ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g20 নং ২ পৃষ্ঠা ৮-৯
  • ২. আমাদের দুঃখকষ্টের জন্য কি আমরা নিজেরাই দায়ী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ২. আমাদের দুঃখকষ্টের জন্য কি আমরা নিজেরাই দায়ী?
  • ২০২০ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যে-কারণে এটা জানা গুরুত্বপূর্ণ
  • চিন্তা করার মতো বিষয়
  • বাইবেল যা বলে
  • বাইবেল কী বলে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৭
  • সূচিপত্র
    ২০২০ সজাগ হোন!
  • ৪. ঈশ্বরের কি এটাই উদ্দেশ্য ছিল, যেন আমরা দুঃখকষ্ট ভোগ করি?
    ২০২০ সজাগ হোন!
  • দুঃখকষ্ট
    ২০১৫ সচেতন থাক!
আরও দেখুন
২০২০ সজাগ হোন!
g20 নং ২ পৃষ্ঠা ৮-৯
এক ব্যক্তি নিজের ঘরে বসে আছেন, তার এক হাতে সিগারেট এবং অন্য হাতে একটা খোলা বিয়ারের বোতল রয়েছে।

২. আমাদের দুঃখকষ্টের জন্য কি আমরা নিজেরাই দায়ী?

যে-কারণে এটা জানা গুরুত্বপূর্ণ

এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তা হলে এর অর্থ হল, আমাদের দুঃখকষ্টকে লাঘব করার ক্ষমতা হয়তো আমাদের রয়েছে।

চিন্তা করার মতো বিষয়

দুঃখকষ্টের নিম্নলিখিত কারণগুলোর জন্য মানুষ কতটা দায়ী?

  • মুষ্টিবদ্ধ হাতের একটা ছবি যা নির্যাতনকে চিত্রিত করে।

    নির্যাতন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র অনুমান অনুযায়ী, প্রতি ৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে ১ জন, ছোটোবেলায় শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকেন এবং প্রতি ৩ জন মহিলার মধ্যে ১ জন তাদের সারা জীবনে কোনো না কোনো সময়ে শারীরিক কিংবা যৌন নির্যাতন (অথবা উভয়েরই) শিকার হয়ে থাকেন।

  • স্মৃতিপ্রস্তরের একটা ছবি যা কবরস্থানকে চিত্রিত করে।

    প্রিয়জনের মৃত্যু।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (WHO) দ্বারা প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৮ (ইংরেজি) বলে, “অনুমান করা হয় ২০১৬ সালে পুরো পৃথিবীতে প্রায় ৪,৭৭,০০০ লোককে হত্যা করা হয়েছে।” এ ছাড়া সেই একই বছরে ১,৮০,০০০ লোক যুদ্ধে অথবা অন্যান্য সংঘর্ষের কারণে মারা গিয়েছে বলে মনে করা হয়।

  • ইকেজি লাইনসহ একটা হৃৎপিন্ডের ছবি, যা স্বাস্থ্যগত সমস্যাকে চিত্রিত করে।

    স্বাস্থ্যগত সমস্যা।

    ন্যাশনাল জিয়োগ্রাফিক পত্রিকার একটা প্রবন্ধে লেখিকা ফ্র্যান স্মিথ লিখেছেন, ‘একশো কোটিরও বেশি লোক ধুমপান ও তামাক সেবন করে থাকেন। লোকেরা সবচেয়ে বেশি যে-সব রোগের কারণে মারা যায় সেগুলো হল হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সার যা এই ধুমপান ও তামাক সেবনের ফলে হয়ে থাকে।’

  • ভারসাম্যহীন একটা তুলাযন্ত্রের ছবি, যা সামাজিক বৈষম্যকে চিত্রিত করে।

    সামাজিক বৈষম্য।

    মনোবিজ্ঞানী জে ওয়াট্‌স বলেছেন, “দরিদ্রতা, সামাজিক বৈষম্য, বর্ণবিদ্বেষ, লিঙ্গ বৈষম্যের শিকার হওয়া ও নিজের এলাকা থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কা এবং সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলার চাপ, এই সমস্ত কিছুই মানসিক চাপ বাড়িয়ে দেয়।”

    আরও জানুন

    jw.org ওয়েবসাইটে কেন ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছিলেন? শিরোনামের ভিডিওটা দেখুন।

বাইবেল যা বলে

পূর্বে উল্লেখিত এই ব্যক্তি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। যখন একজন ডাক্তার তাকে তার স্বাস্থ্য সম্বন্ধে দুঃসংবাদ দিচ্ছেন তখন তার স্ত্রী অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছেন।

বেশিরভাগ দুঃখকষ্টের জন্য মানুষ দায়ী।

দুঃখকষ্টের জন্য অধিকাংশ ক্ষেত্রে অত্যাচারী সরকারগুলো দায়ী হয়ে থাকে। তারা লোকেদের সেবা করার দাবি করলেও বাস্তবে তারা তাদের জীবন অতিষ্ঠ করে তোলে।

“এক জন অন্যের উপরে তাহার অমঙ্গলার্থে কর্ত্তৃত্ব করে।”—উপদেশক ৮:৯.

দুঃখকষ্ট লাঘব করা যেতে পারে।

বাইবেলের নীতি কাজে লাগানোর মাধ্যমে আমরা ভালো স্বাস্থ্য এবং অন্যদের সঙ্গে এক শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারব।

“শান্ত হৃদয় শরীরের জীবন; কিন্তু ঈর্ষা সকল অস্থির পচনস্বরূপ।”—হিতোপদেশ ১৪:৩০.

“সর্ব্বপ্রকার কটুকাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্ব্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হউক।”—ইফিষীয় ৪:৩১.

আমাদের দুঃখকষ্টের জন্য কি আমরা নিজেরাই দায়ী?

বাইবেল বলে: “মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।” (গালাতীয় ৬:৭) কিছু কিছু ক্ষেত্রে আমরা যে-সিদ্ধান্তগুলো নিয়ে থাকি, সেগুলোর জন্য আমাদের দুঃখকষ্ট ভোগ করতে হয়। এই কারণেই ডাক্তাররা আমাদের পুষ্টিকর খাবার খেতে, ব্যায়াম করতে উৎসাহিত করেন এবং ধুমপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে বলেন। তা সত্ত্বেও এটা বলা ভুল হবে যে, আমাদের উপর আসা সমস্ত দুঃখকষ্টের জন্য মানুষই দায়ী। অনেক নিরীহ ব্যক্তি দুর্ঘটনা, বিপর্যয় এবং অন্যান্য দুঃখজনক ঘটনার শিকার হয়ে থাকেন।

কেন ভালো লোকেরা দুঃখকষ্ট ভোগ করে?

তৃতীয় প্রশ্নটা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার