ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g20 নং ৩ পৃষ্ঠা ১২-১৩
  • প্রেম দেখান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রেম দেখান
  • ২০২০ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সমস্যা
  • বাইবেলের নীতি
  • আপনি যা করতে পারেন
  • তারা বৈষম্যের বেড়া ভেঙে দিয়েছে
    ২০২০ সজাগ হোন!
  • বৈষম্য—আপনি কি এর দ্বারা সংক্রামিত হয়েছেন?
    ২০২০ সজাগ হোন!
  • আমি অবিচারের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম
    বাইবেল জীবনকে পরিবর্তন করে
  • কুসংস্কারের মূল
    ২০০৪ সচেতন থাক!
আরও দেখুন
২০২০ সজাগ হোন!
g20 নং ৩ পৃষ্ঠা ১২-১৩
একজন ভারতীয় মহিলা একজন বয়স্ক শ্বেতাঙ্গ মহিলার ব্যাগ নিয়ে তাকে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করছেন।

প্রেম দেখান

সমস্যা

বৈষম্যের মনোভাব মন থেকে তাড়াতাড়ি মুছে যায় না। যেমন, একটা ভাইরাস থেকে মুক্ত হতে সময় ও প্রচেষ্টার প্রয়োজন, তেমনই বৈষম্যের মনোভাব থেকে মুক্ত হওয়ার জন্য সময় ও প্রচেষ্টার প্রয়োজন হয়। আপনার মন থেকে বৈষম্যের মনোভাব দূর করার জন্য আপনি কী করতে পারেন?

বাইবেলের নীতি

কোলাজ: ১.একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি কফির কাপ ধরে রয়েছেন, তার জন্য একজন এশিয়ান ব্যক্তি দরজা খুলে দিচ্ছেন। ২. সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তি তার সহকর্মীদের কফি দিচ্ছেন, যাদের মধ্যে সেই ভারতীয় মহিলাও রয়েছেন।

“প্রেম পরিধান কর; তাহাই সিদ্ধির যোগবন্ধন।”—কলসীয় ৩:১৪.

এর অর্থ কী? অন্যদের প্রতি সদয় কাজ করা আমাদের একে অন্যের কাছে নিয়ে আসে। আপনি অন্যদের প্রতি যত বেশি প্রেম দেখাবেন, তত বেশি বৈষম্যের মনোভাব কাটিয়ে উঠতে পারবেন। আপনি যখন লোকেদের আরও বেশি প্রেম করতে শিখবেন, তখন এটা আপনাকে তাদের প্রতি নেতিবাচক মনোভাব কাটিয়ে উঠতে সাহায্য করবে।

আপনি যা করতে পারেন

কোলাজ:⁠১. একজন বয়স্ক শ্বেতাঙ্গ মহিলা একজন ভারতীয় মহিলার সাহায্যে ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন। ২. বয়স্ক শ্বেতাঙ্গ মহিলা তার প্রতিবেশী সেই এশিয়ান ব্যক্তির জন্য বিস্কুট নিয়ে এসেছেন।

নির্দিষ্ট কিছু উপায় সম্বন্ধে চিন্তা করুন, যেগুলোর মাধ্যমে আপনি সেই ব্যক্তিদের প্রতি প্রেম দেখাতে পারবেন, যাদেরকে আপনি নেতিবাচক দৃষ্টিতে দেখেন। এর জন্য আপনাকে যে অতিরিক্ত কিছু করতে হবে, এমন নয়। নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে অন্তত একটা বা সবগুলো করার চেষ্টা করুন:

ছোটো ছোটো প্রেমময় কাজগুলো করার মাধ্যমে আপনি বৈষম্যের মনোভাব থেকে অনেক দূরে থাকতে পারবেন

  • একজন অভিবাসী যদি কোনো ঠিকানার সন্ধান করেন, তা হলে তাকে সাহায্য করুন কিংবা বাসে ট্রেনে যাতায়াত করার সময় তাদের বসার জন্য সিট ছেড়ে দিন।

  • তারা যদি আপনার ভাষা ভালোভাবে বলতে না-ও পারে, তবুও আপনি তাদের সঙ্গে ছোটো ছোটো বিষয় নিয়ে কথা বলুন।

  • তারা যেভাবে কাজ করে, সেটা বুঝতে না পারলেও ধৈর্য ধরুন।

  • তারা যদি নিজেদের সমস্যার বিষয়ে কথা বলে, তা হলে সহানুভূতিশীল হোন।

বাস্তব জীবনের উদাহরণ: নাজারে (গিনি-বিসাও)

“একসময় আমি অভিবাসীদের প্রতি বৈষম্যের মনোভাব দেখাতাম। আমাকে বলা হয়েছিল, অনেক অভিবাসী টাকাপয়সা এবং সাহায্য লাভ করার জন্য সরকারকে মিথ্যা কথা বলে থাকে আর তাদের মধ্যে অনেকেই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাই, তাদের বিশ্বাস করা আমার পক্ষে কঠিন ছিল। কিন্তু, আমি বুঝতেই পারিনি যে, আমি বৈষম্যের মনোভাব দেখাচ্ছি কারণ বেশিরভাগ লোকেরাই অভিবাসীদের এভাবে দেখত।

“পরে আমি বুঝতে পারি, অভিবাসীদের প্রতি আমি বৈষম্যের মনোভাব দেখাচ্ছি। বাইবেলের ব্যাবহারিক জ্ঞান আমাকে তাদের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করেছে। এখন আমি তাদেরকে এড়িয়ে চলি না, এর বিপরীতে আমি তাদের সম্ভাষণ জানাই এবং তাদের সঙ্গে কথা বলি। আমি তাদের ব্যক্তি-বিশেষ হিসেবে জানার চেষ্টা করি। এখন তাদের প্রতি আমার এক ইতিবাচক মনোভাব রয়েছে এবং আমি তাদের সঙ্গে থাকতে স্বচ্ছন্দ বোধ করি।”

“আমি অবিচারের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম”

রাফিকা মরিস।

রাফিকা বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা বিপ্লবী দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু, তিনি যখন যিহোবার সাক্ষিদের সম্মেলনে যোগ দিয়েছিলেন, তখন তিনি সেখানে সেই একতা খুঁজে পেয়েছিলেন, যা তিনি চেয়েছিলেন।

রাফিকা মরিস: আমি অবিচারের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম শিরোনামের ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার জন্য jw.org ইংরেজি ওয়েবসাইটে খুঁজুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার