১৪:৩০.
“সর্ব্বপ্রকার কটুকাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্ব্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হউক।”—ইফিষীয় ৪:৩১.