Oleh_Slobodeniuk/E+ via Getty Images
ঈশ্বর প্রতিজ্ঞা করেন আমাদের পৃথিবী রক্ষা পাবে
“আমরা যেমনটা চিন্তা করি, পৃথিবী সেটার চেয়েও বেশি স্থিতিস্থাপক অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।”
এমনটাই মন্তব্য করেছে, আবহাওয়া পরিবর্তন নিয়ে গবেষণাকারী এক আন্তর্জাতিক দল। আপনি যদি বিশ্বাস করেন যে, একজন সৃষ্টিকর্তা রয়েছেন, যিনি মানবজাতির জন্য চিন্তা করেন, তা হলে বিজ্ঞানীদের এই মন্তব্য হয়তো আপনাকে সেই প্রাকৃতিক প্রক্রিয়াগুলো সম্বন্ধে মনে করিয়ে দিতে পারে, যেগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন। এইসমস্ত প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী আপনা-আপনি নিজেকে ঠিক করতে পারে।
কিন্তু মানুষ পৃথিবীর এত ক্ষতি করেছে যে, পৃথিবী নিজে নিজে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না। কেন আমাদের এই আস্থা রয়েছে যে, ঈশ্বর এই বিষয়ে কিছু করবেন?
এখানে দেওয়া শাস্ত্রপদগুলো আমাদের এই নিশ্চয়তা দেয়, পৃথিবী শুধু ধ্বংসের হাত থেকে রক্ষাই পাবে না, কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে।
ঈশ্বর আমাদের পৃথিবী সৃষ্টি করেছেন। “আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন।”—আদিপুস্তক ১:১
ঈশ্বর আমাদের পৃথিবীর মালিক। “পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই।”—গীতসংহিতা ২৪:১
ঈশ্বর বেঁচে থাকার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। “তিনি পৃথিবীকে তাহার ভিত্তিমূলের উপরে স্থাপন করিয়াছেন; তাহা অনন্তকালেও বিচলিত হইবে না।”—গীতসংহিতা ১০৪:৫
ঈশ্বর প্রতিজ্ঞা করেন, পৃথিবীতে চিরকাল জীবন উপভোগ করা যাবে। “আকাশমণ্ডলের সৃষ্টিকর্ত্তা সদাপ্রভু, স্বয়ং ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়া নির্ম্মাণ করিয়াছেন, . . . অনর্থক সৃষ্টি না করিয়া বাসস্থানার্থে নির্ম্মাণ করিয়াছেন।”—যিশাইয় ৪৫:১৮
ঈশ্বর প্রতিজ্ঞা করেন, মানুষ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারবে। “ধার্ম্মিকেরা দেশের অধিকারী হইবে, তাহারা নিয়ত তথায় বাস করিবে।”—গীতসংহিতা ৩৭:২৯
ঈশ্বর পৃথিবীকে এমনভাবে গঠন করেছেন, যাতে মানুষ পৃথিবীর কোনো ক্ষতি না করেই চিরকাল সেখানে বাস করতে পারে। বাইবেল ভবিষ্যদ্বাণী করে, যিহোবাa ঈশ্বর তাঁর নির্ধারিত সময়ে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন।—প্রকাশিত বাক্য ১১:১৮
বাইবেল প্রতিজ্ঞা করে, সেই সময়ে ঈশ্বর পৃথিবীকে এক সুন্দর পরমদেশে পরিণত করবেন এবং উদারভাবে “সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ” করবেন।—গীতসংহিতা ১৪৫:১৬
a বাইবেলে জানায়, যিহোবা হল ঈশ্বরের নাম। আরও তথ্যের জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে চিরকাল জীবন উপভোগ করুন! বইয়ের পাঠ ৪: “ঈশ্বর কে?” দেখুন।