ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g21 নং ৩ পৃষ্ঠা ১৪-১৫
  • সৃষ্টিকর্তা আছেন কি না, তা জানা কেন গুরুত্বপূর্ণ?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সৃষ্টিকর্তা আছেন কি না, তা জানা কেন গুরুত্বপূর্ণ?
  • ২০২১ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আরও আনন্দপূর্ণ জীবন
  • রোজকার জীবনে কাজে লাগে এমন পরামর্শ
  • আপনার প্রশ্নগুলোর উত্তর
  • ভবিষ্যতের এক আশা
  • সৃষ্টিকর্তা বলে কি কেউ আছেন? উত্তর জানা কেন গুরুত্বপূর্ণ?
    ২০১৫ সচেতন থাক!
  • ঈশ্বর সম্বন্ধে সত্যটা কী?
    বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়?
  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
  • এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখতে শুরু করুন
আরও দেখুন
২০২১ সজাগ হোন!
g21 নং ৩ পৃষ্ঠা ১৪-১৫
কয়েক জন বন্ধু আনন্দের সঙ্গে একটা গাছে থাকা পশুপাখি দেখছে।

সৃষ্টিকর্তা আছেন কি না, তা জানা কেন গুরুত্বপূর্ণ?

সৃষ্টিকর্তা আছেন কি না, তা জানা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে, একজন সর্বশক্তিমান ঈশ্বর রয়েছেন, তা হলে আপনি এই বিষয়টাও পরীক্ষা করে দেখতে পারেন যে, বাইবেল তাঁর দ্বারা অনুপ্রাণিত কি না। আর আপনি যদি বাইবেল যা বলে, সেটার উপর বিশ্বাস করেন, তা হলে বিভিন্ন উপকার লাভ করতে পারবেন। যেমন:

আরও আনন্দপূর্ণ জীবন

বাইবেল বলে: “তিনি [ঈশ্বর] . . . আপনাদের জন্য আকাশ থেকে বৃষ্টি এবং বিভিন্ন ঋতুতে প্রচুর শস্য জুগিয়েছেন আর খাদ্য দিয়ে আপনাদের পরিতৃপ্ত করেছেন এবং আপনাদের হৃদয় আনন্দে পূর্ণ করেছেন।”—প্রেরিত ১৪:১৭.

এর অর্থ: প্রকৃতির বিষয়গুলো দেখে আপনি নিশ্চয়ই আনন্দ পান। এসবই সৃষ্টিকর্তার কাছে থেকে এক উপহার। আপনি যখন জানতে পারবেন যে, তিনি আপনার জন্য কতটা চিন্তা করেন, তখন এই উপহারগুলোর প্রতি আপনি আরও বেশি কৃতজ্ঞ হয়ে উঠবেন।

রোজকার জীবনে কাজে লাগে এমন পরামর্শ

বাইবেল বলে: “তুমি ধার্ম্মিকতা ও বিচার বুঝিবে, ন্যায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে।”—হিতোপদেশ ২:৯.

এর অর্থ: সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বর জানেন, সুখী হওয়ার জন্য আপনার কী প্রয়োজন। তাই, বাইবেল পড়ার মাধ্যমে রোজকার জীবনে কাজে লাগানো যায় এমন বিষয়গুলো আপনি শিখতে পারবেন।

আপনার প্রশ্নগুলোর উত্তর

বাইবেল বলে: “ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে।”—হিতোপদেশ ২:৫.

এর অর্থ: সৃষ্টিকর্তা আছেন, তা জানা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে, যেমন: জীবনের উদ্দেশ্য কী? কেন এত দুঃখকষ্ট রয়েছে? আমরা মারা গেলে আমাদের কী হয়? এই প্রশ্নগুলোর উত্তর আপনি বাইবেল থেকে পাবেন।

ভবিষ্যতের এক আশা

বাইবেল বলে: “সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সঙ্কল্প করিতেছি, তাহা আমিই জানি; সে সকল মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সঙ্কল্প!”—যিরমিয় ২৯:১১.

jw.org ওয়েবসাইটে কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, বাইবেল সত্য? এবং বাইবেলের গ্রন্থকার কে? শিরোনামের ভিডিওগুলো দেখুন। অনুসন্ধান করুন বাক্সে “বাইবেল সত্য” কিংবা “বাইবেলের গ্রন্থকার” শব্দগুলো টাইপ করে আপনি এই ভিডিওগুলো খুঁজতে পারেন।

এর অর্থ: ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে, তিনি ভবিষ্যতে মন্দতা, দুঃখকষ্ট ও এমনকী মৃত্যু দূর করে দেবেন। ঈশ্বরের উপর বিশ্বাস করলে এটা সাহসের সাথে প্রতিদিনের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে আপনাকে সাহায্য করবে।

সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে কেউ কেউ যে-উপকার পেয়েছেন

সিন্ডি।

“জীবনের প্রতিটা ক্ষেত্রে ঈশ্বর আমাদের যেভাবে সাহায্য করেন, তা দেখে আমি সবসময় অবাক হয়ে যাই। যেমন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়কে প্রথমে রাখা থেকে শুরু করে অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা ও এমনকী ঈশ্বরের বন্ধু হয়ে ওঠা।”—সিন্ডি, যুক্তরাষ্ট্র।

এলিশ।

“সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে আমার জীবন যেন আরও বেশি সন্তোষজনক ও আগ্রহজনক হয়ে উঠেছে। আমি কখনো বোর হই না কারণ তাঁর সম্বন্ধে, তাঁর সৃষ্টি সম্বন্ধে এবং তাঁর বাক্য বাইবেল সম্বন্ধে শেখার অনেক কিছু রয়েছে।”—এলিশ, ফ্রান্স।

পিটার।

“বাইবেলে আমাদের সৃষ্টিকর্তার দেওয়া শিক্ষা কাজে লাগানোর ফলে আমি আরও আনন্দিত হতে পেরেছি। আমি আর আগের মতো খিটখিট করি না, অন্যদের কথা মন দিয়ে শুনি এবং তাদের প্রতি আগ্রহ দেখাই। আর আমার কাছে যা আছে, তাতেই সন্তুষ্ট হতে শিখেছি। বাইবেলের শিক্ষা কাজে লাগিয়ে আমি আরও ভালো একজন বাবা হতে পেরেছি।”—পিটার, নেদারল্যান্ডস।

লিজ।

“ঈশ্বর সম্বন্ধে শেখার আগে আমি শুধু খেতাম, শুতাম আর কীভাবে সময়ের মধ্যে কাজে পৌঁছোব, এই নিয়েই চিন্তা করতাম। আমার জীবনে আনন্দ বলে কিছুই ছিল না। কিন্তু এখন বুঝতে পেরেছি, জীবন হল এক অপূর্ব উপহার। এটা এই জন্যই আমাদের দেওয়া হয়েছে, যাতে আমরা জীবনকে মূল্যবান হিসেবে দেখি এবং উপভোগ করি।”—লিজ, এস্টোনিয়া।

এড্রিয়ান।

“আমি ছোটো ছোটো বিষয়ে অতিরিক্ত চিন্তা করি। কিন্তু, মন্দতা, অন্যায়-অবিচার ও দুঃখকষ্ট যে একদিন শেষ হয়ে যাবে, তা জানার পর আমি দুশ্চিন্তার সঙ্গে লড়াই করতে পারছি।”—এড্রিয়ান, ফ্রান্স।

কীভাবে বাইবেল জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর দেয়, তা দেখুন। কেন বাইবেল অধ্যয়ন করবেন?—পূর্ণদৈর্ঘ্য শিরোনামের ভিডিওটা দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার